হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম ও শিকড়ের ১৫টি উপকারিতা
RIPONTECH24✅
1 Sep, 2024
হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানিনা।
হাতিশুর গাছের শিকড়ের অনেক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্র মতেও
হাতিশুর গাছের অনেক গুনাগুন রয়েছে। অনেকে হাতিশুর গাছকে মহাঔষধি গুনাগুন
সম্পন্ন গাছও বলে থাকেন।
চলুন জেনে নিই হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম, হাতিশুর গাছের শিকড়ের
১৫টি উপকারিতা, হাতিশুর গাছের মূল খাওয়ার উপকারিতা, হাতিশুর গাছের রস খেলে কি
হয় ও হাতিশুর গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য।
হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম সম্পর্কে চলুন জেনে নেই। আমরা হয়তো অনেকেই
জানি হাতিশুর গাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু হাতিশুর গাছের
শিকড় খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে হয়তো অনেকেই জানিনা। চলুন জেনে নেই
হাতিশুর গাছের শিকড় খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত। হাতিশুর গাছের
শিকড় সাধারণত আপনি কাঁচা বা সিদ্ধ করে খেতে পারেন কাঁচা খাওয়ার জন্য আপনার আরও
কিছু উপকরণের প্রয়োজন হবে।
হাতিশুর গাছের শিকড় কাঁচা খাওয়ার জন্য আপনার পান ও মধুর প্রয়োজন
হবে। প্রথমে আপনি একটি হাতিশুর গাছ সঠিকভাবে যাচাই করে নিবেন। মনে রাখবেন
ভুলে অন্য কোন গাছের শিকড় খেলে আপনি সমস্যায় পড়তে পারেন। সঠিক
হাতিশুর গাছ নিশ্চিত করার পর, মাটি থেকে গাছটি তুলুন। অবশ্যই মনে রাখবেন
গাছটি যেন একটু বয়স্ক গাছ হয়। মাটি থেকে তোলার পর ভালোভাবে পানি দিয়ে
ধুয়ে ফেলুন এবং গাছের শিকড় গুলো এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিন।
একটি পানের সাথে এক ইঞ্চি হাতিশুর গাছের শিকড় এবং এক চামচ মধু
মিশিয়ে পানটিকে মুড়িয়ে খেয়ে নিন। প্রথম অবস্থায় বা বেশি উপকারের জন্য
আপনি কালোজিরা যুক্ত করতে পারেন। রাতে ঘুমানোর এক ঘন্টা আগে খেলে এটির বেশি ফলাফল
পাওয়া যায়। জ্বর, ঠান্ডা ও কাশি হলে হাতিশুর গাছের শিকড় পানিতে ফুটিয়ে ওই
পানি পরবর্তীতে খেলে জ্বর, ঠান্ডা ও কাশি সেরে যায়।
হাতিশুর গাছের শিকড়ের ১৫টি উপকারিতা
হাতিশুর গাছের শিকড়ের অনেক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্র মতেও হাতিশুর
গাছ অনেক উপকারী। অনেকে হাতিশুর গাছকে মহা ঔষধি গুনসম্পন্ন গাছও বলে
থাকেন। হাতিশুর গাছের মূল থেকে পাতা পর্যন্ত প্রতিটি অংশই আমাদের
শরীরের জন্য অনেক উপকারী। হাতিশুর গাছের শিকড় নিয়ম মেনে খেলে আমাদের শরীরের
অধিকাংশ সমস্যার সমাধান হয়ে থাকে। হাতিশুর গাছের শিকড় এর ১৫ টি আশ্চর্যজনক
উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেইঃ
ত্বক উজ্জ্বল রাখতে এবং ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী হাতিশুর গাছের শিকড়।
হাতিশুর গাছের শিকড় ত্বকের ব্রণ ও মেছতা দাগ সহ বিভিন্ন সমস্যা সমাধান
করে থাকে।
হাতিশুর গাছের শিকড় হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে হাতিশুর
গাছের শিকড়।
যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে হাতিশুর গাছের শিকড় কোষ্ঠকাঠিন্য দূর করতে
কার্যকর।
রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে হাতিশুর গাছের
শিকড় ফলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে।
হাতিশুর গাছের শিকড় চুলের স্বাস্থ্য উন্নত করে এবং চুল ঝরে পড়া কমাই।
হাতিশুর গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি
পায়।
বাত ব্যথা সহ শরীরের বিভিন্ন ব্যথা কমাতে সাহায্য করে হাতিশুর গাছের শিকড়।
দাঁতের ব্যথা ও মাড়ি ফোলা সহ মুখের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে
হাতিশুর গাছের শিকড়।
আমাদের শরীরের কোন জায়গায় ক্ষত তৈরি হলে হাতিশুর গাছের শিকড় থেতে সে
জায়গায় লাগালে ব্যথা কমে যাবে এবং দ্রুত সেরে যাবে।
ঘন ঘন জ্বর কাশি সমস্যা সমাধানের এটি ভীষণ কার্যকর।
বিষাক্ত কোন পোকামাকর কামড় দিলে সে জায়গায় হাতিশুর গাছের শিকড়ের রস
ব্যবহার করলে ব্যথা কমে যায়।
ছত্রাক জাতীয় কোন সমস্যা দেখা দিলে বা শরীরের উপর অংশ চাকা-চাকা কোন
চুলকানি জাতীয় কিছু দেখা দিলে হাতিশুর গাছের শিকড় বেটে সে জায়গায় লাগালে তা
সেরে যাবে।
মানসিক চাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে হাতিশুর গাছের শিকড়।
হাতিশুর গাছের মূল খাওয়ার উপকারিতা
হাতিশুর গাছের মূল খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয়
এটি আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর বৈশিষ্ট্যে ভরপুর। প্রথমত হাতিশুর গাছের
মূল আমাদের হজম শক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকর। এটি অন্ত্রের
কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে।
এছাড়াও হাতিশুর গাছের মূলের মধ্যে থাকা কিছু উপাদান রক্তের সুগারের
স্তর কমিয়ে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
আমাদের শরীরের বিভিন্ন ব্যথা উপশমেও এটি কার্যকারী ভূমিকা পালন করে। গাঁটে
ব্যথা ও কোমরের ব্যথার মতো সমস্যা কমাতে সহায়তা করে হাতিশুর গাছের মূল। হাতিশুর
গাছের মূলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে, ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর
অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা বিভিন্ন প্রদাহ
জনিত সমস্যার উপসমে কার্যকর।
আমাদের শরীরের ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন ক্ষত বা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত যে কোন
ক্ষত সমাধানে, হাতিশুর গাছের মূল থেতে উক্ত ক্ষত স্থানে লাগালে তা খুব সহজে উপশম
হতে সাহায্য করে। বিভিন্ন ধরনের চর্মরোগ বা দাদ শরীরে দেখা দিলে উক্ত স্থানে
হাতিশুর গাছের মূলের রস ব্যবহার করলে তা খুব সহজেই সেরে যায়। দাঁত ব্যথা সহ
মাড়ি ফোলা ও মুখের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিশুর গাছের
মূল অনেক কার্যকারী ভূমিকা পালন করে।
হাতিশুর গাছের রস খেলে কি হয় জেনে নিন
হাতিশুর গাছের রস খেলে আমাদের শরীরে অনেক সমস্যার সমাধান হয়ে থাকে। আমরা
ইতিমধ্যে জেনে গেছি হাতিশুর একটি মহাঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। এই গাছের মূল
থেকে পাতা পর্যন্ত প্রতিটি অংশই আমাদের শরীরের জন্য কোন না কোন ভাবে
উপকারী। হাতিশুর গাছের রস খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের মারাত্মক
কিছু সমস্যার সমাধান হয়ে থাকে। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
শরীরের ছত্রাক জাতীয় সংক্রমণ, চাকা-চাকা দাগ বা দাদ সমস্যা
সমাধানে ক্ষত স্থানে হাতিশুর গাছের পাতার রস ব্যবহার করলে তা খুব সহজেই সেরে
যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত কোন পোকামাকড় শরীরে কামড়ালে, ক্ষত
জায়গায় হাতিশুর গাছের রস লাগালে তা খুব সহজেই ব্যথা উপশমে কাজ করে ও ফোলা ভাব
কমাতে সাহায্য করে। আমাদের শরীরের বিভিন্ন আঘাত জনিত ব্যথায় হাতিশুর গাছের
রস হালকা গরম করে উক্ত স্থানে লাগালে তা ব্যথা কমাতে সাহায্য করে।
হাতিশুর গাছের রসে কিছু অ্যান্টি-ক্যান্সার বৈশিষ্ট্য উপাদান রয়েছে যা আমাদের
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। হাতিশুর গাছের রস কোষের অস্বাভাবিক
বৃদ্ধিকে রোধ করতে সাহায্য করে এবং নিয়মিত হাতিশুর গাছের রস খাওয়ার ফলে এটি
মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। এছাড়াও মেটাবলিজম উন্নত করতে
সহায়তা করে হাতিশুর গাছের রস যা আমাদের ওজন কমানোর প্রক্রিয়াকে সহজ করে থাকে।
এছাড়া হাতিশুর গাছের রস খাওয়ার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে
থাকে কারণ এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। হাতিশুর গাছের রস ত্বকের পুনরুদ্ধারে
সহায়তা করে থাকে। বিশেষ করে ত্বকের বিভিন্ন ক্ষত ও প্রদাহ দূর করতে সাহায্য করে
যেমন- ব্রণ ও মেছতা দাগ। জ্বরের ক্ষেত্রে হাতিশুর গাছের পাতার রস হতে পারে
চমৎকার একটি সমাধান। হাতিশুর গাছের রস হালকা গরম করে পানির সাথে মিশিয়ে
খেলে টাইফয়েড ভালো হয়।
হাতিশুর গাছের পাতার উপকারিতা
হাতিশুর গাছের পাতার উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেই। এই পোস্টটি
পড়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে হাতিশুর গাছের শিকড় খাওয়ার উপকারিতা
ও হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে গেছি।
চলুন এখন হাতিশুর গাছের পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানবো।আমাদের শরীরের
জন্য হাতিশুর গাছের পাতার উপকারিতা রয়েছে অনেক, যা বলে শেষ করা যাবে না।
চলুন
আমরা হাতিশুর গাছের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই-
হাতিশুর গাছের পাতায় বিদ্যমান রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও
অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা আমাদের শরীরের প্রদাহ ও টক্সিন দূর করতে
সাহায্য করে থাকে।
হাতিশুর গাছের পাতা ব্যবহার করার মাধ্যমে আমাদের ত্বকে ব্রণ ও মেছতা দাগ সহ
ত্বকের অন্যান্য সমস্যা সমাধানে সহায়তা করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে
থাকে।
হাতিশুর গাছের পাতার রস নিয়মিত খাওয়ার ফলে আমাদের হজম প্রক্রিয়া উন্নত হয়
এবং কষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়।
হাতিশুর গাছের পাতার রস খাওয়ার মাধ্যমে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা
আমাদের হৃদরোগ ঝুঁকি থেকে বাঁচায়।
শ্বাসকষ্ট সমস্যার সমাধান করে থাকে হাতিশুর গাছের পাতা।
হাতিশুর গাছের পাতায় রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ যা শরীরের রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
বিষাক্ত পোকামাকর কামড়ালে এ পাতার রস ব্যবহার করার ফলে ব্যথা কমাতে ও ফোলা
ভাব দূর করতে সাহায্য করে থাকে।
জ্বর ও টাইফয়েড সমস্যা সমাধানে হাতিশুর গাছের পাতার রস চমৎকার একটি উপাদান।
আমাদের শরীরের যে কোন চর্মরোগ বা দাগ জাতীয় রোগের সমস্যা সমাধান করে
থাকে হাতিশুর গাছের পাতার রস।
হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে চলুন জেনে নিই
হাতিশুর গাছের উপকারিতা রয়েছে ব্যাপক পরিমাণ। হাতিশুর গাছের মূল থেকে
পাতা পর্যন্ত প্রতিটি অংশই আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে
থাকে। আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে হাতিশুর গাছের ব্যবহার ও
উপকারিতা সম্পর্কে আশাকরি পোষ্টটি পড়ার মাধ্যমে বিস্তারিত জানতে
পেরেছেন। এতক্ষণে আমরা জেনেছে হাতিশুর গাছের মাধ্যমে পরোক্ষভাবে কি
কি উপকারিতা পেতে পারি। এখন জানবো হাতিশুর গাছ প্রত্যক্ষভাবে আমাদের কি কি
উপকার করে থাকে।
আমাদের পরিবেশের জন্য হাতিশুর গাছের প্রত্যক্ষভাবেও কিছু উপকারিতা রয়েছে।
হাতিশুর গাছ বায়ুমণ্ডল থেকে ক্ষতিকার কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড
ও সিসা সহ ইত্যাদি গ্যাসগুলো শোষণ করে বায়ুমন্ডলের ক্ষতিকর গ্যাসের পরিমাণ
কমিয়ে দেয়। হাতিশুর গাছ বায়ুমন্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের কমিয়ে,
বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শোষণ করে থাকে। যার ফলে বৃষ্টির
সম্ভাবনা বেড়ে যায়।
হাতিশুর গাছ এবং হাতিশুর গাছের কান্ড গুলো অনেক নরম, যা গাছ নষ্ট হয়ে যাওয়ার
পর মাটির সাথে খুব সহজে পচে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এছাড়াও
হাতিশুর গাছ বায়ুমন্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস শোষণ করে আমাদের
বায়ুমণ্ডল কে পরিশোধিত রাখতে সহায়তা করে। এছাড়াও, আমরা ইতিমধ্যে
জেনে গেছে হাতিশুর গাছের মূল থেকে পাতা পর্যন্ত প্রতিটি অংশে আমাদের শরীরের
জন্য অনেক উপকারী।
হাতিশুর গাছের শিকড় কোমরে বাধলে কি হয়
হাতিশুর গাছের শিকড় কোমরে বাধলে কি হয় এটি সম্পর্কে আপনারা অনেকে গুগলে
সার্চ করে জানতে চেয়ে থাকেন। আসলে হাতিশুর গাছের শিকড় কোমরে বেধে রাখলে
বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হারানো যৌবন থেকে শুরু করে বিভিন্ন
রোগের সমাধান হয়ে থাকে এমনটি প্রচলিত রয়েছে আমাদের সমাজে। কিন্তু এই কথাটির
তেমন কোন বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা নেই। আমাদের সমাজে এই কথাটি
প্রবীণদের সময় থেকে প্রচলিত হয়ে এসেছে।
আমরা জানি হাতিশুর একটি মহাঔষধি গুনাগুন সম্পন্ন গাছ এর মূল থেকে পাতা পর্যন্ত
প্রতিটি অংশই আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকারী ভূমিকা পালন করে
থাকে। এমনকি এই হাতিশুর গাছ আমাদের বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড
শোষণ করে, অক্সিজেন উৎপন্ন করার মাধ্যমে আমাদের বায়ুমণ্ডল কে আমাদের স্বাস্থ্য
উপযোগী করে রাখছে করে তুলছে প্রতিনিয়ত।
হাতিশুর গাছ কোথায় পাওয়া যায় জেনে নিন
হাতিশুর গাছ কোথায় পাওয়া যায় এ বিষয়টি নিয়ে হয়তো অনেকেই চিন্তিত রয়েছেন।
এই পোস্টটি পড়ার মাধ্যমে হাতিশুর গাছের এত এত উপকারিতা জানার পরে, হয়তো আপনি
ভাবছেন এখন হাতিশুর গাছ কোথায় পাওয়া যায়? হাতিশুর গাছ দেখতে কেমন হয়?
এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই কারণ আমি বলে দিচ্ছি হাতিশুর গাছ কোথায়
পাওয়া যায় এবং নিম্নোক্ত ছবির মাধ্যমে দেখে নিতে পারেন হাতিশুরের গাছ
দেখতে কেমন হয়।
বাড়ির পুরনো দালান ঘেসে, বাড়ির পাশের জঙ্গলে অথবা রাস্তার এপাশ-ওপাশে আগাছার
মাঝে এই গাছটি দেখা যায়। এই গাছটির উপরের দিকে রয়েছে সাদা সাদা বাঁকানো ফুল।
যা দেখতে ঠিক হাতির সুরের মতো বাঁকানো, আর এজন্যই হয়তো এই গাছটির নামকরণ
হয়েছে হাতিশুর গাছ। এই গাছটি এখানে সেখানে আগাছার সাথে জন্মায় তাই খুব সহজেই
আমাদের দৃষ্টি এড়িয়ে যায়।
হাতিশুর গাছের অপকারিতা জেনে নিন
হাতিশুর গাছের অপকারিতা রয়েছে কিছু সংখ্যক, চলুন সেগুলো সম্পর্কে জেনে
নিই। আমরা জানি প্রতিটি জিনিসের উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা
রয়েছে। তেমনি হাতিশুর গাছেরও এত এত উপকারীতার মাঝে কিছু অপকারিতা রয়েছে।
যেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতিশুর গাছ যার
বৈজ্ঞানিক নাম Dillenia indica ।
প্রথমত এই গাছের ফল বা পাতায় কিছু মানুষের অ্যালার্জি জাতীয় সমস্যা হতে পারে।
এই গাছের পাতা বা ফল এলার্জির আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে চুলকানি বা
ফুসকুড়ি সমস্যা দেখা দিতে পারে। এই গাছটি অনেক বিসতৃত জায়গা জুড়ে হয় যা
আমাদের বাড়ির আশেপাশে বা কৃষি জমিতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও গাছটি
অত্যাধিক বৃদ্ধি পেয়ে স্থানীয় উদ্ভিদ বা উদ্ভিদ প্রজাতির জন্য ক্ষতির সৃষ্টি
করতে পারে।
লেখকের মন্তব্যঃ হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম ও শিকড়ের ১৫টি
উপকারিতা সম্পর্কে
হাতিশুর যা একটি মহা ঔষধি গুনাগুন সম্পন্ন গাছ। আমরা হয়তো এ হাতিশুর গাছটিকে
আমাদের বাড়ির আশেপাশে বা জঙ্গলে আগাছার সাথে দেখে থাকি। কিন্তু এই গাছটির
উপকারিতা সম্পর্কে আমরা না জানার কারণে, আসলে এই গাছটি সম্পর্কে আমাদের তেমন
কোন গুরুত্ব নেই। আমাদের বাড়ির আশেপাশে আগাছার সাথে জন্মানো এই গাছটি হতে পারে
আমাদের শরীরের নানা বিধি সমস্যা সমাধানের মহাঔষধ।
এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি হয়তো এতক্ষণে জেনে গেছেন হাতিশুর গাছের শিকড়ের
১৫টি উপকারিতা, হাতিশুর গাছের মূল খাওয়ার উপকারিতা ও হাতিশুর গাছের
অপকারিতা সহ হাতিশুর গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য। এই আর্টিকেলটি
পড়তে বা বুঝতে কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সুস্বাস্থ্য ও
চিকিৎসা, লাইফস্টাইল ও অনলাইন ইনকাম সহ অন্যান্য ক্যাটাগরির আপডেট
আর্টিকেল গুলো পড়ার জন্য আমাদের হোম পেজটি ভিজিট করতে পারেন।
RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।
comment url