ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো ও সেরা ৫০টি ক্রিমের নাম

ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো চলুন জেনে নেই। ছেলেদের ক্রিমের কথা শোনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই। আপনি ছেলে হলেও অবশ্যই ত্বকের যত্নের প্রয়োজন। আজকের এই পোস্টে আমরা ছেলেদের ত্বকের যত্নে সেরা সব ক্রিম নিয়ে কথা বলব।

ছেলেদের-নাইট-ক্রিম-কোনটা-ভালো

আপনি যদি আপনার গায়ের রং নিয়ে চিন্তিত থাকেন, তাহলে সঠিক ক্রিম হতে পারে আপনার সমস্যার সমাধান। নিয়মিত ক্রিম ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি  ইউভি রশ্মি থেকেও সুরক্ষিত রাখবে। চলুন জেনে নেই ছেলেদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো ও সেরা ৫০টি ক্রিমের নাম

ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো

ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো হবে চলুন জেনে নিই বিস্তারিত। আপনি যদি আপনার ত্বকের রং নিয়ে চিন্তিত থাকেন, তাহলে অবশ্যই একটি সঠিক ক্রিম হতে পারে আপনার সমস্যার সমাধান। কিন্তু বাজারের সব ক্রিম কিন্তু এক নয় এবং ব্যবহারের ফলাফলও কিন্তু এক নয়। এজন্য অবশ্যই আপনাকে বেছে নিতে হবে বাজারের সেরা ক্রিমটি। মনে রাখবেন শুষ্ক ত্বক ও তৈলাক্ত ত্বকের জন্যও কিন্তু আলাদা ক্রিম ব্যবহার করতে হবে।

আরো পড়ুনঃ ভাতের মাড় মুখে লাগানোর নিয়ম ও ১০টি উপকারিতা

চলুন প্রথমে ছেলেদের সেরা ১০ টি নাইট ক্রিম সম্পর্কে জেনে নিই-

  1. Nivea Men Dark Spot Reduction Creme
  2. Loreal Paris Men Expert Hydra Energetic
  3. The Man Company Night Cream
  4. Garnier Men Power White Night Cream
  5. Ponds Men Energy Recharge Face Cream
  6. Himalaya Herbals Revitalizing Night Cream
  7. Beardo Ultraglow Night Cream
  8. Ustraa Night Cream For Men
  9. Wow Skin Science Anti-Aging Night Cram
  10. Kaya Youth Oxy-Infusion Night Cream

আপনি নাইট ক্রিম কেনার আগে অবশ্যই নাইট ক্রিম নিয়ে একটি রিসার্চ করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য কোন নাইট ক্রিম ভালো, আর গ্রীষ্মের জন্য কোন নাইট ক্রিম ভালো। এছাড়াও আপনি নাইট ক্রিম কেনার সময় লক্ষ্য রাখতে পারেন কোনটি শীতকালীন সময়ের জন্য ভালো বা গ্রীষ্মকালীন সময়ের জন্য ভালো হবে। উপরে উল্লেখিত নাইট ক্রিমগুলো বাজারে বেশি বিক্রি হওয়া নাইট ক্রিমের একটি তালিকা। আপনি চাইলে ছেলেদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম নিচের তালিকা থেকেও একটি বেছে নিতে পারেন।

ছেলেদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম

ছেলেদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম সম্পর্কে অনেকে জানতে চেয়ে থাকেন। কারণ বাজারে বিভিন্ন নাইট ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহারে সাময়িকভাবে ফর্সা হলেও, কিছুদিন পরে আবার আগের রং ফিরে আসে। আপনার জেনে রাখা ভালো স্থায়ীভাবে ত্বকের রং ফর্সা করা সম্ভব নয়, কারণ এটি প্রাকৃতিকভাবে জিনগত নির্ধারিত হয়। তবে ত্বকের সঠিক যত্নে এবং কিছু নাইট ক্রিম ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

চলুন জেনে নেই ছেলেদের স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য উপকারী কিছু নাইট ক্রিম সম্পর্কে-

  1. Mamaearth Skin Illuminate Vitamin C Night Cream
  2. Bella Vita Organic Anti Blemis & Pigmentation Night Cream
  3. O3+ Whiitening Night Repair Cream
  4. Clinique For Men Maximum Hydrator Activated Water-Gel Concentrate
  5. Kaya Youth Oxy-Infusion Night Cream
  6. Plum Bright Years Restorative Night Cream
  7. Neutrogena Fine Restorative Night Cream
  8. VLCC Snigdha Skin Whitening Night Cream
  9. Lakme Absolute Perfect Radiance Skin Lightening Night Cream
  10. Biotique Bio Wheat Germ Night Cream

উপরোক্ত ক্রিম গুলো ছেলেদের ত্বকের জন্য বেশ কার্যকর ত্বককে উজ্জ্বল, মসৃণ ও স্বাস্থ্যকর করে তুলতে সহায়তা করে থাকে। আপনি যদি ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো খুজে থাকেন, তাহলে উপরোক্ত ক্রিমগুলো থেকে একটি বেছে নিতে পারেন। এটি আপনার স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য অনেক উপকারে আসবে। যে কোন নাইট ক্রিম কেনার সময় অবশ্যই নাইট ক্রিমটির কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে দিকে লক্ষ্য রাখবেন এবং মেয়াদকাল দেখে কিনবেন।

শীতে ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো

শীতে ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো জানতে চান অনেকেই। কারণ ছেলেদের সারা বছর রূপচর্চায় তেমন কোন সময় দিতে দেখা না গেলেও, শীতকালে কিন্তু ছেলেরাও ত্বকের যত্নে সচেতন হন।কারণ শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে এই সময় আমাদের হাত-পা এমনকি ঠোঁট ফেটে যায়, ত্বক রুক্ষ হয়ে যায়। এ সময় আমরা ঠোঁটে লিপ ক্রিম ও ত্বকের জন্য বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকি।

আরো পড়ুনঃ মুখে অলিভ অয়েল ব্যবহারের নিয়ম ও ১৫টি উপকারিতা

চলুন জেনে নেই শীতে ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো-

  1. Nivea Men Cream
  2. Vaseline Men Cooling Moisture Body & Face Lotion
  3. The Body Shop Maca Root Energetic Face Cream
  4. Cetaphil Moisturizing Cream
  5. Himalaya Herbals Winter Defense Moisturizing Cream
  6. Ponds Men Energy Charge Face Cream
  7. Beardo Winter Essentials Moisturizing Cream
  8. Ustraa Moisturizing Cream For Dry Skin
  9. Lotus Herbals Skin Renewal Daily Moisturizing Cream
  10. Clinique For Men Maximum Hydrator Activated Water-Gel Concentrate

উপরোক্ত ক্রিমগুলো শীতে ছেলেদের ব্যবহার করতে বেশি লক্ষ্য করা যায়। শীতের রুক্ষ শুষ্ক ত্বকের ময়েশ্চারাইজার ফিরিয়ে নিয়ে আসতে উপরের ক্রিম গুলো অনেক উপকারী। আপনি চাইলে উপরোক্ত ক্রিম গুলো থেকে যাচাই-বাছাই করে আপনার প্রয়োজন অনুসারে একটি ক্রিম নির্বাচন করতে পারেন। শুষ্ক ত্বক ও তৈলাক্ত ত্বকের ক্রিম আলাদা ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। চলুন জেনে নেই তৈলাক্ত ত্বকের জন্য ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো সেই সম্পর্কে বিস্তারিত।

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ক্রিম ভালো

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ক্রিম ভালো এটি নির্বাচনে আমরা অনেক কনফিউজ থাকি যাদের ত্বক অনেক তৈলাক্ত তারা। আমরা জানি স্কিন কেয়ার এর একটি বেসিক গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজিং। আমাদের ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার চয়েস করলে বেশি উপকার পাওয়া যায়।আমরা মনে করি যাদের ত্বক অনেক তৈলাক্ত তাদের কোন ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন নাই, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ ত্বকের ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ভাব দুটি আলাদা জিনিস।

চলুন জেনে নেই ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য জন্য কোন ক্রিম গুলো ভালো হবে-

  • Nivea Men Oil Control Moisturiser
  • Ponds Men Oil Control Face Cream
  • Himalaya Herbals Oil-Free Radiance Gel Cream
  • Garnier Men Oil Clear Face Cream
  • Plum Green Tea Mattifying Moisturizer

ত্বকের ওয়াটার লেভেল বা হাইড্রেশন ঠিক রাখার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ।ময়েশ্চারাইজারের আরেকটি দিক হল ত্বকের ন্যাচারালি অয়েল লেভেল ঠিক রাখা। তাই অয়েলি স্ক্রিনে ময়েশ্চারাইজার ব্যবহার করা অনেক জরুরী। আপনি উপরোক্ত ময়েশ্চারাইজারগুলো থেকে যাচাই-বাছাই করে আপনার স্কিনের জন্য একটি ময়েশ্চারাইজার নির্বাচন করতে পারেন। অনেকেই চান দ্রুত ফর্সা হওয়ার জন্য, চলুন জেনে নেই ছেলেদের ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে বিস্তারিত।

ছেলেদের ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম

ছেলেদের ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন। মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী, সবাই সুন্দর জিনিসটা পছন্দ করে। আমরা সবাই সুন্দর হতে চাই, কিন্তু আমরা সবাই কি সুন্দর? না, কেউ ফর্সা, কেউ কালো, কেউবা শ্যামলা এমনটা আমাদের জিনগত কারণে হয়ে থাকে। আমরা সবাই চাই ফর্সা হতে এবং সুন্দর হতে। অনেকেই জানতে চাই ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে।

ছেলেদের-৭-দিনে-ফর্সা-হওয়ার-ক্রিম

কিন্তু এটি সবচেয়ে বড় ভুল কারণ কোন কিছুই দ্রুত করা ঠিক নয়। ৭ দিনের মধ্যে ত্বক স্থায়ীভাবে ফর্সা করার কোন উপায় নেই। কারণ ত্বকের রং মূলত জীনগত হরমোনের উপর নির্ভর করে হয়ে থাকে। তবে কিছু ক্রিম ত্বকের দাগ, ব্রণ, পিগমেন্টেশন কমিয়ে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।নিচে কিছু ক্রিমের তালিকা দেওয়া হলো যেগুলো নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক উজ্জ্বল হতে সাহায্য করবে।

  • Lotus Herbals White Glow Skin Whitening & Brightening Gel Cream
  • Fair & Lovely Men Fairness Cream
  • Beardo Ultraglow All In 1 Mens Face Lotion
  • Ponds Men Brightening Fairness Moisturiser
  • Nivea Men Dark Spot Reduction Creme

কম দামে ফর্সা হওয়ার ক্রিম

কম দামে ফর্সা হওয়ার ক্রিম খুঁজে থাকেন অনেকেই, তাদের সুবিধার্থে আমরা কিছু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এমন ক্রিমের তালিকা তৈরি করেছি। উক্ত ক্রিমগুলো নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বককে দাগ মুক্ত রাখতে সহায়তা করে। তবে ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহারের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান করা এবং সূর্যের ক্ষতিকারক রশ্মী থেকে সুরক্ষিত থাকাও জরুরী।

আরো পড়ুনঃ কিসমিস খেলে কি ফর্সা হয় ও কিসমিসের ১০টি স্বাস্থ্য উপকারিতা

চলুন জেনে নেই কম দামে ফর্সা হওয়ার কিছু ক্রিমের নাম-

  • Fair & Lovely Men Fairness Cream
  • Vaseline Men Anti-Dullness Face Cream
  • Joy Skin Fruits Fairness Cream
  • Fair & Handsome Instant Radiance Cream
  • Nivea Men Dark Spot Reduction Cream

উপরোক্ত ক্রিমগুলো সাধারণত সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং নিয়মিত ব্যবহারে ত্বককে উজ্জ্বল ও দাগ মুক্ত রাখতে সাহায্য করে। আমরা ফর্সা বা কালো এটি নির্ভর করে আমাদের জিনগত বৈশিষ্ট্যের কারণে।আমরা চাইলেই হুট করে দূত ফর্সা হতে পারি না। তবে চাইলে আমরা সঠিক ক্রিম ব্যবহার করে এবং সঠিক খাদ্যবাস ও সূর্যের ক্ষতিকারক রশ্নি থেকে সুরক্ষিত থাকার মাধ্যমে, আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারি।

ছেলেদের ত্বকের ক্রিম সম্পর্কে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ফেয়ার এন্ড লাভলী আয়ুর্বেদিক ক্রিম কি তৈলাক্ত ত্বকের জন্য ভালো?

উত্তরঃ ফেয়ার এন্ড লাভলী আয়ুর্বেদিক ক্রিম আমাদের তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারী।

প্রশ্নঃ পন্ডস নাইট ক্রিম এর দাম কত?

উত্তরঃ পন্ডস নাইট ক্রিম এর দাম বর্তমান মূল্য ১৯৫০ টাকা প্রায়। আপনার স্থানীয় বাজারে যাচাই করার মাধ্যমে সঠিক দামটি জানতে পারবেন।

প্রশ্নঃ ছেলেদের মুখের জন্য কোন ক্রিম ভালো হবে?

উত্তরঃ ছেলেদের ত্বকের তৈলাক্ত ভাব, ময়লা দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাধারণত গার্নিয়ার মেন পাওয়ার লাইট সয়েট ক্রিমটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে।

প্রশ্নঃ কি খেলে ফর্সা হওয়া যায়?

উত্তরঃ শুধু খাবার খাওয়ার মাধ্যমে আমাদের ত্বক ফর্সা হবে বিষয়টি এমন নয়। তবে কিছু খাবার খাওয়ার মাধ্যমে আমাদের ত্বককে ফর্সা হতে সাহায্য করে, যেমন- গ্রিন টি, পানি, টমেটো, গাজর, বাদাম, কলা।

প্রশ্নঃ ছেলেরা ফর্সা হবে কিভাবে?

উত্তরঃ ছেলেদের ত্বক ফর্সা হওয়ার জন্য সাধারণত দিনে দুইবার মুখ ধোঁয়া, ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মী থেকে বাঁচানোর জন্য সানস্ক্রিন ব্যবহার করা, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বিভিন্ন ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং সঠিক খাদ্য অভ্যাস ছেলেদের ত্বক ফর্সা হতে সাহায্য করবে।

ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম

ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম কে না চায় ফর্সা হতে আমরা মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। আমরা চাই সবাই সুন্দর হতে। আমরা অনেকে দেখতে হয়তো কাল বা শ্যাম বর্ণের, তারা নিজেদের চেহারা নিয়ে অনেক দুশ্চিন্তা করি। আসলে চেহারা আল্লাহর দান, আল্লাহ আমাদের নিজ হাতে সবাইকে সুন্দর করে বানিয়েছেন। আমরা ত্বকের কালো রং ফর্সা করার জন্য কিছু ক্রিম ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

ছেলেদের-ফর্সা-হওয়ার-ক্রিম

অনেকেই চান ৩ দিন বা ৭ দিনে ফর্সা হতে, আপনার কি মনে হয় আসলেই ৩ দিন বা ৭ দিনে স্থায়ীভাবে ফর্সা হওয়া সম্ভব। কখনোই নয় তিন দিন বা সাতদিনে কখনো স্থায়ীভাবে ফর্সা হওয়া সম্ভব না। তবে আমরা আমাদের কিছু খাদ্য অভ্যাসের পরিবর্তন এবং রোদের ক্ষতিকারক সূর্য রশ্মী থেকে সুরক্ষিত থাকার মাধ্যমে। আর সঠিক ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহারের মাধ্যমে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারি।

চলুন জেনে নেই ছেলেদের ফর্সা হওয়ার কিছু ক্রিমের নাম-

  • Ustraa Fair And Clear Cream
  • Olay Natural White Fairness Cream
  • Jovees Fairness Cream For Men
  • Mamaearth Bye Bye Blemishes Face Cream
  • Beardo De-Tan Face Gel

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দাম

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দাম আমরা অনেকেই গুগলে জানতে চেয়ে থাকি। আমাদের শরীরের কোন অংশ কালো হবে বা ফর্সা হবে এটা সম্পূর্ণ নির্ভর করে মেলনিনের উপস্থিতির উপর।অর্থাৎ আমাদের শরীরে এই মেলানিন কম থাকলে ত্বক ফর্সা আর বেশি থাকলে ত্বক কালো হয়ে থাকে।ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, তৈলাক্ত ভাব দূর করতে এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য ত্বকের মেলানিনের পরিমাণ কমানো প্রয়োজন।

আর এই মেলানিন কমানোর জন্য আমরা হয়তোবা অনেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে। ডাক্তার আমাদের ত্বকের ধরন পরীক্ষা করে মেলানিন নিয়ন্ত্রণে থাকার জন্য ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে থাকে।এখন প্রশ্ন হল এই ক্রিমের দাম কত? সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছেলেদের ফর্সা হওয়া ক্রিমের দাম ৫০০ টাকা থেকে এক হাজার টাকা বা তার বেশি হয়ে থাকে। এটি আপনার অঞ্চল ও সময় ভেদে পরিবর্তনশীল।

লেখকের মন্তব্যঃ ছেলেদের নাইট ক্রিম কোনটা ভালো ও সেরা ৫০টি ক্রিমের নাম

আমরা ত্বকের রং উজ্জ্বল করার জন্য সাধারণত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকি। এই ক্রিমগুলোতে সাধারণত প্রাকৃতিক উপাদান এবং রাসায়নিক উপাদান মেশানো থাকে, যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তবে যে কোন ক্রিম ব্যবহারের আগে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত, কারণ কিছু ক্রিমে ক্ষতিকারক উপাদান থাকতে পারে যা আমাদের ত্বকের ক্ষতির কারণ হতে পারে। 

কিছু ক্ষেত্রে আমাদের ত্বক জ্বালাপোড়া, ত্বকে লালচে দাগ হওয়া বা এলার্জির মতো সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই যে কোন ক্রিম ব্যবহারের আগে ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নেওয়া উচিত। ফর্সা হওয়ার জন্য ক্রিমই একমাত্র সমাধান নয়, জীবন যাত্রার পরিবর্তনও সমান গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলে রাখি, আমাদের আত্মবিশ্বাস এবং স্বতন্ত্র সৌন্দর্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই পোস্টটি সম্পর্কে আপনার যদি কোন মতামত বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url