আমি এখন কোথায় আছি এমন প্রশ্ন আমরা নতুন কোথাও ঘুরতে গেলে প্রায় সবার মাঝেই হয়ে
থাকে। আমরা নতুন কোন জায়গায় গেলে অনেকই হয়তো জানতে চেয়ে থাকি এখন আমি কোথায়
আছি, চলুন এই প্রশ্নের সমাধান জেনে নিই ১ ক্লিকে।
আমরা নতুন কোথাও গেলে সে জায়গা বা রাস্তাঘাট ঠিকভাবে চিনি না, এক্ষেত্রে আমাদের
অনেক সময় অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। এই পোস্টটি পড়ার মাধ্যমে আমরা
জানতে পারবো কয়েক সেকেন্ডে গুগল ম্যাপের মাধ্যমে নিজের লোকেশন বের
করার পদ্ধতি।
পোস্ট সূচীপত্রঃ আমি এখন কোথায় আছি জেনে নিন ১ ক্লিকে আপনার লোকেশন
আমি এখন কোথায় আছি নতুন কনো জায়গায় গেলে এই প্রশ্নটি হয়তো আমরা সবাই কম বেশি
করে থাকি। আমরা কোথায় আছি, কোন গ্রামে আছি এমন প্রশ্ন নিয়ে আমরা অনেক
উদ্বিগ্ন হয়ে পড়ি।তাই চলুন জেনে নিন কয়েক সেকেন্ডে আপনার বর্তমানে
লোকেশন। যেকোনো জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সঠিক লোকেশন জানার
জন্য প্রয়োজন হবে আপনার হাতে থাকা স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন।
আপনি আপনার ফোনে থাকা গুগল ম্যাপসে ক্লিক করুন। সাধারণত ফোনের হোম স্ক্রিনে বা
অ্যাপস ক্যাটাগরি গুলোর মধ্যে গুগল ম্যাপ অ্যাপসটি থাকে। যদি আপনার ফোনে গুগল
ম্যাপস ইন্সটল করা না থাকে তাহলে প্লে-স্টোর থেকে গুগল ম্যাপস ইন্সটল করে নিন।
এরপর আপনার ফোনের লোকেশন অন করে গুগল ম্যাপসে ক্লিক করুন। তাহলেই দেখতে পারবেন
আপনার বর্তমান লোকেশন এ ছাড়াও আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে পারেন
মাই লোকেশন।
গুগল ম্যাপে ক্লিক করলে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নীল
গোলাকার ইন্ডিকেটারটি হচ্ছে আপনার বর্তমান লোকেশন। আপনি এখন জুম ইন বা জুম
আউট করে আপনার লোকেশনের আশেপাশের পুরো ভিউ, রাস্তাঘাট সহ বিস্তারিত দেখতে
পারবেন। আপনি নিচের দিকে রেড মার্ক করা জায়গায় ক্লিক করার মাধ্যমে আপনি
কোথায় যেতে চান লিখে দিলে গুগল ম্যাপ আপনাকে আপনার পরবর্তী রাস্তা দেখিয়ে দিবে।
গুগল ম্যাপ আপনার ফোনে ইন্সটল করা না থাকলে
এখানে ক্লিক করে
গুগল ম্যাপ ইন্সটল করতে পারবেন খুব সহজেই।
কয়েক সেকেন্ডে গুগল ম্যাপের মাধ্যমে নিজের লোকেশন বের করার পদ্ধতি
কয়েক সেকেন্ডে গুগল ম্যাপের মাধ্যমে নিজের লোকেশন বের করার পদ্ধতি জনার
জন্য, আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ইন্টারনেট কানেকশন এবং লোকেশন অন করুন।
এরপর আপনার ফোনের গুগল ম্যাপে ক্লিক করুন, গুগল ম্যাপে ডাউনলোড করা না থাকলে
উপরের লিংক থেকে গুগল ম্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন। মোবাইল ডাটা এবং লোকেশন
অন করার পর গুগল ম্যাপে ক্লিক করলে দেখতে পারবেন আপনার লোকেশন। নিচে ছবির
মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যেকটি ধাপ দেখে নিন।
উপরে দেখানো ছবির ন্যায় আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন এবং লোকেশনটি অন করে
নিন। এরপর আপনার ফোনের গুগল ম্যাপস অ্যাপসটি খুঁজে বের করুন।
উপরে দেখানো ছবির ন্যায় গুগল ম্যাপস অ্যাপসটি খুঁজে বের করে, এখন গুগল
ম্যাপসে ক্লিক করুন।এরপর নিচের ছবির মতো দেখতে পারবেন।
এখানে আপনার আপডেট লোকেশনটি চলে আসবে। যদি আপনার আপডেট লোকেশনটি না আসে
তাহলে উপরে ছবিতে লাল ঘরে দেখানো লোকেশন অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বর্তমান
লোকেশন চলে আসবে।
উপরে ছবিতে দেখতে পাচ্ছেন লাল ঘরের মাঝে নীল বৃত্তাকার অংশটি হচ্ছে আপনার বর্তমান
লোকেশন। আপনি এখন স্ক্রীন জুম ইন বা জুম আউট করে আপনার লোকেশন এর আশেপাশের
বাড়িঘর, রাস্তাঘাট সহ সকল কিছু দেখতে পারবেন। আপনি যদি কোথাও যেতে চান, রাস্তা
না চেনেন তাহলে উপরে ছবির মতো নিচের দিকের অপশনটিতে ক্লিক করে আপনার লোকেশন লিখে
দিলে গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে।
এই জায়গার নাম কি দেখে নিন খুব সহজেই
এই জায়গার নাম কি জানার জন্য আপনাকে উপরে দেখানো পদ্ধতি অনুসারে গুগল
ম্যাপে ঢুকতে হবে। গুগল ম্যাপে আপনি আপনার বর্তমান লোকেশনটি দেখতে পারবেন। এখন
আপনার লোকেশন এর আশেপাশের এরিয়া জুম ইন করে আপনি বর্তমান কোথায় অবস্থান করছেন,
এই জায়গার নাম কি এবং আশেপাশের এলাকাগুলোর নাম কি সমস্ত কিছু দেখতে পারবেন।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন আমি আমার বর্তমান লোকেশনটা অন করছি, এখন আমি
পুঠিয়া রাজবাড়ীর পাশে অবস্থান করছি। আমার আশেপাশের জেলাগুলো সহ দেখতে
পাচ্ছি আমি যদি ছবিটা আরো জুম করি তাহলে আমি কোন রাস্তার উপর, কোন বিল্ডিং এর
পাশে দাঁড়িয়ে আছি এটাও দেখতে পারবো। উপরে দেখানো ধাপ অনুসারে
আপনিও দেখতে পারবেন আপনি কোথায় অবস্থান করছেন, এই জায়গার নাম কি এবং
আশেপাশের লোকেশন।
রোড ম্যাপ লোকেশন দেখুন এক মিনিটেই
রোড ম্যাপ লোকেশন দেখার জন্য প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন এবং
লোকেশন অন করুন। এরপর আপনার ফোনে থাকা গুগল ম্যাপসে প্রবেশ করতে হবে। আপনার
আপডেট লোকেশনে যাওয়ার পরে নিচের দিকে ছবিতে দেখানোর মতো লাল ঘরের মাঝে চিহ্নিত
অংশে ক্লিক করুন।
ওপরের ছবিতে দেখানো চিহ্নিত অংশে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ আপনার সামনে
ওপেন হবে।
এখানে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেই জায়গার নাম লিখুন। আপনার গন্তব্য
স্থানের নাম লিখে সার্চ করলে। গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে ঠিক নিচের
ছবির মতো।
এখন আপনার সামনে উপরে দেখানো ছবির মত রোড ম্যাপ লোকেশন চালু হয়ে যাবে।
আপনার গন্তব্যের রাস্তা দেখিয়ে দেবে গুগল ম্যাপ। আপনার গন্তব্য স্থান কত
কিলোমিটার দূরে, যেতে কত সময় লাগবে এবং কোন সময় গিয়ে পৌঁছাবেন সমস্ত কিছু
দেখতে পারবেন। এমনকি রাস্তার ট্রাফিকের পরিমাণও দেখাতে সম্ভব গুগল ম্যাপ। আপনি
এভাবে খুব সহজেই রোড ম্যাপ লোকেশন দেখতে পারবেন এক মিনিটেই।
গুগল ম্যাপ লোকেশন লাইভ দেখে নিন
গুগল ম্যাপ লোকেশন লাইভ দেখে নিতে পারেন খুব সহজেই, এজন্য আপনার হাতে থাকা
স্মার্টফোনটিতে ইন্টারনেট কানেকশন এবং লোকেশন সেটিংস টি অন করুন। এরপর আপনার ফোনে
থাকা গুগল ম্যাপস এ প্রবেশ করুন, তাহলে আপনি আপনার লোকেশন টি দেখতে পারবেন। নিচের
ছবিতে দেখানোর মতো আপনার লোকেশন পেজের উপরের দিকে লাল ঘরে চিহ্নিত অংশে ক্লিক
করুন।
উপরে চিহ্নিত লাল অংশে ক্লিক করলে নিচের ছবিতে দেখানোর মতো একটি পেজ ওপেন
হবে।
এখন আপনি গুগল ম্যাপ লোকেশন লাইভ দেখার জন্য উপরে ছবিতে দেখানোর ন্যায় লাল চিহ্নিত অংশে স্যাটেলাইট লিখার
উপরে ক্লিক করুন। এখন আপনার সামনে নিচের ছবিতে দেখানোর মতো গুগল ম্যাপ লোকেশন লাইভ চলে আসবে।
এখন আপনি দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ লোকেশন লাইভ। আপনি এখন পেজটি জুম ইন বা
জুম আউট করে আপনার কাঙ্খিত লোকেশন এবং আশেপাশের বিল্ডিং, রাস্তাঘাটসহ সমস্ত কিছু
দেখতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত লোকেশন এবং লোকেশন এর আশেপাশে যেকোন দোকান,
রাস্তাঘাট, বিল্ডিং খুঁজে পেতে অনেক সহায়তা করে থাকে গুগল ম্যাপ লাইভ লোকেশন।
বাংলাদেশ ম্যাপ লোকেশন সম্পর্কে বিস্তারিত
বাংলাদেশ ম্যাপ লোকেশন দেখার জন্য আমরা অনেকে অনেক ভাবে চেষ্টা করে থাকি
হয়তো। চলুন আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে বাংলাদেশ ম্যাপ লোকেশন লাইভ দেখার
একটি টিপস নিয়ে। আপনারা যারা বাংলাদেশ ম্যাপ লাইভ দেখতে চাচ্ছেন তারা
এই লিংকে ক্লিক করুন
এই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি বাংলাদেশ ম্যাপ লোকেশন লাইভ দেখতে পারবেন খুব
সহজেই।
এখানে আপনি আপনার বর্তমান লোকেশন এবং আশেপাশের রাস্তাঘাট সহ সকল কিছু দেখতে
পারবেন। বাংলাদেশ ম্যাপ লোকেশন লাইভ এ গিয়ে আপনি যে কোন জেলা সিলেক্ট করে সেই
জেলার দর্শনীয় স্থান, দর্শনীয় খাবার সহ ওই জেলা সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন
এক ক্লিকেই। বাংলাদেশের ম্যাপ লোকেশন এর মাধ্যমে আপনি আপনার আমাদের দেশের ভৌগোলিক
অবস্থান এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থানসহ সকল কিছু ট্র্যাক করতে
পারবেন।
গুগল ম্যাপ সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ আমি কিভাবে আমার অবস্থান জানতে পারি?
উত্তরঃ আপনার অবস্থান জানার জন্য আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে গুগল
ম্যাপ ব্যবহার করে আপনার লাইভ লোকেশন দেখতে পারবেন।
প্রশ্নঃ গুগল ম্যাপ কি?
উত্তরঃ গুগল ম্যাপ হলো একটি ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম, যা গুগল
দ্বারা তৈরি একটি এপ্লিকেশন।
প্রশ্নঃ গুগল ম্যাপ কে আবিষ্কার করেন?
উত্তরঃ গুগল ম্যাপ একটি সি ++ ভিত্তিক প্রোগ্রাম, যা ড্যানিশ
দুই ভাই লারস এবং জেনস রাসমুসেন এদের দ্বারা ডিজাইন করা হয়েছিল।
প্রশ্নঃ লোকেশন শেয়ার কিভাবে করে?
উত্তরঃ লোকেশন শেয়ার করার জন্য প্রথমে আপনার ডিভাইস থেকে গুগল ম্যাপ এ
প্রবেশ করুন। এরপর ওপরের দিকে আপনার জিমেইলের আইকনের উপরে চাপ দিলে গুগল লোকেশন
শেয়ার অপশন আসবে সেখানে ক্লিক করুন। এরপর আপনি কত সময়ের জন্য আপনার লোকেশন
শেয়ার করতে চাচ্ছেন তা সিলেক্ট করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে
আপনার লোকেশন শেয়ার লিংক করতে পারবেন।
প্রশ্নঃ ফোন নাম্বার দিয়ে কিভাবে ঠিকানা বের করব?
উত্তরঃ ফোন নাম্বার দিয়ে সরাসরি ঠিকানা বের করার জন্য আমাদের কিছু
থার্ড পার্টি ওয়েবসাইটে হেল্প নিতে হবে। যেমন- PeopleFinders, Intelius,
Truthfinder বা AnyWho এমন কিছু ওয়েবসাইট। যারা অনলাইন পরিষেবা গুলোতে ফোন
নাম্বারের সাথে যুক্ত ঠিকানা অনুসন্ধান করার জন্য কিছু সুবিধা জনক অফার
দিয়ে থাকে।
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করুন এক মিনিটেই
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করুন একদম সহজ উপায়ে। আমরা অনেক সময় বাইরের কারো
সাথে দেখা করার জন্য তাকে খুঁজে বের করতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আপনার
হাতে যদি থাকে একটি স্মার্ট ফোন তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
অনেক সময় আমাদের মোবাইল ফোন গুলো আমরা কোথায় রাখি খুঁজে পাই না বা চুরি
হয়ে যায়। এই সেটিংসটি জেনে থাকার মাধ্যমে বের করে ফেলতে পারবেন আপনার মোবাইল
ফোনের লোকেশন।
এজন্য প্রথমে আমাদের গুগল ম্যাপে প্রবেশ করতে হবে। এরপর উপরের ছবিতে দেখানোর
ন্যায় উপরের দিকে, নিজের জিমেইলের আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর নিচের
ছবিতে দেখানোর ন্যায় লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।
লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করলে নিচের ছবির মতো আমাদের সামনে একটি পেজ ওপেন
হবে।
এখন আমাদের শেয়ার লোকেশন এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সামনে
নিচের ছবির মতো পরবর্তী আরেকটা পেজ আসবে।
উপরে ছবিতে দেখানোর মতো এমন একটি পেজ আমাদের সামনে আসবে। উপরের ছবিতে উপরের
দিকে চিহ্নিত অংশ দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কত ঘন্টার জন্য লোকেশন শেয়ার
করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো বা পরবর্তী লোকেশন শেয়ারিং বন্ধ না করা
পর্যন্ত অন রাখতে পারি।আর নিচের দিকে রেড চিহ্নিত অংশে দেখতে পাচ্ছেন আমরা
আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে আমাদের লোকেশন শেয়ার
করতে পারবো।
এভাবে আমরা যার সঙ্গে দেখা করতে চাচ্ছি তাকে যদি আমাদের লোকেশন শেয়ার করি
তাহলে উক্ত ব্যক্তির সাথে আমরা খুব সহজেই দেখা করতে পারবো। আমাদের মোবাইল ফোনের
লোকেশন যদি আমরা অন্য একটি ডিভাইসের সাথে শেয়ারিং করে রাখি। তাহলে আমাদের
ফোন হারিয়ে গেলেও যেকোনো সময় গুগল ম্যাপ লোকেশন ব্যবহার করে আমাদের ফোনটি খুব
সহজেই খুঁজে বের করতে পারবো।
গুগল স্যাটেলাইট ম্যাপ সম্পর্কে জানুন
গুগল স্যাটেলাইট ম্যাপ এটি মূলত বিভিন্ন স্যাটেলাইটের তোলা ছবি ও বিভিন্ন তথ্য
ব্যবহার করে আমাদের চারপাশের বিশ্বকে আমাদের সামনে প্রদর্শন করে। স্যাটেলাইট
গুলো পৃথিবীর বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। সেই স্যাটেলাইট গুলো থেকে নেওয়া
ছবি সংকলন করে যা পরে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হিসেবে প্রযুক্তির মাধ্যমে
বিশ্লেষিত হয়। গুগল এই সমস্ত ছবিগুলো কে বিভিন্ন স্তরে সংরক্ষণ করে।
আমরা যখন গুগলে স্যাটেলাইটের বিভিন্ন তথ্য বা ছবি লিখে লিখে সার্চ করে থাকি,
তখন আমাদের সার্চ এর উপর ভিত্তি করে গুগল উক্ত তথ্য এবং ছবিগুলো আমাদের সামনে
প্রদর্শন করে থাকে। এছাড়াও গুগল ম্যাপ ব্যবহার করে আমি এখন কোথায়
আছি লিখে সার্চ করার মাধ্যমে আমরা রিয়েল টাইম অবস্থান, ট্রাফিক পরিস্থিতি
সমস্ত কিছু দেখতে পারি। গুগল ম্যাপ ব্যবহার করে আমরা আমাদের আশেপাশের
রাস্তাঘাট, বিল্ডিং, দোকানপাট সহ সমস্ত কিছু খুব সহজেই ট্র্যাক করতে পারি।
লেখকের মন্তব্যঃ আমি এখন কোথায় আছি জেনে নিন ১ ক্লিকে আপনার লোকেশন
গুগল ম্যাপ সম্পর্কিত এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আশা করি, আপনার রিয়েল টাইম
অবস্থান, আপনি কোথায় আছেন, কোন গ্রামে আছেন, কোন জেলায় আছেন সমস্ত
কিছু এক ক্লিকে জেনে নেওয়ার মাধ্যম সম্পর্কে জানতে পেরেছেন। কয়েক
সেকেন্ডে গুগল ম্যাপের মাধ্যমে নিজের লোকেশন বের করার
পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে বলা হয়েছে এই আর্টিকেলটিতে।
গুগল ম্যাপ অ্যাপসটি আমাদের ফোনে ইন্সটল করে রাখলে আমরা অনেক উপকৃত হতে পারবো।
গুগল ম্যাপ ব্যবহার করার মাধ্যমে আমরা দৈনন্দিন নতুন জায়গা খুঁজে পাওয়ার
ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি, এতে আমাদের গুরুত্বপূর্ণ সময়ও
অনেক বেঁচে যাবে। অনলাইন ইনকাম, লাইফ স্টাইল, সুস্বাস্থ্য এবং চিকিৎসা
সহ অন্যান্য ক্যাটাগরির আপডেট আর্টিকেলগুলো পড়ার জন্য আমাদের হোম পেজটি
ভিজিট করতে পারেন।
RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।
comment url