থানায় অভিযোগ করার নিয়ম জেনে নিন সঠিক উপায়
থানায় অভিযোগ করার নিয়ম কানুন গুলো জানার জন্য আমরা অনেকে উদ্বেগ প্রকাশ করে থাকি। কারণ আমরা দৈনন্দিন জীবন চলার পথে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারি, যখন আমাদের থানায় অভিযোগ করার প্রয়োজন পরে। যেমনঃ চুরি, ছিনতাই, মারামারি এমনকি হত্যা।
আমরা থানায় গিয়ে অভিযোগ করার নিয়ম না জানার কারণে অনেক সময় অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলটি লিখা থানায় অভিযোগ করার সঠিক নিয়ম এবং ঘরে বসে অনলাইনে থানায় অভিযোগ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সূচীপত্রঃ থানায় অভিযোগ করার নিয়ম জেনে নিন সঠিক উপায়
- থানায় অভিযোগ করার নিয়ম জেনে নিন সঠিক উপায়
- অনলাইনে থানায় অভিযোগ করার নিয়ম
- থানায় জিডি করার নিয়ম জেনে রাখুন
- থানায় জিডি করতে কি কি লাগে
- হুমকির জিডি করার নিয়ম জেনে নিন
- মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
- থানায় মামলা করতে কত টাকা লাগে
- থানায় অভিযোগ পত্র লেখার নিয়ম
- থানায় অভিযোগ করার নিয়ম সম্পর্কে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ থানায় অভিযোগ করার নিয়ম জেনে নিন সঠিক উপায়
থানায় অভিযোগ করার নিয়ম জেনে নিন সঠিক উপায়
থানায় অভিযোগ করার নিয়ম সম্পর্কে আমরা হয়তো অনেকেই সঠিক ভাবে জানি না।
আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে অনেক সময় অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়
যখন আমাদের থানায় অভিযোগ করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা থানায় অভিযোগ করার
সঠিক নিয়ম না জানার কারণে অনেক সময় বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই
চলুন জেনে নেই থানায় অভিযোগ করার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত।
- থানা নির্বাচন - আপনাকে প্রথমে থানা নির্বাচন করতে হবে, আপনার সাথে যে স্থানে ঘটনাটি ঘটেছে তার নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে হবে।
- সময় - থানায় অভিযোগ জানানোর জন্য আপনি যেকোনো সময় থানায় যেতে পারেন। তবে সকালের দিকে গেলে আপনার সুবিধা হতে পারে।
- লিখিত অভিযোগ - আপনি থানায় যাওয়ার পর ডিউটি অফিসারের সাথে কথা বলে আপনার অভিযোগটি স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে ঘটনার স্থান, সময় এবং ঘটনার বিস্তারিত কারণ সহ লিখিত জমা দিন।
- সাক্ষী - যদি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার কোন সাক্ষী থাকে তাহলে তাদের নাম ও ঠিকানা উল্লেখ করুন।
- অভিযোগ পত্র জমা দিন - লিখিত অভিযোগ পত্রটি আপনি এখন থানার ডিউটি অফিসারের কাছে জমা দিন।
- রিপোর্টের কপি - অভিযোগ পত্র জমা দেওয়ার পর আপনি একটি রিপোর্টের কপি রাখার জন্য অনুরোধ করুন।
- প্রয়োজনীয় তথ্য - যদি থানার পক্ষ থেকে আরো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি সমস্ত তথ্য দিতে প্রস্তুত থাকুন।
- ফলো আপ - অভিযোগ দায়েরের পর থানার সাথে যোগাযোগ রেখে আপনি ফলো আপ করতে পারেন।
- আইনজীবীর সাহায্য - যদি আপনার অভিযোগের বিষয়ে আইনজীবীর পরামর্শের প্রয়োজন মনে করেন তাহলে আইনজীবীর সাহায্য নিতে পারেন।
- অভিযোগের অগ্রগতি - আপনার অভিযোগ পত্রের অগ্রগতি জানার জন্য থানার সাথে যোগাযোগ রাখুন।
আশা করি আপনি উপরের সমস্ত ধাপ গুলো অনুসরণের মাধ্যমে কোন ধরনের ভোগান্তি ছাড়াই সঠিক নিয়মে থানায় গিয়ে অভিযোগ করতে পারবেন। অনেকে থানায় যেতে ভয় করেন, মনে রাখবেন বাংলাদেশ সরকার পুলিশকে আমাদের সেবার জন্য নিয়োজিত করেছেন। তাই আপনার যে কোন সমস্যায় আপনি যেকোনো সময় থানায় গিয়ে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে সমাধান নিতে পারেন। চলুন থানায় না গিয়ে থানায় অনলাইনে অভিযোগ করার নিয়ম জেনে নিই।
অনলাইনে থানায় অভিযোগ করার নিয়ম
অনলাইনে থানায় অভিযোগ করার নিয়ম সম্পর্কে আমরা হয়তো অনেকেই সঠিকভাবে জানিনা। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যখন আমাদের কোন কিছু হারিয়ে যায় বা আমাদের প্রাণনাশের শঙ্কা থাকে তখন আমাদের থানায় অভিযোগ করার প্রয়োজন হয়। আর এই অভিযোগ দায়ের করার জন্য আমাদের আগে থানায় যেতে হতো। এখন ডিজিটাল বাংলাদেশে প্রতিটি জায়গাতেই অনলাইনের ছোঁয়া লেগেছে।
আরো পড়ুনঃ বাংলা ক্যালেন্ডার ২০২৪ আজকের তারিখ ও ছুটির তালিকা
এখন থানায় না গিয়েও ঘরে বসেই চাইলে আপনি খুব সহজে অনলাইনে থানায় অভিযোগ
করতে পারবেন। অনলাইনে থানায় অভিযোগ করার জন্য আপনার প্রয়োজন
হবে ইন্টারনেট সংযোগকৃত একটি ডিভাইস (স্মার্ট ফোন বা কম্পিউটার), আপনার এন আই ডি কার্ড, মোবাইল
নাম্বার ও আপনার সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। চলুন পর্যায়ক্রমে জেনে
নিই কিভাবে ঘরে বসেই অনলাইনে থানায় অভিযোগ করতে হয়।
অনলাইনে থানায় অভিযোগ করার জন্য প্রথমে আপনার ডিভাইস থেকে Online Gd অ্যাপসটি ওপেন করতে হবে। আপনার ফোনে যদি Online Gd অ্যাপসটি না থাকে তাহলে Online Gd লিখে প্লে-স্টোরে সার্চ করুন অথবা এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর অ্যাপসে প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার দিন, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাইড করুন।
এরপর আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনার ঠিকানা প্রবেশ করান। এরপর আপনার অভিযোগের ধরন চিহ্নিত করুন ও আপনার অভিযোগ সম্পর্কে স-বিস্তারিত তথ্য প্রবেশ করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার অভিযোগটি সাবমিট হয়ে গেলে আপনাকে একটি জিডি কোড দেওয়া হবে। আপনি জিডি কোডটি সংরক্ষণ করুন যা পরবর্তীতে প্রয়োজন হবে। এভাবেই চাইলে আপনি ঘরে বসে খুব সহজে অনলাইনে থানায় অভিযোগ করতে পারবেন।
থানায় জিডি করার নিয়ম জেনে রাখুন
থানায় জিডি করার নিয়ম সম্পর্কে অনেকেই জানার জন্য কৌতুহল প্রকাশ করে
থাকেন। কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত
দুর্ঘটনার কারণে আমাদের থানায় জিডি করার প্রয়োজন পড়ে। আপনাদের প্রথমেই বলে
রাখি জিডি এবং মামলা কিন্তু একই বিষয় নয়। কোন একটি অপরাধ সংগঠিত হইলে তখন
আপনি মামলা করতে পারেন। কিন্তু আপনার প্রয়োজনীয় যে কোন কিছু হারিয়ে গেলে বা
কোন ধরনের হুমকির বিষয়ে আপনি জিডি করতে পারবেন।
থানায় জিডি করার জন্য প্রথমে আপনি থানায় গিয়ে ডিউটি অফিসারের সাথে কথা বলতে
পারেন। এরপর ডিউটি অফিসার আপনাকে জিডি করার জন্য একটি ফর্ম প্রদান করবে, আপনি
সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। জিডি করার সময় অবশ্যই যে এলাকায়
ঘটনাটি ঘটেছে বা যে এলাকায় ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সে এলাকার নিকটস্থ
থানাকে প্রাধান্য দেওয়া হয়। মনে রাখবেন জিডি করার বিনিময়ে কোন ধরনের
টাকার প্রয়োজন হয় না।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম সেরা ১২টি উপায়
জিডিতে উল্লেখিত সময়, তারিখ, জিডি নাম্বার ও কর্মকর্তার স্বাক্ষর সহ একটি কপি
আপনাকে দেওয়া হবে এবং একটি থানায় রেকর্ড করা হবে। আপনার জিডির কপিটি
আপনি নিজে সংরক্ষণ করুন।এরপর থানার কর্তব্যরত অফিসার থানার ওসির কাছে জিডির
কাগজটি পৌঁছাবে এবং পুলিশ আপনার জিডির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ
করবে। মনে রাখবেন আপনার যে কোন মালামালের ক্ষতি বা প্রাণনাশের হুমকির
পরিপ্রেক্ষিতে আপনি নির্দ্বিধায় যেকোনো সময় থানায় গিয়ে জিডি করতে পারেন।
থানায় জিডি করতে কি কি লাগে
থানায় জিডি করতে কি কি লাগে এ বিষয়ে হয়তো আমরা অনেকেই জানিনা বা থানায়
জিডি করতে গিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকার কারণে আমরা হয়রানির সম্মুখীন
হই। চলুন জেনে নেই জিডি করতে কি কি কাগজ পত্রের প্রয়োজন হয়। আসলে থানায়
জিডি করার জন্য তেমন কোন কাগজপত্রের খুব বেশি প্রয়োজন পরে না। চলুন জেনে
নেই থানায় জিডি করতে কি কি লাগে বিস্তারিত।
- আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর বা ফটোকপি।
- আপনার সচল মোবাইল নাম্বার।
- আপনার পাসপোর্ট সাইজের তোলা ছবি।
- জিডি করার জন্য অবশ্যই আপনাকে ১৮ বছর পূর্ণ হতে হবে।
- আপনি যে থানার আন্ডারে বা যে থানার আন্ডারে ঘটনা ঘটেছে সেই থানায় জিডি করতে হবে।
- আপনার পেশাগত বা ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু তথ্য।
- আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার যদি কোন সাক্ষী থাকে থাকে তাহলে উক্ত সাক্ষীর নাম ঠিকানা।
হুমকির জিডি করার নিয়ম জেনে নিন
হুমকির জিডি করার নিয়ম সম্পর্কে চলুন জেনে নেই বিস্তারিত। আমরা বিভিন্ন সময়
আমাদের শত্রু বা অপরিচিত ব্যক্তির থেকে বিভিন্ন হুমকির সম্মুখীন হয়। যেমনঃ জমি
দখলের চেষ্টা, বিভিন্ন ভাবে ভয় দেখানো কিংবা রাস্তায় বিভিন্নভাবে আমাদের
প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তখন আমাদের করণীয় হলো থানায় গিয়ে জিডি করা বা
আদালত প্রাঙ্গনে গিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে ১০৭ ধারা মোতাবেক নির্বাহী
ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা।
হুমকির জিডি করার ক্ষেত্রেও আমরা প্রথমত থানায় গিয়ে ডিউটি অফিসারের সঙ্গে
কথা বলতে পারি। তিনি আমাদেরকে জিডির ধরন জানতে চাইলে আমরা তার
সঙ্গে হুমকির বিষয়ে বিস্তারিত শেয়ার করলে তিনি আমাদের পরবর্তী করণীয়
সম্পর্কে জানাবেন। অন্যান্য জিডির মত হুমকির জিডি করার জন্যও আপনাকে হুমকি
দেওয়া ব্যক্তির সম্পর্কে বা যেকোন বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
মোবাইল হারিয়ে গেলে জিডি করার জন্য আপনাকে নিকটস্থ থানাতে গিয়ে জিডি করতে
হবে অথবা আপনি অনলাইনের মাধ্যমে জিডি করতে পারেন। আপনি থানায় উপস্থিত
হয়ে জিডি করার জন্য প্রথমে আপনাকে থানায় ডিউটি অফিসারের সঙ্গে কথা বলতে
হবে। থানায় ডিউটিরত অফিসার আপনার সমস্ত তথ্য লিপিবদ্ধ করবে এবং
প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনার থেকে সংগ্রহ করবে এবং আপনার জিডিটি রেকর্ড
করবে।
আরো পড়ুনঃ বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি জেনে নিন
মোবাইল হারিয়ে গেলে জিডি করার জন্য কিছু মোবাইলের কিছু ডকুমেন্টস ও
তথ্যের প্রয়োজন হয় চলেন সেগুলো সম্পর্কে জেনে নিইঃ
- মোবাইল ফোন হারানোর সময় ও তারিখ।
- মোবাইল ফোন মালিকের জাতীয় পরিচয় পত্রের নাম্বার বা ফটোকপি।
- মোবাইল ফোনের আই এম ই আই (IMEI) নাম্বার দুইটি।
- মোবাইলের কোম্পানির নাম ও মোবাইলের মডেল নাম্বার।
- আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি রেম-রোম কত জিবি ছিল।
- মোবাইল ফোনের কালার ও মোবাইল ফোন চিহ্নিত করার মত কোন অপশন।
- হারিয়ে যাওয়া মোবাইলে ব্যবহৃত সিমের নাম্বার।
- জরুরী প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার বর্তমান সচল মোবাইল নাম্বার।
- কিভাবে মোবাইল ফোনটি হারিয়ে গেছে তার বিস্তারিত বিবরণ।
উপরের সমস্ত তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আপনি খুব সহজে আপনার হারিয়ে যাওয়া
মোবাইল ফোনের জন্য থানায় জিডি করতে পারেন। থানায় আপনার জিডিটি রেকর্ড হওয়ার
পর আপনার ফোনটি খুজে বের করার জন্য পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ শুরু করবে। আপনি
পরবর্তীতে থানায় যোগাযোগ করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির
আপডেট জানতে পারবেন। থানায় জিডি করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মোবাইল
ফোনটি খুঁজে পাওয়ার সম্ভবনা রয়েছে।
থানায় মামলা করতে কত টাকা লাগে
থানায় মামলা করতে কত টাকা লাগে এই প্রশ্নটি আমাদের অনেকের মনের মধ্যেই হয়ে
থাকে। কারণ আমরা যে কোন বিপদের সম্মুখীন হলে থানায় মামলা করার প্রয়োজন
হয়। তখন আমরা ভাবি থানায় মামলা করতে কত টাকা লাগে? আসলে থানায় মামলা করতে
কোন টাকার প্রয়োজন হয় না। আপনি থানায় মামলা করার জন্য থানার ডিউটি অফিসারের
সাথে গিয়ে আপনার সমস্যা সম্পর্কে এবং মামলার বিবরণ সম্পর্কে
বিস্তারিত আলোচনা করতে পারেন।
তবে কোর্টে মামলা করার ক্ষেত্রে মামলার ধরন দেওয়ানী, ফৌজদারী বা অন্য
কোন ধরনের মামলা কিনা তার উপর এবং আইনজীবের দক্ষতা, অভিজ্ঞতা এবং নামের
ভিত্তিতে টাকা খরচ হয়। মক্কেলের সামর্থ্য, মোকাদ্দমার মূল্যমান ও
পরিশ্রমের পরিমাণ এর ওপর নির্ভর করে মামলার খরচ নির্ধারিত হয়ে থাকে।
এছাড়াও কোর্ট ফি, নোটারি চার্জ, ডকুমেন্ট প্রসেসিং ফি এবং অন্যান্যে
প্রশাসনিক খরচও মামলার খরচের আওতাধীন হয়ে থাকে।
থানায় অভিযোগ পত্র লেখার নিয়ম
থানায় অভিযোগ পত্র লেখার নিয়ম আমাদের অনেক সময় থানায় অভিযোগ বা
মামলা করার ক্ষেত্রে থানায় লিখিত অভিযোগ পত্র জমা দেয়ার প্রয়োজন
হয়। অন্যান্য অভিযোগ পত্রের মতোই থানায় অভিযোগ পত্র জমা দেওয়ার
জন্য অভিযোগ পত্র লেখার নিয়ম প্রায় একই রকম হয়ে থাকে। থানায় অভিযোগ
পত্র লিখা হয় সাধারণত থানার ঊর্ধ্বততম কর্মকর্তার কাছে। চলুন থানায় লিখা
অভিযোগ পত্রের মতো একটি নমুনা অভিযোগ পত্র আপনাদের সামনে তুলে ধরি।
বরাবর
অফিসার ইনচার্জ
থানাঃ লালপুর, জেলাঃ নাটোর,
বিষয়ঃ অভিযোগ
বাদীঃ মোঃ কেরামত আলী(৩০), পিতা মোঃ কচু মিয়া, থানাঃ লালপুর, জেলাঃ
নাটোর।
বিবাদীঃ মোঃ লুকমান আলী(৩০), পিতা মোঃ সমের মিয়া, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার থানার আন্ডারে একজন স্থানীয়
বাসিন্দা। আমি নিরুপায় হয়ে আপনার থানায় আসিয়া সরাসরি এই লিখিত
অভিযোগ করিতেছে যে, বাদী পক্ষ দীর্ঘদিন যাবত আমাদের একটি জমি তারা নিজস্ব ভোগ
দখলে রেখে দিয়েছে। আমরা এই ব্যাপারে তাদেরকে কোন কিছু বলতে গেলে তারা তাদের
লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে থাকে। আমাদের জমি
বাবদ সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও আমরা কোন ভাবে উক্ত জমির ওপর অধিকার প্রয়োগ
করতে পারছি না। আমি পুলিশ কর্মকর্তার কাছে আমার সমস্ত বিবরণ বলে এবং সাধারন
ডায়েরির মাধ্যমে লিখিত অভিযোগ পত্র জমা দিলাম।
বিনীত নিবেদন এই যে, আপনি আমার সমস্যাটি বিবেচনা করে আমাকে একটি সমাধান
করিয়া দেওয়ার জন্য আপনার নিকট মর্জি কামনা করি।
নিবেদক
মোঃ লুকমান আলী
পিতা মোঃ সমের মিয়া
থানাঃ লালপুর, জেলাঃ নাটোর।
উপরে বর্ণিত নিয়ম অনুসারে আপনি একটি অভিযোগ পত্র লিখে থানায় গিয়ে জমা দিতে পারেন। তাহলে অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আপনার অভিযোগ পত্রটি জমা হওয়ার পর তারা অভিযোগ পত্রের বিষয়ে তদন্ত শুরু করবে। আপনি থানায় গিয়ে এভাবে লিখিত ভাবে আপনার অভিযোগ পত্রটি জমা দিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনি অভিযোগ করতে পারেন।অনলাইনের মাধ্যমে অভিযোগ করার নিয়ম সম্পর্কে এই পোস্টে বিস্তারিতভাবে লিখা আছে।
থানায় অভিযোগ করার নিয়ম সম্পর্কে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ থানায় কি কি মামলা করা যায়?
উত্তরঃ জমিজামা সংক্রান্ত, সম্পত্তি, পারিবারিক বিরোধ, অর্থ
সংক্রান্ত বিরোধ বা মানহানি ইত্যাদি সকল ক্ষেত্রেই আমরা থানায় মামলা করতে
পারি।
প্রশ্নঃ অভিযোগ পত্রে কি কি বিষয় উল্লেখ থাকে?
উত্তরঃ অভিযোগ পত্রে সাধারণত আসামিদের এবং সাক্ষীদের নাম
ঠিকানা অপরাধের ধরন ও তারা অন্য কোন মামলার সাথে জড়িত আছে কিনা এই
সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকে।
প্রশ্নঃ বাংলাদেশ পুলিশকে কিভাবে কল করব?
উত্তরঃ বাংলাদেশ পুলিশকে কল করার জন্য আমরা সাধারণত জরুরি পরিষেবা
999 ফোন করতে পারি।
প্রশ্নঃ থানায় অভিযোগ করতে কত টাকা লাগে?
উত্তরঃ থানায় জিডি বা অভিযোগ করতে কোন টাকা লাগে না। থানায় জিডি বা
অভিযোগ করা এইটা একজন নাগরিক হিসেবে আপনার অধিকার। থানায় জিডি বা অভিযোগ করার
জন্য যদি কোন অফিসার আপনার থেকে টাকা দাবি করে থাকে, তাহলে আপনি অফিসার ইনচার্জকে
জানাবেন তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রশ্নঃ অভিযোগ কি মামলা?
উত্তরঃ জিডি বা অভিযোগ কোন মামলা নয়। দেওয়ানী আইনে একটি
অভিযোগ হল, আনুষ্ঠানিকভাবে একটি মামলা শুরু করার জন্য প্রাথমিক পদক্ষেপ।
লেখকের মন্তব্যঃ থানায় অভিযোগ করার নিয়ম জেনে নিন সঠিক উপায়
প্রিয় পাঠক বৃন্দ আশা করি এই পোস্টটি পড়ার মাধ্যমে থানায় অভিযোগ দায়ের
এবং থানায় আমাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে
পেরেছেন। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকি,
যখন আমাদের থানায় যাওয়ার প্রয়োজন হয়। আমরা থানায় গিয়ে অভিযোগ করার নিয়ম না
জানার কারণে অনেক সময় বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে যায় বা অনেক সময় দালালের
খপ্পরে পড়ে প্রতারিত হয়ে থাকি।
আশা করি এই পোষ্টটি পড়ার মাধ্যমে আপনি থানায় অভিযোগ করার সঠিক নিয়ম ও অনলাইনে
থানায় অভিযোগ করার নিয়ম সহ আপনার প্রয়োজনীয় থানায় সকল কার্যক্রম সম্পর্কে
বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এ পোস্টটি সম্পর্কে আপনার কোন মতামত বা
জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। অনলাইন ইনকাম, লাইফ স্টাইল, সুস্বাস্থ্য
এবং চিকিৎসা সহ অন্যান্য ক্যাটাগরির আপডেট আর্টিকেলগুলো পড়তে আমাদের হোম পেজটি
ভিজিট করতে পারেন।
RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।
comment url