মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার ৫টি উপায়

মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই। মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ। যা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এবং মধু আমাদের চোখের নিচের কালো দাগ দূর করতে সহায়ক।

মধু-দিয়ে-চোখের-কালো-দাগ-দূর-করার-উপায়

চোখের নিচের কালো দাগের লক্ষণ দেখা দিলে প্রথম থেকেই যত্নশীল হওয়া উচিত। আমরা চাইলে কেমিক্যাল যুক্ত প্রসাধনী না কিনেও, ঘরোয়া উপায়ে সমাধান করতে পারি। চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে মধু, কফি, টুথপেস্ট ও আলু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়।

পোস্ট সূচীপত্রঃ মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় আরো যা জানবেন

মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়

মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় জেনে রাখা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অনেকেরই চোখের নিচে কালো দাগ দেখা যায়। ঠিকমতো ঘুম না হওয়া, অতিরিক্ত টেনশন এবং মানসিক চাপের কারণে চোখের নিচে কালো দাগ দেখা দিতে পারে। তবে শুধু এগুলোই নয় চোখের নিচের কালো দাগ কখনো কখনো শারীরিক দুর্বলতা, এলার্জি বা রক্তস্বল্পতারও লক্ষণ হতে পারে।

আরো পড়ুনঃ ভাতের মাড় মুখে লাগানোর নিয়ম ও ১০টি উপকারিতা

চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে মধু দিয়ে কিভাবে চোখের নিচের কালো দাগ দূর করতে হয়-

  1. ১ চামচ মধুর সাথে ১ চামচ দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। উক্ত মিশ্রণটি চোখের নিচে কালো দাগের স্থানে ভালোভাবে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়।
  2. ১ চামচ মধুর সাথে ১ থেকে ২ ফোঁটা লেবুর রস মিশিয়ে চোখের নিচের কালো দাগের স্থানে আলতো করে লাগান। ১০ মিনিট মতো রেখে দিয়ে ধুয়ে ফেলুন, তবে সতর্ক থাকবেন আপনার চোখে যেন লেবুর রস না যায়। এভাবে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।
  3. ১ চামচ মধুর সাথে কিছুটা আলুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চোখের নিচের কালো দাগে লাগিয়ে ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।
  4. টমেটোতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করতে সহায়ক। ১ চামচ মধুর সাথে ১ চামচ টমেটোর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট রাখুন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।
  5. মধুর সাথে কিছু পরিমাণ দই ও কয়েক ফোটা গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। উক্ত পেস্ট চোখের নিচে কালো দাগে লাগানোর পর হালকা শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপরোক্ত পদ্ধতিগুলো থেকে আপনার সুবিধামতো বা আপনার প্রয়োজন মত ব্যবহার করে দেখতে পারেন, আশা করি এতে উপকৃত হবেন। প্রতিবার ব্যবহারের পর একটি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন এতে ভালো উপকৃত হবেন। মনে রাখবেন সকলের ত্বকের প্রকৃতি ধরন এক নয়। কারো ক্ষেত্রে মধু ব্যবহারে ত্বকে এলার্জির মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই মধুর ব্যবহার বন্ধ করে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

আলু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়

আলু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই। বিশেষজ্ঞরা মনে করেন ক্লান্তি, মানসিক চাপ ও অবসাদের কারণে চোখের নিচের কালো দাগ দেখা দেয়। চোখের নিচের কালো দাগ দূর করতে আলু একটি কার্যকারী উপাদান হতে পারে। কারণ আলুতে রয়েছে প্রাকৃতিক সব গুণাগুণ যা ত্বকের রং হালকা করতে ও চোখের নিচের কালো দাগ কমাতে কার্যকরি হয়ে থাকে।

আলুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট যেমন- ভিটামিন সি। যা আমাদের ত্বকের কোষের ক্ষতি প্রতিরোধ করে, ত্বকের পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। আলুতে থাকা ঠান্ডা প্রভাব চোখের নিচের ফোলাভাব কমাতে, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং চোখের ক্লান্তির ছাপ দূর করতে পারে। চলুন তাহলে জেনে নেই চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর ব্যবহার সম্পর্কে বিস্তারিত।

  • কাঁচা আলুর রস তোলার বল দিয়ে চোখের নিচের কালো দাগে লাগাতে হবে, ১০ থেকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন বা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর হবে।
  • একটি কাঁচা আলু গোল স্লাইড করে কেটে নিন, চাইলে আপনি আলুটি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর ঠান্ডা আলুর স্লাইডগুলো ১০ থেকে ১৫ মিনিট চোখের নিচে রাখুন, এরপর মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ দূর হবে।
  • একটি আলু ও শসার রস সমান পরিমাণে নিয়ে মিশ্রণ তৈরি করুন, এরপর মিশ্রণটি চোখের নিচের কালো দাগে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এতে ত্বকের কালো দাগ দূর হবে।
  • ১ চামচ আলুর রসের সাথে ১ চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে ব্যবহার করে ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর হবে।

কফি দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়

কফি দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় গুলো জেনে রাখা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়।কারণ আমাদের প্রতিদিন এক কাপ কফি না হলে যেন চলেই না, এই কফিই হতে পারে আমাদের চোখের কালো দাগ দূর করার জন্য বিশেষ উপাদান। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর কফি আমাদের ত্বকের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। আমরা ত্বকের যত্নে কফি স্ক্রাব, গ্রাউন্ড, মাস্ক বা পেস্ট করে লাগাতে পারি।

আরো পড়ুনঃ মুখে অলিভ অয়েল ব্যবহারের নিয়ম ও ১৫টি উপকারিতা

চলুন জেনে নেই কফি দিয়ে চোখের কালো দাগ দূর করার কিছু কার্যকারী উপায় সম্পর্কে-

  1. ১ চামচ কফি গুঁড়ো ১ চামচ দই ও ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং পেস্টটি চোখের নিচের কালো দাগে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।
  2. ১ চামচ কফি ও ১ চামচ নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং মিশ্রণটি ১০ থেকে ২০ মিনিট চোখের নিচের কালো দাগে রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  3. ১ চামচ কফি গুঁড়ো এবং ১ চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি চোখের নিচের কালো দাগে লাগান এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মধু ত্বকে পুষ্টি প্রদান করবে এবং কফি চোখের কালো দাগ দূর করতে সাহায্য করবে।
  4. ১ চামচ পরিমাণ কফি গুঁড়োর সাথে ১ চামচ পরিমাণ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। উক্ত পেস্ট চোখের নিচে কালো দাগে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  5. ১ চামচ কফি গুঁড়ো ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চোখের নিচের কালো দাগে ২০ মিনিট রেখে দিন, অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

উপরোক্ত নিয়ম অনুযায়ী কফি পেস্ট আপনি প্রতিদিন ব্যবহার করলে এবং দৈনন্দিন রুটিনে পর্যাপ্ত ঘুম, পানি পান এবং স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস অন্তর্ভুক্ত করলে আশা করি চোখের নিচের কালো দাগ দূর করতে পারবেন। কফি পেস্ট লাগানোর সময় চোখের চারপাশে হালকা হাতে মেসেজ করে নিতে পারেন, এটি ত্বকে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। কফি পেস্ট ব্যবহারে যদি ত্বকের কোন অসস্তি বা এলার্জি দেখা দেয় তাহলে অবশ্যই কফি পেস্ট লাগানো থেকে বিরত থাকুন এবং ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

টুথপেস্ট দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

টুথপেস্ট দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় এর কথা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, অবাক হওয়ার কোন কারণ নেই। আমরা চাইলেই আমাদের ঘরে থাকা টুথপেস্ট দিয়ে ঘরোয়া উপায়ে আমাদের চোখের নিচের কালো দাগ দূর করতে পারি। আমাদের অতিরিক্ত রাত জাগা বা মানুষিক চাপের কারণে হয়তো অনেক সময় চোখের নিচে কালো দাগ দেখা যায়। চলুন আপনাদের বলি কিভাবে টুথপেস্ট দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করা যায়।

  • অল্প পরিমাণ টুথপেস্ট তোলা বা কটনে লাগান এরপরে চোখের নিচে কালো দাগের উপর হালকা ভাবে লাগান। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুণ এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ চামচ টুথপেস্টের সাথে ১ চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং উক্ত পেস্ট চোখের নিচের কালো দাগে লাগান, এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ চামচ টুথপেস্ট ১ টুকরো শসার সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং চোখের নিচের কালো দাগে লাগান এবং ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তবে অবশ্যই সতর্ক থাকবেন চোখের সাথে কোনভাবে যেন টুথপেস্ট না লাগে। টুথপেস্ট ত্বকে নিয়মিত ব্যবহার করা উচিত নয়, এতে ত্বক শুষ্ক করতে পারে। চোখের নিচে কালো দাগ দূর করতে টুথপেস্ট কার্যকর হলেও এতে ত্বকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি উপরোক্ত কফি, আলু এবং মধু দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়গুলো অবলম্বন করলে আশা করি বেশি উপকৃত হবেন।

ছেলেদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

ছেলেদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কে চলুন জেনে নেই বিস্তারিত। চোখের নিচের কালো দাগ যা ডার্ক সার্কেল নামে পরিচিত। সাধারণত আমাদের অনিদ্রা, স্টেস, অনিয়মিত জীবন যাপন অথবা জেনেটিক কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি কার্যকর উপায় রয়েছে চলুন জেনে নেই সেগুলো। প্রথমে আমাদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরী, কারণ প্রতিদিন আমাদের ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত।

ছেলেদের-চোখের-নিচে-কালো-দাগ-দূর-করার-উপায়

এর পাশাপাশি আমাদের শরীরে জল শোধন রাখতে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করতে হবে, কারণ পানি আমাদের দাগ সৃষ্টিকারী ডিহাইড্রেশনও থেকে মুক্ত রাখতে পারে। এই সময় আমাদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার যেমন- কমলা, কিউই, পালং শাক এবং বাদাম ইত্যাদি। যোগ ব্যায়াম, মেডিটেশন বা অন্যান্য শিথিলতার কৌশল ব্যবহার করলে ত্বকের স্ট্রেসের প্রভাব কমানো সম্ভব।

ঘরোয়া উপায়ে আমরা তুলসী পাতা ও আলু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় অবলম্বন করতে পারি। আমরা কোল্ড কমপ্রেস বা ঠান্ডা চা ব্যাগ চোখের ওপর রাখলে এটি ত্বকের প্রদাহ কমাতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করবে ও চোখের নিচের দাগ কমাতেও কাজে আসবে। এছাড়াও চোখের নিচের ডার্ক সার্কেল কমানোর জন্য বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করলেও আপনি উপকৃত হতে পারেন।

মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায় রয়েছে অনেকগুলো চলুন জেনে নেই বিস্তারিত। প্রথমত আমাদের পর্যাপ্ত ঘুম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন আমাদের ৭ থেকে ৮ ঘন্টা ঘুম নিশ্চিত করা উচিত। কারণ ঘুমের অভাব আমাদের চোখের নিচের কালো দাগের প্রধান কারণ হতে পারে। ঠাণ্ডা কমপ্রেস বা আইস প্যাক ব্যবহার করেও ডার্ক সার্কেল কমানো যায় এক্ষেত্রে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে বা আইস প্যাক চোখের নিচে ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখুন।  

এতে রক্তনালী সংকুচিত হয়, যা চোখের নিচের কালো দাগ দূর করতে সহায়ক। এছাড়াও টমেটো অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এর রস চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়। টমেটো রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের চোখের নিচের কালো দাগ হালকা করতে সহায়তা করে। আমরা দুধ, আলুর রস কিংবা মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় অবলম্বন করতে পারি। আমাদের চোখের নিচের কালো দাগ দূর করতে এগুলো খুব ভালো প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে।

আরো পড়ুনঃ কিসমিস খেলে কি ফর্সা হয় ও কিসমিসের ১০টি স্বাস্থ্য উপকারিতা

তুলো দুধে ভিজিয়ে বা আলুর রস চোখের নিচে লাগিয়ে রাখলে আমাদের চোখের নিচের কালো দাগ কমতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান করা এবং সঠিক পুষ্টি গ্রহণও চোখের নিচের ত্বককে উজ্জ্বল করতে ও দাগ মুক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় আপনি সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে এসব কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই সতর্ক থাকবেন, অনেক সময় এতে ত্বকের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায় নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ রাতে চোখের নিচে সানস্ক্রিন লাগানো যাবে কি?

উত্তরঃ আমরা সাধারণত সূর্যের ক্ষতিকারক রশ্মী থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করে থাকি।

প্রশ্নঃ সানস্ক্রিন কি ডার্ক সার্কেল কমাই?

উত্তরঃ সানস্ক্রিন সাধারণত সূর্যের ক্ষতিকারক রশ্মী থেকে আমাদের ত্বককে বাঁচাতে সাহায্য করে এবং ত্বকের কালো দাগ গুলো দূর করতেও কাজ করে থাকে।

প্রশ্নঃ ঘুমালে কি ডার্ক সার্কেল দূর হয়?

উত্তরঃ পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং সঠিক নিয়ম মেনে খাওয়া দাওয়া আমাদের চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করতে পারে।

প্রশ্নঃ চিরতরে ডার্ক সার্কেল দূর করার উপায়?

উত্তরঃ একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চিরতরে চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানতে চাইলে তিনি হালকা রাসায়নিক খোসার পরামর্শ দিতে পারেন।

প্রশ্নঃ চোখের নিচে ডার্ক সার্কেল কেন হয়?

উত্তরঃ চোখের নিচে ডার্ক সার্কেল সাধারণত আমাদের শরীরে খনিজ উপাদান গুলোর ঘারটির কারণে হতে পারে। অনেক সময় অনিদ্রা, মানসিক চাপ বা অনিয়মিত খাওয়া দাওয়ার কারণেও চোখের নিচে ডার্ক সার্কেল হতে পারে।

চোখের নিচে কালো দাগ দূর করার ক্রিম

চোখের নিচে কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে সঠিক ধারণা না থাকাই আমরা হয়তো বাজার থেকে বিভিন্ন ক্রিম কিনে প্রতারিত হচ্ছি। সঠিক ক্রিম সম্পর্কে ধারণা না থাকায় হয়তো ভুল ক্রিমটি ক্রয় করে আমরা তেমন কোন উপকার পাচ্ছি না। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় এই ক্রিমগুলোতে সাধারণত ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ময়েশ্চারাইজিং উপাদান থাকে।

চোখের-নিচে-কালো-দাগ-দূর-করার-ক্রিম

যা আমাদের ত্বককে পুনর্গঠিত করতে এবং কালো দাগ কমাতে সহায়ক। আপনাদের সুবিধার্থে চোখের নিচে কালো দাগ দূর করার জনপ্রিয় কিছু ক্রিম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো-

  1. The Ordinary Caffeine Solution 5% + EGCG - এই ক্রিমে ক্যাফেইন এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা আমাদের চোখের নিচের ফোলা ভাব এবং কালো দাগ কমাতে সহায়তা করে।
  2. Neutrogena Rapid Dark Circle Repair Eye Cream - এই ক্রিমটি চোখের নিচের কালো দাগ দূর করতে দ্রুত কাজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এতে রেটিনল রয়েছে যা ত্বককে পুনর্গঠন করতে সাহায্য করে।
  3. Olay Eyes Brightening Cream - এই ক্রিমে ভিটামিন C এবং B3 রয়েছে, যা আমাদের ত্বককে ময়েশ্চারাইজার করে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে।
  4. Himalaya Under Eye Cream - এই ক্রিমটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা আমাদের চোখের নিচের ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি কালো দাগ হালকা করতে সহায়ক।
  5. La Roche Posay Pigmentclar Eyes - এই ক্রিমটিতে ক্যাফেইন এবং লুমিনিসিন থাকে, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের দীর্ঘমেয়াদী কালো দাগ দূর করতে সহায়ক।

কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ হয়

কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ হয় জেনে রাখা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ চোখের নিচের কালো দাগ হওয়ার একটি প্রধান কারণ হলো ভিটামিনের অভাব। বিশেষ করে ভিটামিন K, ভিটামিন C, ভিটামিন E এবং ভিটামিন B12 এর ঘাটতি। চলুন বিস্তারিত ভাবে জেনে নেই এই ভিটামিন গুলোর অভাবে কিভাবে আমাদের চোখের নিচে কালো দাগ সৃষ্টি হয় থাকে।

  • ভিটামিন K - আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তনালীর ফাঁস রোধ করে, যা চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে সহায়ক।
  • ভিটামিন C - আমাদের শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে চোখের নিচের কালো দাগ হালকা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • ভিটামিন E - আমাদের শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের সুরক্ষা ও পুনর্গঠনে সহায়তা করে থাকে এবং চোখের নিচের কালো দাগ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে।
  • ভিটামিন B12 - এর অভাবে আমাদের শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা সৃষ্টি হয়। যা চোখের নিচের কালো দাগের কারণ হতে পারে।

লেখকের মন্তব্যঃ মধু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়

চোখের নিচে কালো দাগ দূর করার জন্য ঘরোয়া উপায় গুলো অনেক সহজ এবং কার্যকর। এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা হয়তো জানতে পেরেছেন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম চোখের নিচের কালো দাগ কমাতে সহায়ক। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি এই পোস্টের উপরোক্ত ঘরোয়া ভাবে চোখের নিচে কালো দাগ কমানোর পদ্ধতি গুলো অবলম্বন করলে আশা করি উপকৃত হবেন।

এছাড়াও আমরা বাজার থেকে চোখের নিচে কালো দাগ দূর করার জন্য বিভিন্ন ডার্ক সার্কেল রিমুভার ক্রিম কিনতে পারি। তবে এই ধরনের ক্রিম গুলো কেমিক্যালযুক্ত হওয়াই অনেক সময় আমাদের ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। এই পোস্টটি সম্পর্কে কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আরো অন্যান্য ক্যাটাগরির আপডেট আর্টিকেল গুলো পড়তে আমাদের হোম পেজটি ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।

comment url