ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়

ফেসবুক থেকে আপনি কি টাকা ইনকাম করতে চান? তাহলে জেনে নিন ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়। ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক একাউন্ট এবং উক্ত একাউন্টে নির্দিষ্ট ফলোয়ার এবং ওয়াচটাইম।

ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়, ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, ফেসবুকে ভিউ বাড়ানোর কার্যকারী উপায়, ফেসবুকে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে এবং ফেসবুকে টাকা ইনকামের যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় বিস্তারিত

ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়

ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এই সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ফেসবুক থেকে টাকা ইনকামের মাধ্যমগুলো। ফেসবুক থেকে টাকা ইনকামের অনেকগুলো মাধ্যম রয়েছে চলুন জেনে নিই ফেসবুকে টাকা ইনকামের মাধ্যম গুলো এবং ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়ঃ

  • ফেসবুক থেকে টাকা ইনকামের সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। ফেসবুক মনিটাইজেশন এর জন্য দরকার ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম।
  • ফেসবুক থেকে স্টার মনিটাইজেশনের মাধ্যমেও ইনকাম করতে পারবেন স্টার মনিটাইজেশনের জন্য আপনার পেজ বা প্রোফাইলে ৫০০ ফলোয়ার হলেই ইনকাম করতে পারবেন।
  • ফেসবুকে অন্যান্য মনিটাইজেশন সিস্টেম যেমন, Ads on reels পেতে কত ফলোয়ার লাগবে তা নির্দিষ্ট করে দেওয়া নেই।
  • এছাড়াও ফেসবুকে বেশি পরিমাণ ফলোয়ার থাকলে Affiliate Marketing করে টাকা ইনকাম করা যায়।
  • ফেসবুকে ফলোয়ার থাকলে ব্যান্ড প্রমোশন করেও আয় করতে পারবেন।
  • ফেসবুকে থেকে ইনকাম করার আরো একটি মাধ্যম হলো Subscription। এটি অন করার জন্য দরকার ১০,০০০ ফলোয়ার।

ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়

ফেসবুক বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম। ফেসবুকের বর্তমান ইউজার সংখ্যা ২.৯ বিলিয়ন। যা দিন দিন বেড়েই চলেছে। আমরা সাধারণত বিনোদনের জন্য ফেসবুক ব্যবহার করে থাকি। আপনি চাইলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব এজন্য প্রয়োজন হবে ফলোয়ার। এখন ভাবছেন ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, ফেসবুকে ফলোয়ার বাড়ানোর অনেকগুলো টেকনিক রয়েছে চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানিঃ

  • ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক প্রাইভেসি অপশনে গিয়ে "হাউ পিপল ফাইন্ড এ্যান্ড কন্টাক্ট উইথ ইউ" তে গেলে "হু ক্যান ফলো ইউ" অপশন টি পাবেন। সেখানে ক্লিক করে "এভরিওয়ান" অপশন টি সিলেক্ট করুন এতে ফলোয়ার বাড়বে।
  • ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক প্রোফাইল অপটিমাইজ করা অনেক বেশি জরুরী। ফেসবুক অপটিমাইজ বলতে ফেসবুক পেজ খোলার পর সেটিকে ইউজার ফ্রেন্ডলি করে তোলার বিষয়টি বুঝিয়েছি। যেমনঃ আপনার ফেসবুকে একটি সুন্দর প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড করুন, বায়ো সেকশনে গিয়ে ১লাইন বায়ো এড করুন এবং এবাউট সেকশনে গিয়ে দুই থেকে তিন লাইনের কিছু লিখুন ইত্যাদি। এক কথায় আপনার প্রোফাইলটিকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন।
  • ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। ফেসবুকে ফলোয়ার বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত পোস্ট করা।
  • ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। যাতে করে সেখান থেকে মানুষ কিছু শিখতে পারে এবং অন্যকে শেয়ার করার প্রয়োজন মনে করে।
  • ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আপনার পোস্টে হ্যাশট্যাগ ইউজ করুন। ফেসবুক পোস্ট এর ক্ষেত্রে হ্যাশট্যাগ  অনেক গুরুত্বপূর্ণ । যেমনঃ #video, #ripontech24.
  • ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায়। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে সেখান থেকে খুব কম সময়ে অনেক বেশি ফলোয়ার গেইন করতে পারবেন।
  • ফেসবুকে বুস্ট করার মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করা যায়। এটি মূলত একটি পেইড সিস্টেম। ফেসবুক বুস্ট এর মাধ্যমে আপনি রাতারাতি হাজার-হাজার, লাখ লাখ ফলোয়ার গেইন করতে পারবেন।

ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয়

ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয় এটি অনেক কঠিন একটি প্রশ্ন কেননা বিভিন্ন জনের টাকার পরিমান বিভিন্ন রকম হয়ে থাকে। ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয় এটি পুরোপুরি নির্ভর করে ভিডিওর কিওয়ার্ড ও ভিডিওর লোকেশন এর উপরে। সিপিসি (CPC) কিওয়ার্ড যুক্ত ভিডিওতে অল্প ভিউতেও অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আবার উন্নত রাষ্ট্র যেমন আমেরিকা,  অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি দেশে অল্প ভিউতেও বেশি পরিমাণ টাকা ইনকাম করা যায়।

আর যদি বাংলাদেশ বা ভারত এমন দেশ এ বেশি ভিউ হয় তাহলে কিন্তু আপনি বেশি ভিউতেও তেমন বেশি টাকা পাবেন না। তবে এক্ষেত্রে কোন ভিডিও ভাইরাল হলে কিন্তু তুলনামূলক অনেক বেশি টাকা ইনকাম করা যায়। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি তাই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এমন অনেকেই রয়েছে যারা ফেসবুকে ভিডিও ভাইরাল করে লাখ লাখ টাকা ইনকাম করছেন। বাংলাদেশে ১ হাজারের ভিউয়ের জন্য মোটামুটি ৭ থেকে ১০ টাকা পাওয়া যায়।

তবে ভিউয়ার্স যদি ভিডিও অনেক লম্বা সময় ধরে দেখে তাহলে ইনকাম আরো বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই প্রশ্ন করেন ফেসবুকে এক মিলিয়ন ভিউতে কত টাকা পাওয়া যায় কোন ভিডিওতে ১ মিলিয়ন ভিউ মানে সেই ভিডিওটি ভাইরাল ভিডিও, আর ভাইরাল ভিডিওতে ইনকাম তুলনামূলক অনেক বেশি হয়। এ নিয়মটি ইউটিউবের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আমরা যদি ১০০০ ভিউয়ের টাকার অনুপাতে হিসাব করি তাহলে সে হিসাবে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা পাওয়া যায়।

যেহুতু ভাইরাল ভিডিওতে টাকা ইনকাম বেশি হয় সে ক্ষেত্রে ইনকাম আরো বেশি হতে পারে।

ফেসবুকে ভিউ বাড়ানোর কার্যকারী উপায়

ফেসবুকে ভিউ বাড়ানোর অনেকগুলো কার্যকরী উপায় রয়েছে চলুন সেগুলো সম্পর্কে জেনে নিইঃ

  • ফেসবুকে ভালো মানের কনটেন্ট আপলোড করা। সবসময় ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করা উচিত। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যার উপরে মানুষ সহজে আকৃষ্ট হবে এবং টেন্ডিং টপিকের উপর কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ সংখ্যা অনেক বাড়বে।
  • বিভিন্ন গ্রুপে বা আপনার ফ্রেন্ডদেরকে আপনার কনটেন্ট এর লিংক শেয়ার করা এতে করে আপনার  ভিউয়ার্স অনেক বৃদ্ধি পাবে।
  • রিল ভিডিওর ক্ষেত্রে জনপ্রিয় অডিও ট্র‍্যাক ব্যবহার করা। ভাইরাল অডিও দিয়ে রিল ভিডিও বানানো উচিত তাহলে অনেকে আকৃষ্ট হয় এবং রিল ভিডিওর ভিউ বৃদ্ধি পায়।
  • কনটেন্ট এ হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিউ অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে কনটেন্ট এর সাথে মিলিয়ে যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত।
  • ভালো ক্যাপশন ব্যবহার করা। একটি কন্টেন্ট কে আকর্ষণীয় করে তোলার জন্য ভালো ক্যাপশন ব্যবহার করা উচিত। যা ভিউ বাড়াতে অনেক কার্যকরী।
  • নিয়মিত কনটেন্ট আপলোড করা। ফলে ভিউয়ার্স বাড়তে সুবিধা হবে কারণ ভিউয়ার্সের কাছে কনটেন্ট ভালো লাগলে তারা বেশি বেশি আপনার কন্টেন দেখার চেষ্টা করবে।

ফেসবুকে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে

ফেসবুকে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে এ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে, প্রাঙ্ক ভিডিও অথবা ফানি ভিডিও বেশি ভাইরাল হয় ফেসবুক পেজে। যদি কোন মুভি বা নাটকের ক্লিপ আপনি আপলোড করেন সে ক্ষেত্রেও ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ লোকেরা মুভি ও নাটকের ক্লিপ দেখতে বেশি ভালোবাসে।এছাড়াও আপনি যদি বিভিন্ন শিক্ষামূলক বা টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন সে ক্ষেত্রেও অনেক ভিউয়ার্স পাওয়া যায়।
এছাড়াও আপনি টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারেন।মানুষ এখন প্রতিনিয়তই টেকনোলজির উপর নির্ভরশীল এক্ষেত্রে টেকনোলজি রিলেটেড ভিডিও অনেক ভিউয়ার্স এনে দিতে পারে। বিভিন্ন টেকনোলজির আপডেট মার্কেট প্রাইস এবং স্মার্টফোন বা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার বা ফাংশন সম্পর্কে ভিডিও আপলোড করতে পারেন। এ ধরনের ভিডিওগুলোতে অনেক ভিউয়ার্স পাওয়া যায়।

ফেসবুকে রিল ভিডিও বানানোর সঠিক নিয়ম

ফেসবুকে রিল ভিডিও বানানোর সঠিক নিয়ম হচ্ছে প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করতে হবে, এরপর ফেসবুকের নিউজ ফিডের উপরের থাকা রিলস অপশন টি সিলেক্ট করতে হবে, এরপর ক্রিয়েট রিলস এ ক্লিক করতে হবে, এরপর অ্যাপ এ থাকা ক্যামেরা দিয়েও ভিডিও বানানো যাবে আবার গ্যালারি থেকেও ভিডিও বানানো যাবে।রিলস ভিডিও বানানোর ক্ষেত্রে টাইমার অপশন সেট করে রাখা যায় এবং নিজের পছন্দমত ভিডিও এডিট করা যায়।

আবার ভিডিও রেকর্ডিং এর সময় অরিজিনাল অডিও যুক্ত করার অপশনও থাকে পাশাপাশি ফেসবুক মিউজিক লাইব্রেরী থেকে গান পছন্দ করেও যুক্ত করা যায়। এমনকি রিলস ইডিট এর ক্ষেত্রে রিয়েলিটি বা এ আর এফেক্ট দেওয়া যায়। এছাড়াও ফেসবুকের এফেক্ট লাইব্রেরী থেকে বিভিন্ন ধরনের এফেক্ট বেছে নেওয়া যায়। পছন্দ মত ভিডিওর স্পিড নিয়ন্ত্রণ করা, স্লোমোশন বা ফাস্ট ফরওয়ার্ড দুই ধরনের অপশন ই থাকে। ভিডিওর পাশাপাশি অডিও স্পিডও বদলানো যায় ফেসবুক রিলসে।

ফেসবুকে রিলস ভিডিও থেকে কত টাকা আয় হয়

ফেসবুক রিল ভিডিও এটি টিকটক ভিডিওর মতোই অনেকটা। মেটার ১৫০ টি দেশের তথ্য অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অর্ধেক সময় পর্যন্ত রিলস ভিডিওতে সময় কাটাই। মূলত ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে একটি ফেসবুক রিল। সম্প্রতিক সময়ে মেটা প্রচুর অর্থ বিনিয়োগ করছে ফেসবুক রিলসে।
  • ১। ফেসবুক স্টারস - ফেসবুক রিলস ভিডিও থেকে টাকা ইনকামের সম্প্রতি নতুন একটি ঘোষণা করেছেন মেটা। এই নতুন সিস্টেমে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে, প্রতি ১০০ স্টার এ ১ ডলার পাবে রিলস ক্রিয়েটর।
  • ২। বিজ্ঞাপন - বিজ্ঞাপন থেকে ইনকামের ক্ষেত্রে একজন ব্যক্তির ১০ হাজার ফলোয়ার, ৫ টি ইউনিক ভিডিও এবং গত ৬০ দিনের ৬ লাখ মিনিটের ভিউ থাকলে রিলসে বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই মাধ্যমে ইনকামের ৫৫ % পাবেন আপনি এবং বাকি ৪৫ % পাবে ফেসবুক।
  • ৩। রিলস বোনাস প্রোগ্রাম - রিলস প্লে বোনাস প্রোগ্রাম এটি হচ্ছে রিলস থেকে আয় করার আরেকটি উপায়। যদি আপনার রিলস ভিডিও তে ৩০ দিনে ১০০০ ভিউ হয় তাহলে ফেসবুক থেকে আপনি টাকা পাবেন। ফেসবুক এই মাধ্যমে ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দিয়ে থাকে ব্যবহারকারীকে।
  • ৪। চ্যালেঞ্জ - যারা নিজস্ব রিলস পাবলিশ করবে তাদেরকে টাকা দেওয়া হবে সম্প্রতি মেটা ঘোষণা করেছে এমন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মাধ্যমে একজন ৪০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবে যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৩০ হাজার টাকা সম পরিমাণ। একজন কনটেন্ট ক্রিয়েটর একটি চ্যালেঞ্জ সম্পন্ন করলে অপর একটি চ্যালেঞ্জ খুলে। একটি চ্যালেঞ্জ এর ৩০ দিন মেয়াদ হবে।

ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার উপায় 

ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার উপায় রয়েছে এখন। সম্প্রতি কালে ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ফেসবুক পেইজের মত ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড় চালু করেছে মেটা। যার ফলে ফেসবুক  প্রোফাইল থেকেও আয়ের সুযোগ মিলবে এখন থেকে, কিছুদিন আগে এমন টাই জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর এই সুযোগটি হচ্ছে প্রফেশনাল মোড। ফেসবুক প্রফেশনাল মোড চালু করলে কনটেন্ট ক্রিকেটারের মতোই বাড়তি অনেক সুবিধা পাওয়া যায়।
ফেসবুক প্রফেশনাল মোড চালু করার নিয়ম প্রথমেই মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ এ গিয়ে ফেসবুক ওপেন করতে হবে। এরপর ফেসবুক একাউন্টের প্রোফাইল অপশন থেকে থ্রি ডট অপশনে ট্যাপ করতে হবে এরপর নিচের অংশে লেখা দেখবেন 'টার্ন অন প্রফেশনাল মোড' অপশনটি। টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি প্রেস করলে তিনটি অপশন দেখা যাবে। প্রথমেই লেখা আছে 'গেট পেইড ফর ইওর কনটেন্ট' দ্বিতীয় অপশনটি 'ড্র ইয়োর অডিয়েন্স' আর তৃতীয় অপশনটি 'সি কনটেন্ট ইন সাইস'।

তিন নাম্বার অপশনের নিচে 'টার্ন অন এবং লার্ন মোড়' অপশন পাবেন এখান থেকে টার্ন অন প্রেস করলে চালু হয়ে যাবে প্রফেশনাল মোড। ফেসবুক প্রফেশনাল মোড অন করে কনটেন্ট ক্রিয়েটরের মত ভিডিও, রিল আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।

ফেসবুকে ৫ হাজার ফ্রেন্ড হয়ে গেছে কিভাবে ফলোয়ার করে রাখবেন

ফেসবুকে ৫ হাজার ফ্রেন্ড হয়ে গেলে ফেসবুকে আর ফ্রেন্ড এড করা যায় না কিন্তু আপনি চাইলে ফলোয়ার সিস্টেম চালু করতে পারবেন। ফেসবুক ফলোয়ার অপশনটি চালু করে আপনি আনলিমিটেড ফলোয়ার গ্রেইন করতে পারবেন।  মনে রাখবেন ফলোয়ার অপশন চালু করার সময় আপনার কাছে আপনার ১৮ বছর হয়েছে কি না  পারমিশন চাইতে পারে। আপনার বয়স ১৮ বছর পূর্ণ না হয়  তাহলে আপনি ফলোয়ার অপশনটি চালু করতে পারবেন না।
প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে। এরপর সেটিং এ যাওয়ার পর সেখানে গিয়ে প্রথমে পাবলিক পোস্ট নামে যে অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপর আরো একটি নতুন অ্যাপ্লিকেশন আপনার সামনে অন হবে ওইখানে থাকবে বিভিন্ন ধরনের অপশন ওর মধ্যে who can follow me  এটিকে আপনার পাবলিক করে ফেলতে হবে। তাহলেই আপনার একাউন্ট ফলোয়িং মোড এ চালু হয়ে যাবে।

লেখকের মন্তব্য

বর্তমানে ফেসবুক বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে প্রতিনিয়ত। অনেকে ফেসবুক ব্যবহার করেন বিনোদনের জন্য আবার অনেকেই বন্ধু-বান্ধব দের সাথে চ্যাটিং করার জন্য কিংবা অন্যদের স্ট্যাটাস দেখে প্রতিদিন অনেক সময় ব্যয় করেন। তবে এই ফেসবুক কি শুধু বিনোদনের জন্যই? না আপনি  চাইলেই কিন্তু  এটি আপনার টাকা ইনকামের উৎস হওয়ারও সুযোগ প্রদান করে।

অনেকে অবিশ্বাস করেন ফেসবুক থেকে কি সত্যি টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, আপনি চাইলে অবসর সময়ে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনি আমাদের এই পুরো আর্টিকেলটি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়, ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, ফেসবুকে ভিউ বাড়ানোর কার্যকারী উপায় এবং ফেসবুক থেকে টাকা ইনকামের যাবতীয় ট্রিকসগুলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url