মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে হয়তো আমরা অনেকেই সঠিক ভাবে জানি না। মেলাট্রিন ক্রিম মুখের মেছতা, ব্রণ সহ মুখের ও ঘাড়ের বিভিন্ন কালো দাগ দূর করতে সাহায্য করে থাকে।

মেলাট্রিন-ক্রিম-কতদিন-ব্যবহার-করতে-হবে

মেলাট্রিন ক্রিম ব্যবহারের পর অবশ্যই সূর্য রশ্নী থেকে এড়িয়ে চলতে হবে। সূর্য রশ্নী প্রতিরোধক ক্রিম (সানস্ক্রিন) ব্যবহার করতে হবে বা দিনের বেলায় বাইরে বের হওয়ার সময় মুখে মাক্স বা কাপড় পেঁচিয়ে নিতে পারেন। মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা গুলো সম্পর্কে চলুন জেনে নিই।

পোস্ট সূচীপত্রঃ মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে এই বিষয়টি সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই সঠিক ধারণা না থাকার কারণে আমরা মেলাট্রিন ক্রিম এর পরিপূর্ণ উপকারিতা পায় না। আবার অনেক সময় নিয়ম মেনে ব্যবহার না করার কারণে আমাদের এলার্জি জনিত সমস্যা থেকে শুরু করে অনেক ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এজন্য অবশ্যই নিয়ম মেনে মেলাট্রিন ক্রিম ব্যবহার করতে হবে।

আরো পড়ুনঃ ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম

মেলাট্রিন এটি একটি টিউব আকৃতির ক্রিম। যা আমাদের মুখের ব্রণ, মেছতা সহ মুখ ও ঘাড়ের কালো দাগ গুলো দূর করতে সাহায্য করে থাকে। এই ক্রিমটি সাধারণত রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে ব্যবহার করা উচিত। মেলাট্রিন ক্রিম ব্যবহারের পর দিনের বেলায় অবশ্যই সূর্য রশ্মি থেকে দূরে থাকতে হবে, সূর্য রশ্নী প্রতিরোধক (সানস্ক্রিন) ক্রিম ব্যবহার করতে হবে। বাইরে বের হওয়ার সময় মুখে মাক্স বা কাপড় পেঁচিয়ে নিতে পারেন।

মেলাট্রিন ক্রিম সাধারণত ১ মাস ব্যবহার করলে এর ফলাফল লক্ষ্য করা যায়।  মেলাট্রিন ক্রিম সাধারণত চার থেকে ছয় সপ্তাহ ব্যবহারের রিকমেন্ডেবল। অবশ্যই ব্যবহারের সময় আপনার ত্বকের কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় কিনা সে বিষয়টি লক্ষ্য রাখবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বা অস্বস্তি লক্ষ্য করলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। মেলাট্রিন ক্রিম এর প্রয়োগ এবং ফ্রিকোয়েন্সি আপনার চিকিৎসকের নির্দেশনা অনুসারে পরিবর্তিত হতে পারে।

মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা গুলো জেনে নিন

মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা গুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই পরিপূর্ণ জানিনা। মেলাট্রিন এটি একটি টিউব আকৃতির, ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধির ক্রিম। মেলাট্রিন ক্রিম আমরা সাধারণত ত্বকের মেছতা, ব্রণ সহ বিভিন্ন দাগ দূর করতে ব্যবহার করে থাকি। মেলাট্রিন হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জনপ্রিয় একটি ক্রিম। মেলাট্রিন ক্রিম ১২ বছরের উপরে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে।

  • মেলাটিন ক্রীম মুখের মেছতা ও কালো দাগ দূর করে থাকে।
  • মেলাটিন ক্রীম নিয়মিত ব্যবহারের ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
  • মেলাট্রিন ক্রিম ব্রণের দাগ দূর করতে সাহায্য করে করে থাকে।
  • মেলাট্রিন ক্রিম ত্বক কোমল রাখতে সাহায্য করে।
  • মেলাট্রিন ক্রিম শরীরের বিভিন্ন কালো দাগ বা ঘাড়ের কালো দাগ দূর করে থাকে।
  • মেলাট্রিন ক্রিম ত্বকের মেলালিন উৎপাদন কমাতে সহায়তা করে থাকে যা আমাদের ত্বকের রঙের ড্রাকনেসের কারণে হয়ে থাকে।
  • মেলাট্রিন ক্রিমে রয়েছে রেটিনল এবং ভিটামিন যা আমাদের ত্বকের পুনর্গঠন করতে সাহায্য করে।
  • মেলাট্রিন ক্রিম ব্যবহারের ফলে ত্বককে কোমল এবং মসৃণ করে তোলে পাশাপাশি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
  • মেলাট্রিন ক্রিম ব্যবহার করার ফলে এটি আমাদের ত্বকে বয়সের ছাপ কমাতে সহায়তা করে।
  • মেলাট্রিন ক্রিম আমাদের ত্বকের আলসারেশন বা প্রদাহ কমাতে সহায়তা করে থাকে এবং আমাদের ত্বককে সুরক্ষা প্রদান করে।

ব্রণের দাগের জন্য মেলাট্রিন ক্রিম

ব্রণের দাগের জন্য মেলাট্রিন ক্রিম ব্যবহারের রয়েছে অনেক উপকারিতা। মেলাট্রিন ক্রিম ব্রণের দাগ হালকা করতে বেশ কার্যকারী হয়ে থাকে। এটি ত্বকের ওপর প্রয়োগের পর মেলাটোনিনের সাহায্যে ত্বকের সেল রেজেনারেশন বৃদ্ধি পায়, যা ব্রণের দাগের রং হালকা করে থাকে। মেলাট্রিন ক্রিমটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের টোন মসৃণ করতে সক্ষম।

মেলাট্রিন ক্রিম এটি ত্বককে কোমল ও প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে, ফলে ব্রণের দাগের দৃশ্যমানতা কমে যায়। এছাড়াও এটি ত্বকের সেল পুনর্গঠন করে এবং ত্বকের অমসৃণতা দূর করে থাকে। মেলাট্রিন ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বকের সার্বিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে কিন্তু এর ফলাফল সাধারণত ধীরে ধীরে দেখা যায়। মেলাট্রিন ক্রিম সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নেওয়া উচিত।
মেলাট্রিন ক্রিম সাধারণত ব্রণের দাগের জন্য ব্যবহারের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্যও ব্যবহৃত হয়ে থাকে। এটি মেলালিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, যা আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।মেলাট্রিন ক্রিম ত্বকের দাগ, ছোপ এবং অস্বাভাবিক রং দূর করতে সহায়তা করে থাকে।মেলাটিন ক্রিম সঠিক পরিমাণে এবং নিয়মিত ব্যবহারের ফলে আপনার ব্রণের দাগের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও অনেক উপকারে আসবে।

মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম সঠিক উপায়ে

মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম সঠিক উপায়ে জেনে নেওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মেলাট্রিন ক্রিম সাধারণত আমরা ব্রণের দাগ বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি। প্রতিটি ক্রিম বা ওষুধ ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। আপনি যদি নিয়ম না মেনে ব্যবহার করেন তাহলে উপকারের বিপরীতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন। তেমনি অবশ্যই সঠিক নিয়ম মেনেই মেলাট্রিন ক্রিম ব্যবহার করা উচিত।

মেলাট্রিন ক্রিম সাধারণত রাতে ঘুমানোর ৩০ মিনিট পূর্বে ব্যবহার করা উচিত মেলাট্রিন ক্রিম ব্যবহারের পূর্বে মুখ ও ঘাড় পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর তোয়ালে বা নরম কাপড় দিয়ে মুখমণ্ডল ও ঘাড়ের পানি মুছে ফেলতে হবে। এখন মেলাট্রিন ক্রিম ত্বক এবং ঘাড়ে ব্যবহার করতে হবে। অবশ্যই মনে রাখবেন মেলাট্রিন ক্রিমটি শুধু রাতে ব্যবহার করাই উত্তম। আপনি ঘুমানোর ৩০ থেকে ৪০ মিনিট পূর্বে মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করতে পারবেন।

মেলাট্রিন ক্রিম ব্যবহারের পর অবশ্যই দিনের বেলায় সূর্য রশ্মি থেকে এড়িয়ে চলতে হবে। দিনের বেলায় বাইরে বের হওয়ার পূর্বে অবশ্যই সানস্ক্রিন ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি মাস্ক বা কাপড় দিয়ে ভালোভাবে আপনার মুখমন্ডল ও ঘাড়ের অংশ ঢেকে নিতে পারেন, যাতে সূর্য রশ্মি কোন ভাবেও আপনার ত্বকে প্রবেশ না করে। মেলাট্রিন ক্রিম সাধারণত চার থেকে ছয় সপ্তাহ ব্যবহারের জন্য রিকমেন্ডেবল।

মেলাট্রিন ক্রিম কোন কোম্পানির জেনে নিন

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া এই পোস্টটি পড়ার মাধ্যমে, আমরা ইতিমধ্যে মেলাট্রিন ক্রিম কেন ব্যবহার করতে হবে এবং মেলাট্রিন ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। এখন আমাদের জানতে হবে মেলাট্রিন ক্রিম কোন কোম্পানির? কারণ আপনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি বা ত্বকের সমস্যা সমাধানের জন্য মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করবেন।
মেলাট্রিন-ক্রিম-কোন-কোম্পানির
এক্ষেত্রে মেলাট্রিন ক্রিম এর নামে ভুল ক্রিমটি ব্যবহারের ফলে আপনার উপকারের বিপরীতে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই অবশ্যই আমাদের সঠিক মেলাট্রিন ক্রিমটি খুঁজে বের করতে হবে। মেলাট্রিন ক্রিমটি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। সঠিক ক্রিমটি ব্যবহারের ফলে আমরা আমাদের ত্বকের সমস্যার সমাধান করতে পারি।

মেলাট্রিন ক্রিম সম্পর্কে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ মেলাট্রিন ক্রিম মুখে ব্যবহার করা যাবে কি?
উত্তরঃ জি, মেলাট্রিন ক্রিমটি মুখের মাঝারি থেকে গরুতর বিভিন্ন দাগ, ছোপ ও মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে। মেলাট্রিন ক্রিম ব্যবহারের পর অবশ্যই দিনের বেলায় সূর্য রশ্মি থেকে দূরে থাকতে হবে।

প্রশ্নঃ মেলাট্রিন ক্রিম কি কাজে লাগে?
উত্তরঃ মেলাট্রিন ক্রিমটি সাধারণত মুখের বিভিন্ন কালো দাগ, ব্রণের দাগ, ঘাড়ের কালো দাগ ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে।

প্রশ্নঃ মেলাটিন কি?
উত্তরঃ মেলোটোনিন হল আমাদের শরীরের অভ্যন্তরীণ একটি ঘড়ি, যা আমাদের জেগে থাকা এবং ঘুমানো নিয়ন্ত্রণ করে থাকে। মেলাটিন আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে থাকে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

প্রশ্নঃ মেলাট্রিন ক্রিম কি ত্বকের জন্য ভালো?
উত্তরঃ মেলাট্রিন ক্রিম সাধারণত ত্বকের ও ঘাড়ের বিভিন্ন কালো দাগ ও ছোপ দূর করতে সাহায্য করে থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। মেলাট্রিন ক্রিমটি সাধারণত ত্বকের বিভিন্ন দাগ দূর করার জন্য অনেক উপকারী। মেলাট্রিন ক্রিম চার থেকে ছয় সপ্তাহ ব্যবহারের রিকোমেন্ডেবল।

প্রশ্নঃ Melatonin Cream এর কাজ কী?
উত্তরঃ মেলাটোনিন সাধারণত ঘুমের জটিলতা এবং শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি সহ বিভিন্ন চিকিৎসার ব্যবহৃত হয়ে থাকে।

মেলাট্রিন ক্রিম এর দাম কত জেনে নিন

মেলাট্রিন ক্রিম এর দাম কত এটা নিয়ে হয়তো অনেকের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। এই পোস্টটি পড়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি মেলাট্রিন ক্রিম আমাদের ত্বকের বিভিন্ন কালো দাগ, ছোপ ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভীষণ ভাবে উপকার করে থাকে। মেলাটিন ক্রিমের এত এত উপকারীতার কথা শুনে এখন হয়তোবা অনেকেই ভাবছেন তাহলে মেলাট্রিন ক্রিম এর দাম কত?
মেলাট্রিন ক্রিম আমাদের বাংলাদেশের সাধারণত লোকাল বাজারে ৩০ গ্রাম টিউবের দাম ২০০ টাকা হয়ে থাকে এবং ১৫ গ্রাম টিউবের দাম ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি বিভিন্ন ফার্মেসি বা অনলাইন শপ থেকে মেলাট্রিন ক্রিমের দাম যাচাই করে কিনতে পারবেন। মেলাট্রিন ক্রিম কেনার সময় অবশ্যই মেলাট্রিন ক্রিম প্রস্তুতকৃত কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পণ্য যাচাই করে কিনবেন।

মেলাট্রিন ক্রিম কোথায় পাওয়া যায়

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া এই পোস্টটি পড়ার মাধ্যমে আমরা এতক্ষণে জানতে পেরেছি, মেলাট্রিন ক্রিম ব্যবহারের মাধ্যমে আমাদের ত্বকের কালো ছোপ দাগ, মেছতা দাগ ও ব্রণের দাগ সহ ত্বক ও ঘাড়ের বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে থাকে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা মেলাট্রিন ক্রিম ব্যবহার করে থাকি। এখন হয়তোবা ভাবছেন মেলাট্রিন ক্রিম কোথায় পাওয়া যায়।

মেলাট্রিন ক্রিম সাধারণত বিভিন্ন ফার্মেসি বা কসমেটিক্সের দোকানে পাওয়া যায়। এছাড়াও আপনি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম যেমন- দারাজ, অ্যামাজন সহ বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট বা মেলাট্রিন ক্রিমের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এটি ক্রয় করতে পারেন। তবে মেলাট্রিন ক্রিম কেনার সময় অবশ্যই এটি প্রস্তুতকৃত কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পণ্যটি যাচাই করে কিনবেন।

মেলাট্রিন ক্রিম রিভিউ সম্পর্কে জেনে নিন

মেলাট্রিন ক্রিম রিভিউ মেলাট্রিন ক্রিম সাধারণত একটি প্রিমিয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট। যা আমাদের ত্বকের বিভিন্ন কালো দাগ, ছোপ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।মেলাট্রিন ক্রিমে সাধারণত মেলাটোনিন, ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের মিশ্রণ থাকে। এই উপাদান গুলো আমাদের ত্বকের হাইড্রেশন এবং কোলাজেন উৎপাদন উন্নত করতে সাহায্য করে, ফলে আমাদের ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে।
মেলাট্রিন-ক্রিম-রিভিউ
মেলাট্রিন ক্রিম সাধারণত রাতে ঘুমানোর ৩০ মিনিট পূর্বে ব্যবহার করতে হয়। মেলাট্রিন ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই ব্যবহারের জায়গা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নরম কাপড় বা তোয়ালে দিয়ে উক্ত জায়গার পানি মুছে ফেলতে হবে এরপর ক্রিমটি ব্যবহার করতে হবে। মেলাট্রিন ক্রিম ব্যবহার করার পর অবশ্যই দিনের বেলা সূর্য রশ্নী থেকে দূরে থাকতে হবে। দিনের বেলায় বাইরে বের হওয়ার জন্য অবশ্য সূর্য রশ্নী প্রতিরোধক ক্রিম (সানস্ক্রিন) বা কসমেটিক্স ব্যবহার করতে হবে।

মেলাট্রিন ক্রিম ব্যবহারকারীরা সাধারণত এর কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক রিভিউ দিয়েছেন। তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে ত্বকে সামান্য অসস্তি দেখা দিতে পারে। মেলাট্রিন ক্রিম ব্যবহারে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে নতুন ব্যবহার করার ক্ষেত্রে এলার্জি জনিত সমস্যার সম্মুখীন হতে পারেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেলাট্রিন ক্রিম ব্যবহার করা উচিত।

মেলাট্রিন ক্রিম সম্পর্কে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ মেলাট্রিন ক্রিমের কাজ কি?
উত্তরঃ মেলাট্রিন ক্রিম সাধারণত ত্বকের বিভিন্ন কালো দাগ, ছোপ দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।

প্রশ্নঃ মুখের কালো দাগের জন্য কি ক্রিম ব্যবহার করব?
উত্তরঃ মুখের কালো দাগের জন্য সাধারণত মেলাট্রিন ক্রিম ব্যবহার করতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোন ক্রিম ব্যবহার করা উচিত।

প্রশ্নঃ সানস্ক্রিন ক্রিম কি?
উত্তরঃ সানস্ক্রিন সাধারণত সূর্য রশ্নী প্রতিরোধক ক্রিম। সূর্য রশ্নী থেকে আমাদের ত্বককে রক্ষা করার জন্য এই ক্রিম ব্যবহৃত হয়ে থাকে।

প্রশ্নঃ ব্রণ ও কালো দাগের জন্য কোনটি ভালো?
উত্তরঃ ব্রণ ও মুখের কালো দাগ দূর করার জন্য আপনি সাধারণত মেলাট্রিন ক্রিম ব্যবহার করতে পারেন। এটি প্রেসক্রিপশন ছাড়াও আপনি ফার্মেসি বা অনলাইন শপ থেকে কিনতে পারেন। মেলাট্রিন ক্রিমটি সাধারণত মুখের কালো দাগ দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।

প্রশ্নঃ মেলাট্রিন ক্রিম ব্যবহারের নির্দেশাবলী?
উত্তরঃ মেলাট্রিন ক্রিম সাধারণত ঘুমানোর ৩০ মিনিট পূর্বে ব্যবহার করা উচিত। মেলাট্রিন ক্রিম ব্যবহারের পর দিনের বেলায় সূর্য রশ্নী থেকে দূরে থাকতে হবে।

মেলাট্রিন ক্রিমের পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন

মেলাট্রিন ক্রিমের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ক্রিম বা ঔষধের যেমন উপকারিতা রয়েছে, তেমনি অনিয়মিত ব্যবহারের ফলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তেমনি নিয়ম না মেনে মেলাট্রিন ক্রিম ব্যবহার করলে উপকারিতার বিপরীতে দেখা দিতে পারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
মেলাট্রিন ক্রিমের তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিছু অল্প সংখ্যক ব্যবহারকারী এলার্জি জনিত সমস্যার সম্মুখীন হয়েছেন। যাদের তীব্র শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা রয়েছে তাদের মেলাট্রিন ক্রিম ব্যবহার করার ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও যাদের এলার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ত্বক মৃদু থেকে মাঝারি লালচে হাওয়া, ত্বকের চামড়া জ্বালাপোড়া, ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকানোর মতো সমস্যার সম্মুখীন হতে পারেন।

মেলাট্রিন ক্রিম ব্যবহার করার পর দিনের বেলায় অবশ্যই সূর্য রশ্নী থেকে দূরে থাকতে হবে। কারণ মেলাট্রিন ক্রিম ব্যবহার করার পর সূর্য রশ্মিতে আপনার শরীরের  রং কালো হয়ে যেতে পারে। অনেক সময় মেলাট্রিন ক্রিম গলায় ব্যবহারে গলা ফুলে যাওয়া সমস্যা বা গলায় চুলকানি সমস্যা দেখা দিতে পারে। মেলাটিন ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।

লেখকের মন্তব্যঃ মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া

মেলাট্রিন ক্রিম সম্পর্কিত এই পোস্টটি পড়ার মাধ্যমে আশা করি মেলাট্রিন ক্রিম ব্যবহারের মাধ্যমে ত্বকের কালো দাগ দূর করা ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। সঠিক নিয়ম মেনে মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে আপনার ব্রণের দাগ সহ মুখের বিভিন্ন কালো দাগ দূর করতে পারবেন এবং মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা দেখতে পারবেন। মেলাট্রিন ক্রিম সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ ব্যবহারের জন্য রিকমেন্ডেবল।

মেলাট্রিন ক্রিম রাতে ঘুমানোর ৩০ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে এবং এই ক্রিম ব্যবহারের পর দিনের বেলায় সূর্য রশ্মি থেকে দূরে থাকতে হবে। দিনের বেলায় বাইরে বের হওয়ার প্রয়োজন হলে অবশ্যই সূর্য রশ্মি প্রতিরোধক সানস্ক্রিন ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করতে হবে। এ সময় আপনি মাক্স বা কাপড় দিয়ে ত্বক ঢেকে নিতে পারেন। গর্ভাবস্থায় মেলাট্রিন ক্রিম ব্যবহার থেকে বিরত থাকা উচিত কারণ মেলাটিন ক্রিম  আপনার গর্ভের সন্তানের ক্ষতির কারণ হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url