ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
ফেসবুক থেকে আপনি কি টাকা ইনকাম করতে চান? তাহলে জেনে নিন ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়। ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক একাউন্ট এবং উক্ত একাউন্টে নির্দিষ্ট ফলোয়ার এবং ওয়াচটাইম।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়, ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, ফেসবুকে ভিউ বাড়ানোর কার্যকারী উপায়, ফেসবুকে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে এবং ফেসবুকে টাকা ইনকামের যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় বিস্তারিত
- ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
- ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়
- ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয়
- ফেসবুকে ভিউ বাড়ানোর কার্যকারী উপায়
- ফেসবুকে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে
- ফেসবুকে রিল ভিডিও বানানোর সঠিক নিয়ম
- ফেসবুকে রিলস ভিডিও থেকে কত টাকা আয় হয়
- ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার উপায়
- ফেসবুকে ৫ হাজার ফ্রেন্ড হয়ে গেছে কিভাবে ফলোয়ার করে রাখবেন
- লেখকের মন্তব্য
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এই সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ফেসবুক থেকে টাকা ইনকামের মাধ্যমগুলো। ফেসবুক থেকে টাকা ইনকামের অনেকগুলো মাধ্যম রয়েছে চলুন জেনে নিই ফেসবুকে টাকা ইনকামের মাধ্যম গুলো এবং ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়ঃ
- ফেসবুক থেকে টাকা ইনকামের সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। ফেসবুক মনিটাইজেশন এর জন্য দরকার ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম।
- ফেসবুক থেকে স্টার মনিটাইজেশনের মাধ্যমেও ইনকাম করতে পারবেন স্টার মনিটাইজেশনের জন্য আপনার পেজ বা প্রোফাইলে ৫০০ ফলোয়ার হলেই ইনকাম করতে পারবেন।
- ফেসবুকে অন্যান্য মনিটাইজেশন সিস্টেম যেমন, Ads on reels পেতে কত ফলোয়ার লাগবে তা নির্দিষ্ট করে দেওয়া নেই।
- এছাড়াও ফেসবুকে বেশি পরিমাণ ফলোয়ার থাকলে Affiliate Marketing করে টাকা ইনকাম করা যায়।
- ফেসবুকে ফলোয়ার থাকলে ব্যান্ড প্রমোশন করেও আয় করতে পারবেন।
- ফেসবুকে থেকে ইনকাম করার আরো একটি মাধ্যম হলো Subscription। এটি অন করার জন্য দরকার ১০,০০০ ফলোয়ার।
ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়
ফেসবুক বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম। ফেসবুকের বর্তমান ইউজার সংখ্যা ২.৯ বিলিয়ন। যা দিন দিন বেড়েই চলেছে। আমরা সাধারণত বিনোদনের জন্য ফেসবুক ব্যবহার করে থাকি। আপনি চাইলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব এজন্য প্রয়োজন হবে ফলোয়ার। এখন ভাবছেন ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, ফেসবুকে ফলোয়ার বাড়ানোর অনেকগুলো টেকনিক রয়েছে চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানিঃ
- ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক প্রাইভেসি অপশনে গিয়ে "হাউ পিপল ফাইন্ড এ্যান্ড কন্টাক্ট উইথ ইউ" তে গেলে "হু ক্যান ফলো ইউ" অপশন টি পাবেন। সেখানে ক্লিক করে "এভরিওয়ান" অপশন টি সিলেক্ট করুন এতে ফলোয়ার বাড়বে।
- ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক প্রোফাইল অপটিমাইজ করা অনেক বেশি জরুরী। ফেসবুক অপটিমাইজ বলতে ফেসবুক পেজ খোলার পর সেটিকে ইউজার ফ্রেন্ডলি করে তোলার বিষয়টি বুঝিয়েছি। যেমনঃ আপনার ফেসবুকে একটি সুন্দর প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড করুন, বায়ো সেকশনে গিয়ে ১লাইন বায়ো এড করুন এবং এবাউট সেকশনে গিয়ে দুই থেকে তিন লাইনের কিছু লিখুন ইত্যাদি। এক কথায় আপনার প্রোফাইলটিকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন।
- ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। ফেসবুকে ফলোয়ার বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত পোস্ট করা।
- ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। যাতে করে সেখান থেকে মানুষ কিছু শিখতে পারে এবং অন্যকে শেয়ার করার প্রয়োজন মনে করে।
- ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আপনার পোস্টে হ্যাশট্যাগ ইউজ করুন। ফেসবুক পোস্ট এর ক্ষেত্রে হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ । যেমনঃ #video, #ripontech24.
- ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায়। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে সেখান থেকে খুব কম সময়ে অনেক বেশি ফলোয়ার গেইন করতে পারবেন।
- ফেসবুকে বুস্ট করার মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করা যায়। এটি মূলত একটি পেইড সিস্টেম। ফেসবুক বুস্ট এর মাধ্যমে আপনি রাতারাতি হাজার-হাজার, লাখ লাখ ফলোয়ার গেইন করতে পারবেন।
ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয়
ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয় এটি অনেক কঠিন একটি প্রশ্ন কেননা বিভিন্ন জনের টাকার পরিমান বিভিন্ন রকম হয়ে থাকে। ফেসবুকে কত ভিউয়ের জন্য কত টাকা দেয় এটি পুরোপুরি নির্ভর করে ভিডিওর কিওয়ার্ড ও ভিডিওর লোকেশন এর উপরে। সিপিসি (CPC) কিওয়ার্ড যুক্ত ভিডিওতে অল্প ভিউতেও অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আবার উন্নত রাষ্ট্র যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি দেশে অল্প ভিউতেও বেশি পরিমাণ টাকা ইনকাম করা যায়।
আর যদি বাংলাদেশ বা ভারত এমন দেশ এ বেশি ভিউ হয় তাহলে কিন্তু আপনি বেশি ভিউতেও তেমন বেশি টাকা পাবেন না। তবে এক্ষেত্রে কোন ভিডিও ভাইরাল হলে কিন্তু তুলনামূলক অনেক বেশি টাকা ইনকাম করা যায়। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি তাই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এমন অনেকেই রয়েছে যারা ফেসবুকে ভিডিও ভাইরাল করে লাখ লাখ টাকা ইনকাম করছেন। বাংলাদেশে ১ হাজারের ভিউয়ের জন্য মোটামুটি ৭ থেকে ১০ টাকা পাওয়া যায়।
তবে ভিউয়ার্স যদি ভিডিও অনেক লম্বা সময় ধরে দেখে তাহলে ইনকাম আরো বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই প্রশ্ন করেন ফেসবুকে এক মিলিয়ন ভিউতে কত টাকা পাওয়া যায় কোন ভিডিওতে ১ মিলিয়ন ভিউ মানে সেই ভিডিওটি ভাইরাল ভিডিও, আর ভাইরাল ভিডিওতে ইনকাম তুলনামূলক অনেক বেশি হয়। এ নিয়মটি ইউটিউবের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আমরা যদি ১০০০ ভিউয়ের টাকার অনুপাতে হিসাব করি তাহলে সে হিসাবে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা পাওয়া যায়।
যেহুতু ভাইরাল ভিডিওতে টাকা ইনকাম বেশি হয় সে ক্ষেত্রে ইনকাম আরো বেশি হতে পারে।
ফেসবুকে ভিউ বাড়ানোর কার্যকারী উপায়
ফেসবুকে ভিউ বাড়ানোর অনেকগুলো কার্যকরী উপায় রয়েছে চলুন সেগুলো সম্পর্কে জেনে নিইঃ
- ফেসবুকে ভালো মানের কনটেন্ট আপলোড করা। সবসময় ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করা উচিত। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যার উপরে মানুষ সহজে আকৃষ্ট হবে এবং টেন্ডিং টপিকের উপর কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ সংখ্যা অনেক বাড়বে।
- বিভিন্ন গ্রুপে বা আপনার ফ্রেন্ডদেরকে আপনার কনটেন্ট এর লিংক শেয়ার করা এতে করে আপনার ভিউয়ার্স অনেক বৃদ্ধি পাবে।
- রিল ভিডিওর ক্ষেত্রে জনপ্রিয় অডিও ট্র্যাক ব্যবহার করা। ভাইরাল অডিও দিয়ে রিল ভিডিও বানানো উচিত তাহলে অনেকে আকৃষ্ট হয় এবং রিল ভিডিওর ভিউ বৃদ্ধি পায়।
- কনটেন্ট এ হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিউ অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে কনটেন্ট এর সাথে মিলিয়ে যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত।
- ভালো ক্যাপশন ব্যবহার করা। একটি কন্টেন্ট কে আকর্ষণীয় করে তোলার জন্য ভালো ক্যাপশন ব্যবহার করা উচিত। যা ভিউ বাড়াতে অনেক কার্যকরী।
- নিয়মিত কনটেন্ট আপলোড করা। ফলে ভিউয়ার্স বাড়তে সুবিধা হবে কারণ ভিউয়ার্সের কাছে কনটেন্ট ভালো লাগলে তারা বেশি বেশি আপনার কন্টেন দেখার চেষ্টা করবে।
ফেসবুকে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে
ফেসবুকে রিল ভিডিও বানানোর সঠিক নিয়ম
ফেসবুকে রিলস ভিডিও থেকে কত টাকা আয় হয়
- ১। ফেসবুক স্টারস - ফেসবুক রিলস ভিডিও থেকে টাকা ইনকামের সম্প্রতি নতুন একটি ঘোষণা করেছেন মেটা। এই নতুন সিস্টেমে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে, প্রতি ১০০ স্টার এ ১ ডলার পাবে রিলস ক্রিয়েটর।
- ২। বিজ্ঞাপন - বিজ্ঞাপন থেকে ইনকামের ক্ষেত্রে একজন ব্যক্তির ১০ হাজার ফলোয়ার, ৫ টি ইউনিক ভিডিও এবং গত ৬০ দিনের ৬ লাখ মিনিটের ভিউ থাকলে রিলসে বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই মাধ্যমে ইনকামের ৫৫ % পাবেন আপনি এবং বাকি ৪৫ % পাবে ফেসবুক।
- ৩। রিলস বোনাস প্রোগ্রাম - রিলস প্লে বোনাস প্রোগ্রাম এটি হচ্ছে রিলস থেকে আয় করার আরেকটি উপায়। যদি আপনার রিলস ভিডিও তে ৩০ দিনে ১০০০ ভিউ হয় তাহলে ফেসবুক থেকে আপনি টাকা পাবেন। ফেসবুক এই মাধ্যমে ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দিয়ে থাকে ব্যবহারকারীকে।
- ৪। চ্যালেঞ্জ - যারা নিজস্ব রিলস পাবলিশ করবে তাদেরকে টাকা দেওয়া হবে সম্প্রতি মেটা ঘোষণা করেছে এমন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মাধ্যমে একজন ৪০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবে যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৩০ হাজার টাকা সম পরিমাণ। একজন কনটেন্ট ক্রিয়েটর একটি চ্যালেঞ্জ সম্পন্ন করলে অপর একটি চ্যালেঞ্জ খুলে। একটি চ্যালেঞ্জ এর ৩০ দিন মেয়াদ হবে।
RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।
comment url