সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা ও খাওয়ার নিয়ম

সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই পোস্টে বিস্তারিত জানাতে চলেছি। এক অন্যরকম বৈশিষ্ট্য থাকায় এই গাছটিকে অন্য গাছগুলো থেকে খুব সহজেই আলাদা করা যায়। অনেকে এটাকে লজ্জাবন্তি গাছ হিসেবেও চিনে থাকে।

সাদা-লজ্জাবতী-গাছের-শিকড়ের-১৫টি-উপকারিতা

লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয়, এর কিন্তু রয়েছে অনেক গুণ। আয়ুর্বেদ শাস্ত্রেও রয়েছে লজ্জাবতী গাছের নানা উপকারিতার কথা। আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম ও লজ্জাবতী গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য।

পোস্ট সূচীপত্রঃ সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা ও খাওয়ার নিয়ম

সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা

সাদা লজ্জাবতী গাছের শিকড়ের রয়েছে অনেক উপকারিতা। লজ্জাবতী এটি একটি কাটাযুক্ত উদ্ভিদ, এটি অনেক স্পর্শ কাতর হয়ে থাকে, এই গাছটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এর পাতাগুলো বন্ধ হয়ে যায়। এই গাছটি শুধু যে স্পর্শ কাতর বিষয়টি এমন নয়, এই গাছটিরও কিন্তু রয়েছে মহাঔষধি গুনাগুন। আয়ুর্বেদ শাস্ত্রেও এর নানা গুণাগুণ এর কথা উল্লেখ রয়েছে। তাই চলুন আমরা সাদা লজ্জাবতী গাছের গুরুত্বপূর্ণ ১৫ টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

  • ১। ব্যথানাশক গুণ - সাদা লজ্জাবতী গাছের শিকড়ের প্রাকৃতিক যৌগ গুলো শরীরে ব্যথা কমাতে সহায়ক হয়ে থাকে।
  • ২। অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি - সাদা লজ্জাবতী গাছের শিকড় খেলে এটি আমাদের হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে থাকে এবং পেটের সমস্যা গুলো যেমন- কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে।
  • ৩। শারীরিক শক্তি বৃদ্ধি - সাদা লজ্জাবতী গাছের শিকড় নিয়মিত খাওয়ার মাধ্যমে এই গাছের শিকড়ের পুষ্টিগুণ আমাদের শরীরে শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।
  • ৪। বিষন্নতা এবং উদ্বেগ কমানো - সাদা লজ্জাবতী গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে এটি আমাদের মানসিক শান্তি ও উদ্বেগ কমাতে সহায়ক হয়ে থাকে।
  • ৫। প্রস্রাবের সমস্যা সমাধান - এই গাছটি শিকড় নিয়মিত খাওয়ার ফলে এটি আমাদের প্রস্রাবের সমস্যা গুলো, যেমন- প্রস্রাবের অক্ষমতা বা অস্বাভাবিক প্রস্রাবের সমস্যা সমাধানে বিশেষভাবে সাহায্য করে থাকে।
  • ৬। ত্বকের স্বাস্থ্য উন্নত করে - এই গাছটির শিকড় নিয়মিত খাওয়ার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন, ফুসকুড়ি বা চুলকানি, ব্রণ এগুলো কমাতে সাহায্য করে থাকে।
  • ৭। রক্ত সঞ্চালন বৃদ্ধি - সাদা লজ্জাবতী গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে এটি আমাদের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে থাকে।
  • ৮। ক্যান্সার প্রতিরোধ - এই গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে এটি আমাদের শরীরের ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে সহায়তা করে থাকে এটি কিছু গবেষণায় প্রমাণিত।
  • ৯। চর্ম রোগের সমাধান - সাদা লজ্জাবতী গাছের শিকড় নিয়মিত খেলে আমাদের শরীরের চর্মরোগ যেমন সোরিয়াসিস, দাদ, একজিমা এ ধরনের সমস্যা গুলো থেকে খুব সহজেই সমাধান পাওয়া যায়।
  • ১০। সর্দি, কাশি - এই গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে এটি আমাদের সর্দি কাশির লক্ষণ কমাতে সাহায্য করে থাকে।
  • ১১। মাসিক চক্রের সমাধান - এই গাছের শিকড় নিয়মিত খাওয়ার মাধ্যমে মেয়েদের মাসিক চক্রের সমাধানে সহায়ক হয়ে থাকে।
  • ১২। স্মৃতিশক্তি বৃদ্ধি - সাদা লজ্জাবতী গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে এটি আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি উন্নতি করতে সহায়তা করে থাকে।
  • ১৩। অর্শ বা পাইলস - আমাদের অর্শ বা পাইলস সমস্যার সমাধানে এই গাছটির বিশেষ ভূমিকা রয়েছে।
  • ১৪। দাঁত ও মাড়ি - সাদা লজ্জাবতী গাছের শিকড় খাওয়ার ফলে আমাদের দাঁতের ব্যথা বা মাড়ি ফোলা সমস্যার খুব দ্রুত সমাধান পেতে পারি।
  • ১৫। শ্বাসকষ্ট - যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে তারা সাদা লজ্জাবতী গাছের শিকড় নিয়মিত খাওয়ার ফলে এ  সমস্যার সমাধান পেতে পারেন।

লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম জেনে নিন

লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম সম্পর্কে হয়তো আমরা অনেকেই সঠিক ভাবে জানি না। লজ্জাবতী গাছ এটি আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। এই গাছটি আমাদের বাড়ির আশেপাশে বা রাস্তার এপাশ ওপাশে আগাছার মাঝে জন্মায় দেখে, আমরা হয়তো তেমন কোন গুরুত্ব দেই না। কিন্তু এই গাছটি নিয়ম মেনে খেলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। চলুন জেনে নেই লজ্জাবতী গাছ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে।

আরো পড়ুনঃ হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম ও শিকড়ের ১৫টি উপকারিতা

লজ্জাবতী গাছ খাওয়ার জন্য প্রথমেই আপনি একটি লজ্জাবতী গাছ মাটি থেকে তুলে ভালোভাবে পরিষ্কার করুন। এরপর প্রথমেই লজ্জাবতী গাছের পাতা ও মূলগুলো ভালোভাবে ধুয়ে নিন, যাতে মাটি বা কোন দূষণকারী পদার্থ না থাকে। এরপর একটি পাতিলে ৪ কাপ পরিমাণ পানি নিয়ে তাতে পরিষ্কৃত  দশ গ্রাম মত পাতা ও মূল দিয়ে ফোটাতে হবে। পাতিলে দেওয়া ৪ কাপ পানি ১ কাপ  সম পরিমাণ পানি না হওয়া পর্যন্ত ফুটাতে থাকুন।

ফোটানোর শেষে পানিটিকে ছেকে লজ্জাবতী গাছের মূল ও পাতার অবশিষ্ট অংশগুলো আলাদা করুন। এবার ছেঁকে নেওয়া পরিষ্কারকৃত পানিটিকে আপনার সমস্যা সমাধানের জন্য খেতে পারেন। আরো বেশি উপকার পাওয়ার জন্য মধু বা দুধ যুক্ত করে খেতে পারেন। সাধারণত সকাল ও বিকেলে এটি খাওয়ার ফলে বেশি উপকার পাওয়ার সম্ভাবনা থাকে।

সাদা লজ্জাবতি গাছের উপকারিতা জেনে নিন

সাদা লজ্জাবতী গাছের উপকারিতা রয়েছে ব্যাপক পরিমাণ। এই গাছটির পাতা সংস্পর্শের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, যা তার সুরক্ষা ব্যবস্থার একটি অংশও বটে। লজ্জাবতী গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে এর পাতা, ফুল এবং মূল প্রচুর পরিমাণ ওষুধি গুণাবলী ধারণ করে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার ওষুধি হিসেবে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়ে আসছে এই লজ্জাবতী গাছ। এর পাতা এবং মূলের নির্যাস আমাদের প্রদাহ, কাশি এবং বদহজমের সমস্যা দূর করতে সহায়তা করে।

এছাড়াও এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-সেপ্টিক হিসেবে কাজ করে। আমাদের শরীরের বিভিন্ন ক্ষত বা সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করতে পারি এই লজ্জাবতী গাছ। সাদা লজ্জাবতী গাছের রুটের নির্যাস মানসিক চাপ এবং উদ্যোগ কমাতে সহায়তা করে থাকে। এই গাছটির সৌন্দর্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্য গুলো আমাদের পরিবেশকে আরো সমৃদ্ধশীল করে তোলে। লজ্জাবতী গাছ একটি গৃহমধ্যস্থ উদ্ভিদ হিসেবেও খুব জনপ্রিয়।

সাদা লজ্জাবতী গাছ চেনার উপায়

সাদা লজ্জাবতী গাছ চেনার উপায় চলুন জেনে নেই। আমরা ইতিমধ্যে এই পোস্টটি পড়ার মাধ্যমে জেনে গেছি সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা সম্পর্কে। সাদা লজ্জাবতী গাছ আমাদের শরীরে বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে। কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা সাধারণত লজ্জাবতী গাছ দেখতে পেলেও সাদা লজ্জাবতী গাছ কিভাবে চিনবো। সাদা লজ্জাবতী গাছ খুঁজে পাওয়া অনেক দুর্লভ, সাদা লজ্জাবতী গাছ চেনার কিছু উপায় হচ্ছে।

আরো পড়ুনঃ শিমুলের মূল খাওয়ার ১০টি আশ্চর্যজনক উপকারিতা

সাদা লজ্জাবতী গাছ ও অন্য লজ্জাবতী গাছের মধ্যে তেমন কোন তফাৎ লক্ষ্য করা যায় না। সাদা লজ্জাবতী গাছের পাতা অন্য লজ্জাবতী গাছের পাতার মতো হলেও এর কান্ড একটু সাদা টাইপের হয়ে থাকে। সাধারণত সাদা লজ্জাবতী গাছের ফুল গুলো সাদা বা হালকা সাদা রঙের হয়ে থাকে। সাদা লজ্জাবতী গাছের পাতার উপরে পানি ছিটিয়ে দিলে তা হালকা সাদা বর্ণ ধারণ করে। আশা করি এই সমস্ত বিষয়গুলো দেখে আপনি চিনে নিতে পারবেন সাদা লজ্জাবতী গাছ।

সাদা লজ্জাবতী গাছ কোথায় পাওয়া যায়

সাদা লজ্জাবতী গাছ কোথায় পাওয়া যায় বা কোথায় খুজবো এমনটি হয়তো আমাদের অনেকের মনে প্রশ্ন জেগে থাকে। আশা করি এই পোস্টটি পড়ার মাধ্যমে সাদা লজ্জাবতী গাছের উপকারিতা গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। উপরোক্ত অংশে এই লজ্জাবতী গাছ চেনার উপায় নিয়েও আলোচনা করেছি, এখন বিষয় হচ্ছে এই লজ্জাবতী গাছ আপনি কোথায় খুঁজবেন? এটা নিয়ে চিন্তিত, আর নয় চিন্তার কারণ আমি বলে দিচ্ছি লজ্জাবতী গাছ কোথায় পাওয়া যায়।

সাদা-লজ্জাবতী-গাছ-কোথায়-পাওয়া-যায়

লজ্জাবতী এটি সাধারণত দক্ষিণ আমেরিকা এবং আমেরিকার স্থানীয়, তবে সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও পাওয়া যায়। যেমন- ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালেও এই গাছ দেখা যায়। বৃষ্টি বাদী এবং উষ্ণ জলবায়ুর পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে লজ্জাবতী গাছ। আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চল, পার্ক এবং উদ্যান গুলোতে বেশি দেখা যায় লজ্জাবতী গাছ। আপনি চাইলে লজ্জাবতী গাছের বীজ কিনে নিজের বাড়িতেও তৈরি করতে পারেন লজ্জাবতী গাছ।

লাল লজ্জাবতী গাছের উপকারিতা জেনে নিন

লাল লজ্জাবতী গাছের উপকারিতা এটিও সাদা লজ্জাবতী গাছের মতোই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। লাল লজ্জাবতী গাছের বৈজ্ঞানিক নাম Mimosa pudica । এই লাল লজ্জাবতী গাছটি প্রচুর ঔষধি গুনাগুনের জন্য পরিচিত। লাল লজ্জাবতী গাছের পাতা ও ফুলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি- অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে।

আরো পড়ুনঃ ইসবগুলের ভুসি ও তোকমা খাওয়ার উপকারিতা

লাল লজ্জাবতী গাছের পাতা ও মূল বিশেষ করে আমাদের হজমের সমস্যা, কাশি এবং জ্বরের চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়ে থাকে। লাল লজ্জাবতী গাছের পাতা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- চুলকানি এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে থাকে। এছাড়াও এই গাছ নিয়মিত খাওয়ার ফলে আমাদের মানসিক চাপও হ্রাস পায়। লাল লজ্জাবতী গাছের মূল উপাদান গুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিক ওষুধের অংশ হিসেবেও বিবেচিত হয়।

পুরুষ লজ্জাবতী গাছের উপকারিতা

পুরুষ লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানিনা। পুরুষ লজ্জাবতী গাছেরও রয়েছে আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা। লজ্জাবতী এটি একটি মহা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। যা মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে। পুরুষ লজ্জাবতী গাছেরও অনেক উপকারিতা রয়েছে চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য - পুরুষ লজ্জাবতী গাছের পাতা ও শিকড়ের রস নিয়মিত খেলে  ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়তা করে, এমনটি কিছু গবেষণায় উঠে এসেছে। নিয়মিত পুরুষ লজ্জাবতী গাছের রস খাওয়ার ফলে আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে ।

অ্যান্টি-ডায়রিয়াল বৈশিষ্ট্য - পুরুষ লজ্জাবতী গাছে রয়েছে অ্যান্টি-ডায়রিয়াল বৈশিষ্ট্য যা ডায়রিয়া এবং পাকস্থলির বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে।

জ্বরের চিকিৎসা - পুরুষ লজ্জাবতী গাছের পাতা ও ফুলের রস জ্বর কমাতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

হারবাল কসমেটিক্স - বিভিন্ন হারবাল কসমেটিক্স এ পুরুষ লজ্জাবতী গাছের পাতা এবং রস ব্যবহার করা হয়ে থাকে, যা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখতে সহায়তা করে।

চর্ম রোগের চিকিৎসা - পুরুষ লজ্জাবতী গাছের রস বা গাছটি বেটে পেস্ট তৈরি করে চর্মরোগ, ক্ষত এবং ব্রণ এ লাগালে তা খুব দ্রুত সমাধান পাওয়া যায়।

মহিলাদের স্বাস্থ্য - পুরুষ লজ্জাবতী গাছটি নিয়মিত খাওয়ার ফলে মহিলাদের স্বাস্থ্যগত সমস্যা যেমন- সিক্লিক পেইন এবং প্রি-ম্যানস্ট্ররুয়াল, কমাতে সহায়তা করে থাকে।

লজ্জাবতী গাছের টোটকা বা চিকিৎসা পদ্ধতি

লজ্জাবতী গাছের টোটকা বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হয়তো আমরা অনেকেই সঠিক ভাবে জানিনা।লজ্জাবতী গাছের রয়েছে অনেক মহাঔষধি গুণ, যা আমাদের শরীরের অধিকাংশ সমস্যার সমাধানে আমরা নিয়ম মেনে ব্যবহার করতে পারি। এখানে টোটকা শব্দ শুনে হয়তোবা অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, এই টোটকা মানে কি? টোটকা মানে হচ্ছে মুষ্টিযোগে বা প্রাচীন চিকিৎসা পদ্ধতি।

আরো পড়ুনঃ  ডায়াবেটিস রোগীর কাঁচা সজনে পাতার উপকারিতা

লজ্জাবতী গাছের টোটকা বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই-

ডায়রিয়া - আমাদের ডায়রিয়ার সমস্যা হলে লজ্জাবতী গাছের পাতা পিষে রস তৈরি করে, তা দিনে ২-৩ বার ১ থেকে ২ চামচ পরিমাণ পান করলে খুব সহজেই ডায়রিয়া সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পেট ব্যথা - অনেক সময় আমাদের পেট ব্যাথা সমস্যা দেখা দেয়। পেট ব্যথা সমস্যা হলে লজ্জাবতী গাছের পাতা ও শিকড় মিশিয়ে বেটে পেস্ট তৈরি করতে হবে। তারপর উক্ত পেস্ট পেটে বা ব্যথার স্থানে প্রয়োগ করলে তা খুব দ্রুতই সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রণ - ব্রণের সমস্যার জন্য লজ্জাবতী গাছের পাতা পিষে পেস্ট তৈরি করে উক্ত পেস্ট ব্রণের ওপর লাগালে তা প্রদাহ কমাতে এবং দ্রুত নিরাময়ে সাহায্য করে থাকে।

ত্বকের উজ্জ্বলতা - লজ্জাবতী গাছের পাতা ও ফুল পিষে ত্বকে প্রয়োগ করলে তা ত্বক পরিষ্কার এবং স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে থাকে।

জ্বর - জ্বরের সমস্যা সমাধানের জন্য লজ্জাবতী গাছের পাতা ফুল এবং শিকড় মিশিয়ে রস তৈরি করে দিনে ১ থেকে ২ বার খেলে খুব তাড়াতাড়ি জ্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মানসিক চাপ - মানসিক চাপ কমাতে আমরা লজ্জাবতী গাছের পাতা ও ফুল মিশিয়ে চা তৈরি করে খেতে পারি। যা আমাদের উদ্যোগ এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে থাকে।

ডায়াবেটি - লজ্জাবতী গাছের পাতা শুকিয়ে গুড়ো করে, সকালে খালি পেটে ১ থেকে ২ চামচ গুঁড়ো পানিতে মিশিয়ে খেলে, এটি আমাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা রয়েছে।

সর্দি কাশি - লজ্জাবতী গাছের পাতা ও ফুল বেটে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি ও কাশি দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

লজ্জাবতী গাছের অপকারিতা সম্পর্কে জেনে নিন

সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা সম্পর্কে আমরা জেনেছি এখন লজ্জাবতী গাছের অপকারিতা সম্পর্কে চলুন জেনে নিই। আমরা জানি প্রতিটি উপাদানের উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা রয়েছে। তেমনি লজ্জাবতী গাছেরও এত এত উপকারিতার মাঝে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। লজ্জাবতী গাছের তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের লজ্জাবতী গাছের সংস্পর্শে আসলে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে।

লজ্জাবতী-গাছের-অপকারিতা

লজ্জাবতী গাছের কিছু উপাদান হরমোনাল প্রভাব ফেলতে পারে। যা গর্ভবতী মহিলাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থায় এটি ব্যবহারে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও আমরা জানি কোন জিনিসই অতিরিক্ত খাওয়া উচিত নয়। যেকোনো উপকারী উপাদানও যদি আমরা অতিরিক্ত খেয়ে থাকি তা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। তেমনি লজ্জাবতী গাছ বা গাছের কোন অংশই অতিরিক্ত খাওয়া উচিত নয়।

লজ্জাবতী গাছ সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ পুরুষ লজ্জাবতী গাছ চেনার উপায়?

উত্তরঃ পুরুষ লজ্জাবতী গাছের ফুলে সাধারণত মিষ্টি গন্ধ থাকে এবং ফুলের রং কিছুটা সাদা বা গোলাপি হয়ে থাকে। পুরুষ লজ্জাবতী গাছের বীজগুলো সাধারণত স্ত্রী লজ্জাবতী গাছের বীজের তুলনায় ছোট হয়ে থাকে এবং পুরুষ লজ্জাবতীর গাছের পাতার দৈর্ঘ্য ও আকার কিছুটা আলাদা হয়ে থাকে।

প্রশ্নঃ লজ্জাবতী গাছের শিকড় খেলে কি হয়?

উত্তরঃ লজ্জাবতী গাছের শিকড় খেলে আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে থাকে। লজ্জাবতী গাছের শিকড় খাওয়ার ফলে আমরা শারীরিক ও মানসিক ভাবেও অনেক উপকারিতা লক্ষ্য করে থাকি।

প্রশ্নঃ সাদা লজ্জাবতী গাছের ব্যবহার?

উত্তরঃ সাদা লজ্জাবতী গাছ এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা আমাদের শরীরের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন- চর্মরোগ, অন্তের সমস্যা ও মানসিক সমস্যা সহ বিভিন্ন রোগের সমাধানে সাহায্য করে থাকে।

প্রশ্নঃ সাদা লজ্জাবতী গাছ তোলার নিয়ম?

উত্তরঃ সাদা লজ্জাবতী গাছ তোলার তেমন কোন ধরাবাধা নিয়ম নেই। তবে অবশ্যই লজ্জাবতী গাছ তোলার সময় গাছের চারপাশের মাটি সরিয়ে হাত দিয়ে গাছের গোড়া আলগা করে নিতে হবে। এরপর ধীরে ধীরে শিকড় টেনে বের করে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

প্রশ্নঃ লাল লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা?

উত্তরঃ লাল লজ্জাবতী গাছের শিকড়ের রয়েছে নানা উপকারিতা। এটি আমাদের শরীরের প্রদাহ এবং অন্যান্য সংক্রমণ কমাতে সহায়তা করে থাকে। লাল লজ্জাবতী শিকড়ের নির্যাস বা চা আমাদের হজমের সমস্যা, পেট ব্যথা এবং অন্যান্য সমস্যার জন্য অনেক উপকারী।

লেখকের মন্তব্যঃ সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা ও খাওয়ার নিয়ম

লজ্জাবতী গাছ যার বৈজ্ঞানিক নাম Mimosa pudica । লজ্জাবতী যেটি একটি মহা ঔষধি গুনাগুন সম্পন্ন ভেষজ উদ্ভিদ। আমাদের বাড়ির আশেপাশে, রাস্তার এপাশে-ওপাশে বা চলার পথে বিভিন্ন জায়গায় আমরা এই লজ্জাবতী গাছ দেখে থাকি। এই গাছটি আগাছার সাথে জন্মানোর কারণে আমরা হয়তোবা তেমন গুরুত্ব দেই না। কিন্তু নিয়ম মেনে এই গাছটি নিয়মিত খাওয়ার ফলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।

সাদা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা ও খাওয়ার নিয়ম পোস্টটি পাড়ার মাধ্যমে আশা করি এতক্ষণে আপনারা জেনে গেছেন লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা ও লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি সাদা লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। সুস্বাস্থ্য ও চিকিৎসা সহ অন্যান্য ক্যাটাগরির আপডেট আর্টিকেলগুলো পড়তে আমাদের হোম পেজটি ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url