টাইগার মুরগির বাচ্চার দাম ও টাইগার মুরগি পালন পদ্ধতি

টাইগার মুরগির বাচ্চার দাম সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানিনা কিন্তু টাইগার মুরগি পালন করতে চাই। আপনি যদি টাইগার মুরগির বাচ্চার সঠিক দাম জেনে না থাকেন তাহলে আপনি টাইগার মুরগির বাচ্চা কিনে ঠকতে পারেন।

টাইগার-মুরগির-বাচ্চার-দাম

আমরা সাধারণত অনেক জাতের মুরগি দেখে থাকি, বিভিন্ন মুরগির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জাত নির্ধারণ করা হয়। টাইগার মুরগিও তেমনি মুরগির একটি জাত। চলুন জেনে নেই টাইগার মুরগির বাচ্চার সঠিক দাম ও টাইগার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য।

পোস্ট সূচীপত্রঃ টাইগার মুরগির বাচ্চার দাম ও টাইগার মুরগি পালন পদ্ধতি

টাইগার মুরগির বাচ্চার দাম কত জেনে নিন

টাইগার মুরগির বাচ্চার দাম সাধারণত টাইগার মুরগির বাচ্চার বয়স এবং ওজনের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে। বাজারের অন্যান্য জাতের মুরগির তুলনায় টাইগার মুরগির দাম একটু বেশি হয়ে থাকে। কারণ টাইগার মুরগি অন্যান্য মুরগির তুলনায় বেশি ওজনের এবং বেশি ডিম দিয়ে থাকে। টাইগার মুরগির দাম, ওজন, বয়স এবং জায়গা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে আপনি আপনার স্থানীয় বাজারে খোঁজ নিয়ে সঠিক দামটি জানতে পারবেন।

আরো পড়ুনঃ কিসমিস খেলে কি ফর্সা হয় ও কিসমিসের ১০টি স্বাস্থ্য উপকারিতা

সাধারণত ১ দিন বয়সের ৫০ গ্রাম ওজনের একটি টাইগার মুরগির দাম প্রতি পিস বাজারে ৭০ থেকে ৮০ টাকা হয়ে থাকে। ১০ দিন বয়সের টাইগার মুরগির দাম প্রতি পিস ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ১ মাস বয়সের টাইগার মুরগির দাম প্রতি পিস সাধারণত ২৫০ টাকা হয়ে থাকে এবং ২ মাস বয়সের টাইগার মুরগির দাম প্রতি পিস ৪২০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই দামটি বাচ্চার বয়স, ওজন ও জায়গা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

টাইগার মুরগি পালন পদ্ধতি সঠিক নিয়মে

টাইগার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে, যদি আমরা টাইগার মুরগি পালন করে লাভবান হতে চাই। আমরা অনেকেই হয়তো বাসায় বা খামারের জন্য টাইগার মুরগি পালন করতে চাই। টাইগার মুরগী পালন করার আগে অবশ্যই টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত তথ্য ও টাইগার মুরগি পালনের পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। নয়তো আপনি টাইগার মুরগী পালন করে লাভবান হতে পারবেন না।

  • সাধারণত টাইগার মুরগী আপনি যে কোন খোলা জায়গাতে পালন করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেই জায়গাটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন, শুকনা হয়ে থাকে এবং বিজি, বিড়াল বা অন্যান্য পশু দ্বারা মুরগি যেন ক্ষতিগ্রস্ত না হয়।
  • আপনার জায়গার পরিমাণ অনুযায়ী টাইগার মুরগির বাচ্চা কিনতে হবে। কারণ মুরগি যেন সঠিকভাবে ঘোরাফেরা করার মত পর্যাপ্ত জায়গা পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
  • টাইগার মুরগির বয়স ও ওজন অনুযায়ী প্রতিদিন নিয়মিত খাদ্য প্রদান করতে হবে। অবশ্যই সুষম খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন কারণ সঠিক খাবারের ওপরে মুরগির বৃদ্ধি নির্ভর করে।
  • নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করা, আপনার টাইগার মুরগি যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য অবশ্যই নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতে করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে।
  • শীতের সময় আপনি যেখানে টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন, সেখানে যেন অতি মৃদু হাওয়া প্রবেশ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা উচিত।
  • গ্রীষ্মকালীন সময়ে পর্যাপ্ত হাওয়া বাতাস সম্পূর্ণ স্থানে টাইগার মুরগী পালন করতে হবে, নয়তো অতিরিক্ত ভ্যাপসানো গরমে মুরগি দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে।

এছাড়াও টাইগার মুরগি পালনের পদ্ধতি সম্পর্কে অনেক নিয়ম রয়েছে যেগুলো আপনি মুরগি পালন করার সময় আস্তে আস্তে নিজে থেকেই বুঝতে পারবেন। আপনি যদি টাইগার মুরগী পালন করে সফলতা পেতে চান তাহলে অবশ্যই মুরগি পালনের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন। প্রথম অবস্থায় অল্প পরিমাণ ইনভেস্ট দিয়ে শুরু করতে পারেন এবং আপনি লাভবান হলে পরবর্তী সময়ে ইনভেস্ট বেশি করতে পারেন।

টাইগার মুরগির খাবার তালিকা জেনে নিন

টাইগার মুরগির খাবার তালিকা সম্পর্কে আপনাকে অবশ্যই অনেক সতর্ক হতে হবে, যদি আপনি টাইগার মুরগি পালন করে লাভবান হতে চান। একটি টাইগার মুরগি সাধারণত গড়ে প্রতিদিন ১৫০ থেকে ১৮০ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। টাইগার মুরগির বাচ্চার বয়স বৃদ্ধির সাথে সাথে খাবারের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। নিচের খাবার তালিকার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন টাইগার মুরগির কতদিন বয়সে কত পরিমান খাবার প্রয়োজন।

বাচ্চার বয়স বাচ্চার ওজন খাবার পরিমাণ
জন্মের পর(০ তম দিন) ৪০-৫০ গ্রাম
প্রথম দিন ৫৬ গ্রাম ১৩ গ্রাম
দ্বিতীয় দিন ৭২ গ্রাম ৩০ গ্রাম
তৃতীয় দিন ৯০ গ্রাম ৫১ গ্রাম
চতুর্থ দিন ১১০ গ্রাম ৭৫ গ্রাম
পঞ্চম দিন ১৩১ গ্রাম ১০৫ গ্রাম
ষষ্ঠ দিন ১৫৭ গ্রাম ১৩২ গ্রাম
সপ্তম দিন ১৮৫ গ্রাম ১৬৮ গ্রাম

আপনি উপরে তালিকাটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, প্রতিদিন খাদ্য প্রদানের হার ৪ গ্রাম করে বাড়ানো হয়েছে। আপনি টাইগার মুরগির খাবার তালিকা পরবর্তী সময়ের জন্য এভাবে ৪ গ্রাম করে খাবারের হার বাড়িয়ে তৈরি করতে পারবেন। প্রতিদিন সর্বনিম্ন দুইবার খাবার সরবরাহ করুন এবং সুষম খাদ্য সরবরাহ করুন। আপনি টাইগার মুরগির খাবার তালিকার নিয়ম মেনে আপনার মুরগিকে খাবার প্রদান করলে, আপনি অবশ্যই টাইগার মুরগি পালন করে লাভবান হতে পারবেন।

টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা

টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে অবশ্যই আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। কারণ টাইগার মুরগি পালন করে লাভবান হতে চাইলে আপনাকে মুরগি সুস্থ-সবল এবং মোটা তাজা তৈরি করতে হবে। আমরা মুরগি মোটাতাজা করার জন্য সাধারণত সুষম খাদ্য প্রদান করে থাকি। কিন্তু মুরগির হুটহাট অসুস্থতা থেকে রক্ষা করতে আমাদের নিয়মিত টাইগার মুরগির ভ্যাকসিন প্রদান করতে হবে। তাই চলুন টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

মুরগির বয়স রোগের নাম ভ্যাকসিনের নাম প্রয়োগ পদ্ধতি
১-৩ দিন রানীক্ষেত+ব্রংকাইটিস আইবি+এনডি চোখে ফোঁটা
১০-১১ দিন গামবোরো আই বি ডি মুখে ফোঁটা
১৫-১৬ দিন গামবোরো আই বি ডি খাবার পানিতে
১৮-২২ দিন রানীক্ষেত ল্যাসোটা চোখে ড্রপ
২৪- ২৮ দিন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা চামড়ার নিচে ইনজেকশন
৩০-৩৫ দিন ফাউল পক্স ফাউল পক্স ডানায় সুচ ফোটানো
৬-৭ সপ্তাহ রানীক্ষেত এনডি ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৮ সপ্তাহ ফাউল কলেরা ফাউল কলেরা নির্দেশনা মোতাবেক
৯ সপ্তাহ ইনফেকশাস করাইজা, সালমোনেলা করাইজা+সালমোনেলা নির্দেশনা মোতাবেক
১২ সপ্তাহ ফাউল কলেরা ফাউল কলেরা নির্দেশনা মোতাবেক
১৫-১৬ সপ্তাহ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা চামড়ার নিচে ইনজেকশন
১৬ সপ্তাহ করাইজা,সালমোনেলা, রানীক্ষেত, জি+এনডি+আইবি নির্দেশনা মোতাবেক

এছাড়াও আপনি আপনার স্থানীয় ভেটেনারি ডক্টর বা পশু হসপিটাল থেকে ডক্টরের সঙ্গে কথা বলে অন্যান্য ঔষধ এবং ভ্যাকসিনের পরামর্শ নিতে পারেন। টাইগার মুরগিকে অসুস্থতার হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই নাতিশীতোষ্ণ আবহাওয়াতে রাখার চেষ্টা করতে হবে। টাইগার মুরগি যেখানে পালন করছেন সে জায়গা অবশ্যই শুকনো হতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন জায়গার পরিমাণ কম হলে মুরগির পরিমাণ যেন বেশি না হয়।

টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়

টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় সম্পর্কে আপনার সঠিক ধারণা রাখা উচিত। কারণ আপনি যদি চান যে আপনার বাসায় বা খামারে টাইগার মুরগী পালন করবেন, এক্ষেত্রে আপনি টাইগার মুরগির বাচ্চার পরিবর্তে অন্য জাতের মুরগির বাচ্চা নিয়ে আসলে এতে আপনি লসের সম্মুখীন হতে পারেন। কারণ অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির ওজন বেশি হয় এবং ডিমের পরিমাণও বেশি। টাইগার মুরগির বাচ্চা কেনার সময় আপনি বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে পারেন।

টাইগার-মুরগির-বাচ্চা-চেনার-উপায়

চলুন জেনে নেই টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় গুলো সম্পর্কে বিস্তারিতঃ

  • টাইগার মুরগির বাচ্চা সাধারণত ধূসর বর্ণের হয়ে থাকে, অনেক সময় এটি অন্যান্য বর্ণের ও হতে পারে।
  • টাইগার মুরগির বাচ্চা কেনার সময় লক্ষ্য করবেন টাইগার মুরগির বাচ্চার পা অন্য মুরগির বাচ্চার পায়ের তুলনায় একটু মোটা এবং শক্ত হয়ে থাকে।
  • টাইগার মুরগি চেনার আরও একটি উপায় হচ্ছে টাইগার মুরগির পায়ের সাথে সাথে মাথাও মোটা এবং গোলাকার হয়ে থাকে।
  • টাইগার মুরগির বাচ্চা সাধারণত অন্য মুরগির বাচ্চা থেকে মোটাতাজা হয়ে থাকে।
  • টাইগার মুরগির বাচ্চার ওজন জন্মের পর ৪০ থেকে ৫০ গ্রাম হয়ে থাকে। আপনি চাইলে এই বিষয়টিও লক্ষ্য রাখতে পারেন কারণ অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির বাচ্চার ওজন কিছুটা বেশি।
  • টাইগার মুরগির বাচ্চা দেখতে কিছুটা নাদুস-নুদুস টাইপের হয়ে থাকে এবং সাধারণত ১ দিনের টাইগার মুরগির বাচ্চার দাম ৭০ থেকে ৮০ টাকা হয়ে থাকে।

টাইগার মুরগি কত দিনে ডিম পাড়ে

টাইগার মুরগি কত দিনে ডিম পাড়ে এই প্রশ্নটি সম্পর্কে আমরা হয়তোবা কম বেশি সবাই জানতে চেয়ে থাকি, কারণ আমরা বাসায় বা খামারে অনেকে টাইগার মুরগী পালন করে থাকি। টাইগার মুরগি কত দিনে ডিম পাড়ে বা কবে ডিম পারবে এ বিষয়টি নিয়ে আমরা অনেক ভাবে জানার চেষ্টা করে থাকি। চলুন জেনে নেই সঠিক তথ্য টাইগার মুরগি কতদিনে ডিম পাড়ে। টাইগার মুরগি কবে ডিম পারবে এটি অনেকটা নির্ভর করে মুরগির স্বাস্থ্য এবং খাবার তালিকার ওপর।

আরো পড়ুনঃ মসুর ডাল খেলে কি মোটা হয় জেনে নিন সঠিক তথ্য

টাইগার মুরগী সাধারণত ১৮ সপ্তাহ থেকে ২২ সপ্তাহ (যা সাড়ে ৪ মাস থেকে সাড়ে ৫ মাস) সময়ের মধ্যে ডিম দেওয়া শুরু করে। টাইগার মুরগির ডিম দেওয়া শুরু করলে প্রায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত ঠিকভাবে ডিম দিয়ে থাকে। টাইগার মুরগির সাধারণত বছরে ১৮০ থেকে ২১০ টি পর্যন্ত ডিম দিয়ে থাকে (এই পরিমাণটি কম বেশি হতে পারে)। টাইগার মুরগী দুই থেকে আড়াই বছর পর ডিম দেওয়ার পর ডিমের পরিমাণ আগের তুলনায় কমে যায়।

টাইগার মুরগি সম্পর্কে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ টাইগার মুরগি কত দিনে কত কেজি হয়?

উত্তরঃ টাইগার মুরগি সাধারণত ৩৫ দিনে ১ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে।

প্রশ্নঃ টাইগার মুরগি পালনে লাভ কেমন?

উত্তরঃ টাইগার মুরগি পালনে লাভ কেমন এটি নির্ভর করবে আপনার মুরগি পালন পদ্ধতির উপর। সাধারণত ৩০০ টাইগার মুরগি পালনে ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে।

প্রশ্নঃ মুরগি কত বছর বাঁচে?

উত্তরঃ আসলে মুরগি কত বছর বাঁচে এটি প্রমাণ করা খুব একটা সহজ ব্যাপার নয়। সাধারণত একটি মুরগি ৫ থেকে ৭ বছর বেঁচে থাকে।

প্রশ্নঃ দেশি মুরগি কত মাস বয়সে ডিম দেয়?

উত্তরঃ দেশি মুরগি সাধারণত ৫ মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে।

প্রশ্নঃ মুরগি কি ভালো পোষা প্রাণী হয়?

উত্তরঃ মুরগি অনেক ভালো শান্ত পোষা প্রাণী হয়ে থাকে। আমরা বাসায় মুরগি পালনের মাধ্যমে আমাদের ডিমের ও মাংসের চাহিদা পূরণ করতে পারি খুব সহজেই।

টাইগার মুরগির ডিমের দাম কত

টাইগার মুরগির ডিমের দাম কত এটি অনেকে জানতে চেয়ে থাকেন। টাইগার মুরগির ডিমের দাম সাধারণত অঞ্চল ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত বাংলাদেশের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখা যায় টাইগার মুরগির ডিম ১০ থেকে ১২ টাকা প্রতি পিস হিসাবে বিক্রি করা হয়। এক হালি টাইগার মুরগির ডিমের দাম ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং এক ডজন বা ১২ পিস টাইগার মুরগির ডিমের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

টাইগার-মুরগির-ডিমের-দাম-কত

আপনি আপনার নিকটস্থ বাজারে বা এলাকার নিকটস্থ খামারে খোঁজ নিয়ে টাইগার মুরগির ডিমের সঠিক দাম জানতে পারবেন। আমরা সাধারণত লক্ষ্য করে থাকি বাংলাদেশে মৌসুম ভিত্তিতে ডিমের দাম কিছুটা বৃদ্ধি বা হ্রাস পেয়ে থাকে। শীতকালীন সময় ডিমের চাহিদা বেশি থাকায় ডিমের দাম কিছুটা বৃদ্ধি পায় এবং গ্রীষ্মকালীন সময় ডিমের দাম কিছুটা কমে যায়। আপনি কোন মৌসুমে ডিম কিনছেন বা কোন স্থান থেকে ডিম কিনছেন তার উপর নির্ভর করবে টাইগার মুরগির ডিমের সঠিক দাম।

টাইগার মুরগি কত টাকা কেজি

টাইগার মুরগি কত টাকা কেজি যারা টাইগার মুরগির মাংস পছন্দ করে থাকেন তারা প্রতিনিয়তই টাইগার মুরগির সঠিক দাম জানতে চেয়ে থাকেন। টাইগার মুরগির মাংস অনেক সুস্বাদু এবং পুষ্টিকর হয়ে থাকে। টাইগার মুরগি অন্যান্য মুরগির তুলনায় বড় হয়ে থাকে এজন্য অনেকেই টাইগার মুরগির মাংস পছন্দ করে থাকেন। টাইগার মুরগির মাংস আমাদের শরীরের জন্য আমিষের একটি বড় উৎস। চলুন জেনে নেই টাইগার মুরগি কত টাকা কেজি।

টাইগার মুরগির দাম পরিবর্তনশীল, এটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে। বর্তমান বাজারে সাধারণত টাইগার মুরগি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে থাকে। একটি টাইগার মুরগি ৬ থেকে ৭ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, এমনকি ৯ কেজি পর্যন্ত ওজন হওয়ার রেকর্ড রয়েছে। একটি টাইগার মুরগির দাম সাধারণত ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি আপনার স্থানীয় বাজার এবং সময়ের উপর নির্ভর করবে। আশা করি আপনি টাইগার মুরগির দাম সম্পর্কে একটি ধারণা পেয়েছেন।

লেখকের মন্তব্যঃ টাইগার মুরগির বাচ্চার দাম ও টাইগার মুরগি পালন পদ্ধতি

আমরা অনেকেই হয়তো টাইগার মুরগির খামার বা বাড়িতে টাইগার মুরগী পালন করার জন্য ইচ্ছা পোষণ করে থাকি। কিন্তু টাইগার মুরগির বাচ্চার সঠিক দাম ও টাইগার মুরগি চাষ পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এমন কি টাইগার মুরগী সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আমরা অনেক বড় লোকসানের সম্মুখীন হতে পারি। টাইগার মুরগি পালন করার জন্য টাইগার মুরগির খাবার তালিকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান রাখা প্রয়োজন।

টাইগার মুরগি পালন করার জন্য অবশ্যই টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং টাইগার মুরগি পালনের পদ্ধতি সম্পর্কে জ্ঞান নিয়ে তবেই টাইগার মুরগি পালন শুরু করা উচিত। আশা করি আপনি এই পোস্টটি পড়ার মাধ্যমে টাইগার মুরগির বাচ্চার দাম থেকে শুরু করে টাইগার মুরগি পালনের সমস্ত নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন । অনলাইন ইনকাম, লাইফ স্টাইল, সুস্বাস্থ্য ও চিকিৎসা সহ অন্যান্য ক্যাটাগরির আপডেট আর্টিকেলগুলো পড়তে আমাদের হোম পেজটি ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url