গুগল সার্চ কনসোল কি - গুগল সার্চ কনসোলের কাজ কি

গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি ফ্রি টুলস। গুগল সার্চ কনসোল ইউজ করে গুগল তার সার্চ পেজে বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট কিভাবে শো করবে এই বিষয়টি নির্ধারণ করে। গুগল সার্চ কনসোল ইউজারদের ডাটা পর্যালোচনা করে ওয়েবসাইট মালিক কে প্রদর্শন করে।

গুগল-সার্চ-কনসোল-কি

গুগল সার্চ কনসোল ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ডাটা পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে পারেন। গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোলের কাজ কি এবং গুগল সার্চ কনসোল সম্পর্কে বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ গুগল সার্চ কনসোল কি-গুগল সার্চ কনসোলের কাজ কি

গুগল সার্চ কনসোল কি জেনে নিন

গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি ফ্রি টুল। ওয়েবসাইট, ইউটিউব, এডসেন্স, এই সার্ভিসগুলো গুগল সার্চ ইন্ডাস্ট্রি দ্বারা পরিচালিত। আমাদের একটি ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য থাকে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ভিজিটরদের কাছে পৌঁছানো। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো পুরো পৃথিবীব্যাপী সমস্ত ইন্টারনেট ব্যবহারকারী দের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর এই কাজটি নির্ভুল ভাবে করার কার্যকরী টুল হচ্ছে গুগল সার্চ কনসোল।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম সেরা ১২টি উপায়

আপনি যদি আপনার ওয়েবসাইটের কোন তথ্য গুগল সার্চ করে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট ইনডেক্স করতে হবে। কারণ গুগল সার্চ পেজে যে রেজাল্ট গুলো দেখাই সেগুলো গুগলে ইনডেক্স করা থাকে। ডি ইনডেক্স করা কোন ওয়েবসাইট গুগল তার সার্চ পেজে দেখায় না। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ভিজিটাররা গুগল  সার্চ করে দেখতে পাবে তাহলে অবশ্যই আপনাকে গুগল সার্চ কনসোল ব্যবহার করতে হবে।

গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি ফ্রী টুলস। যা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। আপনার কনটেন্ট গুগল সার্চ পেজে কিভাবে শো করবে তা নির্ধারণ করতে পারবেন। অন্যদিকে আপনার কনটেন্টের পারফরম্যান্স কেমন, আপনার কনটেন্ট কেমন অবস্থানে র‌্যাংক করছে এই সমস্ত বিষয়গুলো আপনি ট্র্যাক করতে পারবেন গুগল সার্চ কনসোলের মাধ্যমে।

গুগল সার্চ কনসোলের কাজ কি জানুন

গুগল সার্চ কনসোলের কাজের পরিধি ব্যাপক। আপনি একটি ওয়েবসাইট তৈরি করার পর থেকে ওই ওয়েবসাইট পার্মানেন্ট বন্ধ করার আগ পর্যন্ত সমস্ত কাজ গুলো গুগল সার্চ কনসোলের মাধ্যমে করতে পারবেন। একটি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন, মনে করেন আপনার ওয়েবসাইট হল একটি মানুষ বা মানব দেহ। মানব দেহে কোন প্রবলেম হলে আমরা কোথায় যাই নিশ্চয় হসপিটালে। তেমনি আমাদের ওয়েবসাইটের যেকোনো ধরনের প্রবলেম হলে প্রবলেমের সমাধান থেকে শুরু করে, সমস্ত নিয়ন্ত্রণ সবকিছু আমরা করতে পারি গুগল সার্চ কনসোলের মাধ্যমে।

অর্থাৎ এতে করে আমরা অবশ্যই বুঝতে পারছি আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স, আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট পারফরমেন্স, আমাদের ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা, কোন কন্টেন্ট থেকে কত ভিজিটর আসছে, কোন কনটেন্ট গুগল সার্চ ইঞ্জিনে কত নাম্বারে শো করছে, আমাদের ওয়েবসাইটে কি ধরনের ভুল হচ্ছে, ওয়েবসাইটে কতগুলো পোস্ট ও পেজ ইনডেক্স রয়েছে সমস্ত তথ্যগুলো আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে ট্র্যাক করতে পারি।

গুগল সার্চ কনসোলের সব থেকে প্রয়োজনীয় এবং সবথেকে বেশি ব্যবহারযোগ্য কিছু অপশন গুলো হচ্ছেঃ ইউআরএল ইন্সপেকশন, ফেচ গুগল, সার্চ রিপোর্ট, অ্যাপেয়ারেন্স, মোবাইল ইউজাবিলিটি, রিমুভ ইউআরএল, সাইট ম্যাপ, পারফরম্যান্স এবং সেটিং। সার্চ কনসোলের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা এই পোস্টের নিচের দিকে বিস্তারিত আলোচনা করেছি। তাই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়তে থাকুন।

গুগল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন

গুগল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আমি বলছি আপনি যদি একটি ওয়েবসাইট পরিচালনা করতে চান তাহলে গুগল সার্চ কনসোল ব্যবহারের এর অনেক কারণ রয়েছে। বিশেষ কিছু কারণ গুলো সম্পর্কে চলুন জেনে নিইঃ

  • গুগলে ঠিকমতো আপনার কনটেন্ট গুলো ইনডেক্স হয়েছে কিনা তা চেক করার জন্য গুগল সার্চ কনসোল ব্যবহার করতে হবে।
  • গুগলে কোন কনটেন্ট ইনডেক্স না হলে বা ইনডেক্স না হওয়ার প্রবলেম খুজে বের করার জন্য বা সলভ করার জন্য গুগল সার্চ কনসোল এর প্রয়োজন হয়।
  • গুগল থেকে আসা ভিজিটর সম্পর্কে ধারণা পেতে গুগল সার্চ কনসোল ব্যবহার করা হয়।
  • গুগলে কোন কিওয়ার্ড ব্যবহার করে আপনার কন্টেনগুলো ভিজিটরের সামনে শো করছে এই তথ্যগুলো পেতে গুগল সার্চ কনসোল ব্যবহার করতে হয়। এতে করে আপনার পরবর্তী এসইও বা কনটেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক কাজে আসে।
  • যেকোনো ধরনের ইনডেক্স, স্প্যাম সহ ওয়েবসাইটে বিভিন্ন সমস্যার অ্যালার্ট পেতে গুগল সার্চ কনসোল কাজ করে।
  • গুগল সার্চ ইঞ্জিনে আপনার কনটেন্টের পারফরম্যান্স কেমন বা কত নম্বর পজিশনে আপনার কনটেন্ট শো করছে এই বিষয়গুলো ট্র্যাক করতে গুগল সার্চ কনসোল ব্যবহার হয়।
  • আপনার কোন কনটেন্ট থেকে কেমন ভিজিটর আসছে বা কোন কনটেন্ট আবার এসইও বা অপটিমাইজেশন করা লাগবে এ বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে গুগল সার্চ কনসোল ব্যবহার করা হয়।

গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট যুক্ত করার নিয়ম

গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট যুক্ত করার জন্য প্রথমেই আপনাকে ক্রম বাউজারে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করতে হবে। এরপর গুগল সার্চ কনসোলের মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা সরাসরি গুগল সার্চ কনসোলের ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন। আপনি গুগল সার্চ কনসোলের সাইটে প্রবেশ করার পর Search Property অপশন থেকে Add property তে ক্লিক করুন এরপর এমন একটি পেজ  পদর্শিত হবে।

গুগল-সার্চ-কনসোল-কি


এখানে আপনি দুই ভাবে সার্চ কনসোল এর সাথে আপনার ব্লগার ওয়েবসাইট টি যুক্ত করতে পারবেন। প্রথমত হচ্ছে Domain এবং দ্বিতীয়ত হচ্ছে URL Prefix । প্রথম মাধ্যমে আপনি আপনার Domain নামটি রেড মার্ক করা অবস্থানে বসাবেন এবং CONTINUE অপশনে ক্লিক করুন। আর দ্বিতীয় ক্ষেত্রে URL Prefix এর রেড মার্ক করা জায়গাতে আপনার ওয়েবসাইটের মেন লিংকটি প্রবেশ করান এবং শেষের (/) চিহ্নটি কেটে দিবেন, এবার CONTINUE অপশনে ক্লিক করুন।

মনে রাখবেন আপনি যেই ইমেইল দিয়ে ব্লগার ওয়েবসাইট খুলেছেন সেই জিমেইল দিয়েই গুগল সার্চ কনসোল এড করবেন। তাহলে ম্যানুয়ালি গুগল থেকে গুগল ভেরিফিকেশন হয়ে যাবে আর নয় তো আপনাকে HTML ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে ভেরিফাইড করতে হবে। এরপর নিম্নোক্ত পেজ আসবেঃ

গুগল-সার্চ-কনসোল-কি

আপনি যে উক্ত ওয়েবসাইটের মালিক এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, HTML File, HTML Tag, Google Anlaytics, Google Tag Manager । আমরা HTML Tag এর মাধ্যমে ভেরিফিকেশন করব কারণ এটি অনেক সহজ মাধ্যম। HTML Tag ভেরিফিকেশন এর জন্য HTML Tag টি Copy করে নিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটের থিমে বসাতে হবে। এরপর নতুন একটি ট্যাবে আমাদের ব্লগার ওয়েবসাইটটি ওপেন করে Edit HTML অপশনে যেতে হবে।

গুগল-সার্চ-কনসোল-কি

Edit HTML অপশনটিতে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটের থিমটি ওপেন হবে। ওয়েবসাইটের থিমের কোড গুলোর মাঝে থেকে <head> এই লেখাটি খুঁজে বের করতে হবে। <head> এই লেখাটি খুঁজে বের করতে সমস্যা হলে থিমের যে কোন অংশে মাউসের কারচার রেখে ক্লিক করার পর Ctrl+F প্রেস করলে উপরের দিকে একটি সার্চ বক্স চলে আসবে এবং সার্চ বক্সে <head> এই লিখাটি টাইপ করে Enter ইন্টার প্রেস করলে <head> লেখাটি সিলেক্ট হয়ে যাবে।

আরো পড়ুনঃ ক্যাসিনো গেম অনলাইন টাকা ইনকাম সেরা ১০টি সাইট

এরপর <head> এই লিখাটির পাশে মাউসের কারচার রেখে ইন্টার দিয়ে একটি ফাঁকা লাইন তৈরি করে নিতে হবে। এবার ফাঁকা লাইনে গুগল সার্চ কনসোল থেকে Copy করে নিয়ে আসে HTML Tag টি বসাতে হবে। এরপর থিমের উপরের ডান দিকে Save বাটন আছে, Save বাটনে ক্লিক করলে Update Succesfull লিখা আসবে। এরপর পুনরায় গুগল সার্চ কনসোলে গিয়ে VERFY বাটনে ক্লিক করতে হবে।

গুগল-সার্চ-কনসোল-কি

VERFY বাটনে ক্লিক করার পর এমন পেজ আসলে বুঝবেন আপনার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়েছে। এখন আপনার ব্লগার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলের সাথে যুক্ত হয়ে গেছে।

গুগল সার্চ কনসোলে Sitemap Submit করার নিয়ম

গুগল সার্চ কনসোলে Sitemap Submit করার জন্য প্রথমে গুগল সার্চ কনসোলের বাম পাশের সাইড বারের Sitemap অপশনে ক্লিক করতে হবে। এরপর Add a new sitemap অপশনে আপনার ডোমেন নামের পাশে একটি বক্স রয়েছে। আপনার ওয়েবসাইটের পোস্ট গুলো Sitemap এ সাবমিট করার জন্য উক্ত বক্সে sitemap.xml লিখে SUBMIT করুন। আপনার ওয়েবসাইটের পেজগুলো সাইট ম্যাপে সাবমিট করার জন্য sitemap-pages.xml লিখে SUBMIT করুন।

গুগল-সার্চ-কনসোলে-Sitemap-Submit-করার-নিয়ম


Sitemap এ সঠিকভাবে সাবমিট করা হলে Sitemap Submitted Successfully লিখা দেখাবে এবং Submitted sitemap অপশনে Status এর নিচে Success লিখা দেখাবে।

গুগল সার্চ কনসোলে পোস্ট ইনডেক্স করার নিয়ম

গুগল সার্চ কনসোলে পোস্ট ইনডেক্স করার নিয়ম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ গুগল সার্চ কনসোলে যদি আপনার পোস্ট ইনডেক্স না হয় তাহলে গুগল সার্চ রেজাল্টে আপনার পোস্ট  শো করবে না। সাধারণত ওয়েবসাইটে কোন আর্টিকেল পাবলিশ করার ৭ দিনের মধ্যে তা অটোমেটিক গুগলে ইনডেক্স হয়ে যায়। যদি গুগলে অটোমেটিক্যালি ইনডেক্স না হয় তাহলে ম্যানুয়ালি ইনডেক্স করতে হবে।

গুগল-সার্চ-কনসোলে-পোস্ট-ইনডেক্স-করার-নিয়ম

আপনার পোস্ট অটোমেটিক গুগলে ইনডেক্স হয়েছে কিনা চেক করার জন্য গুগল সার্চ কনসোল এর ড্যাশবোর্ড এ প্রবেশ করুণ। এরপর ড্যাশবোর্ড এ গিয়ে বাম পাশের সাইড বারের URL Inspection এ ক্লিক করুন। URL Inspection এ ক্লিক করার পর ছবিতে দেখানোর ন্যায় উপরের দিকে একটি সার্চ বক্স সিলেক্ট হবে। সার্চ বক্সে আপনার কাঙ্খিত পোস্টের URL দিন এবং কিবোর্ড এর Enter বাটনে ক্লিক করুন।

গুগল-সার্চ-কনসোলে-পোস্ট-ইনডেক্স-করার-নিয়ম

আপনার পোস্ট যদি অটোমেটিক ইনডেক্স না হয়ে থাকে তাহলে উপরের ছবির ন্যায় একটি পেজ আপনার সামনে শো করবে। এখন আপনাকে উক্ত পোস্টটি ম্যানুয়ালি ইনডেক্স করতে হবে। ম্যানুয়ালি ইনডেক্স এর প্রক্রিয়াটি অনেক সহজ। ম্যানুয়ালি ইনডেক্স করার জন্য আপনাকে ছবিতে দেখানো রেড চিহ্নিত অংশের ন্যায় REQUEST INDEXING এ ক্লিক করতে হবে। এরপর ৫ থেকে ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে।

কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন Indexing Requested একটি মেসেজ আসবে। অর্থাৎ আপনার পোস্টটি ম্যানুয়ালি ইনডেক্স এর জন্য Requeste রাখা হয়েছে। এরপর নির্দিষ্ট সময় পর আপনার পোস্টটি গুগল এ ইনডেক্স হয়ে যাবে।

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটের পারফরম্যান্স দেখার নিয়ম

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটের পারফরম্যান্স দেখতে পারবেন খুব সহজেই। যা আপনার ওয়েবসাইটের রেংকিং বৃদ্ধি এবং এসইও অপটিমাইজেশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি Performance অপশনে গিয়ে আপনার ওয়েবসাইটের টোটাল কত ক্লিক আসছে, কত জনের সামনে আপনার ওয়েবসাইট ইম্প্রেশন হয়েছে, ইম্প্রেশন এবং ক্লিকের পার্সেন্টেজ অর্থাৎ Average CTR, পোস্টের Average Position সমস্ত বিষয়গুলো আপনি Performance এর মাধ্যমে দেখতে পারবেন।

গুগল-সার্চ-কনসোলে-ওয়েবসাইটের-পারফরম্যান্স-দেখার-নিয়ম

গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স দেখার জন্য গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। বাম দিকের সাইডবারের উপরে Performance লেখা আছে সেখানে ক্লিক করলে উপরে ছবিতে দেখানোর ন্যায় একটি পেজ ওপেন হবে। গুগল সার্চ কনসোলের Performance পেজ থেকে আপনি আপনার ওয়েবসাইটের Total clicks, Total impressions, Average CTR, Average position সমস্ত বিষয়গুলো ট্যাক করতে পারবেন।

এছাড়াও QUERIES অপশন থেকে আপনার কোন কিওয়ার্ডে কত ইম্প্রেশন এবং ক্লিক আসছে দেখতে পারবেন। PAGES অপশন থেকে কোন পোস্ট বা পেজের জন্য জন্য কত ক্লিক আসছে দেখতে পারবেন। COUNTRIES অপশন থেকে কোন দেশ থেকে আপনার ওয়েবসাইটে কত ইম্প্রেশন এবং ক্লিক তা ট্যাক করতে পারবেন। DEVICES অপশন থেকে আপনার ওয়েবসাইটে কোন ডিভাইস হতে কত ক্লিক এবং ইম্প্রেশন আসছে তা দেখতে পারবেন।

আরো পড়ুনঃ বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি জেনে নিন

DATES অপশন থেকে আপনার ওয়েবসাইটে কত তারিখে কত ক্লিক এবং ইম্প্রেশন আসছে এ বিষয়টি দেখতে পারবেন। Performance অপশন থেকে আপনার কনটেন্টের Impressions, Position, CTR বিষয়গুলো ট্যাক করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের কনটেন্ট এসইও অপটিমাইজেশন করে আরো ভালো রেংকিং এ নিয়ে যেতে পারেন।

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটের প্রবলেম চেক করবেন কিভাবে

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটের প্রবলেম চেক করতে পারবেন খুব সহজেই। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনার ওয়েবসাইটে কি ধরনের ভুল রয়েছে এবং কি ধরনের ভুলগুলোর জন্য আপনার ওয়েবসাইটে পোস্ট ইনডেক্স ও রেঙ্কিং প্রবলেম হচ্ছে। আপনি সমস্ত সমস্যাগুলো গুগল সার্চ কনসোলের মাধ্যমে ট্যাক করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। যা একটি ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

গুগল-সার্চ-কনসোলে-ওয়েবসাইটের-প্রবলেম-চেক-করবেন-কিভাবে

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটের প্রবলেম চেক করার জন্য প্রথমে আপনার গুগল সার্চ কনসোলে লগইন করুন। এরপর ড্যাশবোর্ডের বাম দিকে সাইড বাড়ের Pages অপশনে ক্লিক করুন এবং উপরোক্ত ছবিতে দেখানোর ন্যায় একটি পেজ ওপেন হবে। উক্ত পেজের Reason অপশন থেকে আপনার ওয়েবসাইটের ভুল গুলো দেখতে পারবেন। এখানে অনেক সময় গুগল সার্চ কনসোলে নিজে থেকেই কিছু সিস্টেম প্রবলেম দেখায়।

যেগুলো আপনি সমাধান করতে যাবেন না এগুলো অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। আপনি লক্ষ্য রাখবেন Not found(404) এই ভুলটির দিকে। এই ভুলটি হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে যে URL গুলো ডিলিট করা হয়েছে সেগুলো। আপনি ডিলিট কৃত URL গুলো Re-direct করে নতুন URL এর সাথে যুক্ত করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

গুগল সার্চ কনসোলে ওনারশিপ এড করবেন কিভাবে

গুগল সার্চ কনসোলে ওনারশিপ এড করবেন কিভাবে বিষয়টি জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। গুগল সার্চ কনসোলে ওনারশিপ এড করার মাধ্যমে আমরা অন্য কাউকে আমাদের গুগল সার্চ কনসোলের কন্ট্রোল দিয়ে থাকি। এখানে মূল ভেরিফাইড ওনার আপনি এবং আপনি যাকে এড করবেন তিনি ওনার হিসেবে থাকবে। আপনি চাইলে তাকে ওনার থেকে বাদ দিতে পারবেন কিন্তু সে চাইলে আপনাকে ওনার থেকে বাদ দিতে পারবেনা। অনেক কারনেই আমাদের ওনার এড করতে হয়।

গুগল-সার্চ-কনসোলে-ওনারশিপ-এড-করবেন-কিভাবে


গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে প্রবেশ করার পর সেটিংস অপশন থেকে Users and permissions অপশনে ক্লিক করুন। এরপর Add User এ ক্লিক করুন এবং আপনি যাকে ওনার এড করতে চাচ্ছেন তার জিমেইলটি বসান এবং Owner সিলেক্ট করে Add বাটনে ক্লিক করুন।

লেখকের মন্তব্য

"গুগল সার্চ কনসোল কি" আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোলে কেন ব্যবহার করবেন? গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট যুক্ত করার নিয়ম, গুগল সার্চ কনসোলে ওনারশিপ এড করবেন কিভাবে এবং গুগল সার্চ কনসোল সম্পর্কে সমস্ত বিষয়গুলো। গুগল সার্চ কনসোল ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স সঠিকভাবে চেক করতে পারবেন।

গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের পারফরমেন্স চেক করার মাধ্যমে এসইও অপটিমাইজেশন করে আরো ভালো র‍্যাংকিং এ নিয়ে যেতে পারবেন। আশা করি গুগল সার্চ কনসোল সম্পর্কে এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। অনলাইন ইনকাম, টেকনোলজি সহ অন্যান্য ক্যাটাগরির আপডেট তথ্যগুলো পেতে RIPONTECH24 হোম পেজটি ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url