স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সেরা ১০ টি
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে অনেকেই জানতে চান। তাদের সুবিধার্থে আমরা স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিমের একটি তালিকা নিচে তৈরি করেছি। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ক্রিমটি বেছে নিতে পারেন।
ফর্সা হওয়ার ক্রিম সাধারণত ত্বকের মেলানিন কমানোর জন্য ব্যবহৃত হয়। আমাদের শরীরে মেলানিনের উপর নির্ভর করে ত্বকের রঙ কালো বা ফর্সা হয়। এই পোস্টটি পড়ে আরো জানতে পারবেন কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে ও বডি ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সূচীপত্রঃ স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সেরা ১০ টি
- স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
- কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম
- ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো
- স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
- কম দামে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো
- ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো
- স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- বডি ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো জেনে নিন
- মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম
- লেখকের মন্তব্যঃ স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সেরা ১০ টি
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম লিখে অনেকে গুগলে সার্চ করে থাকেন।
তাদের সুবিধার্থে আমরা স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য ডাক্তারি ক্রিমের একটি
তালিকা তৈরি করেছি। আমাদের ত্বকের রঙ নির্ধারণ হয় ত্বকের মেলানিনের ওপর
নির্ভর করে। মেলানিনের পরিমাণ বেশি হলে আমাদের ত্বকের রঙ কালো হয় এবং
মেলানিনের পরিমাণ কম হলে ত্বকের রঙ ফর্সা হয়। ফর্সা হওয়ার ক্রিম আমাদের
ত্বকের রঙ উজ্জ্বল করতে, মেলানিনের উৎপাদন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে।
আরো পড়ুনঃ শীতে ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
চলুন জেনে নেই স্থায়ীভাবে ত্বক ফর্সা করার ডাক্তারি ক্রিম গুলোর নাম-
- Hydroquinone Cream
- Meladerm Skin Brightening Cream
- Glutathione Cream
- Olay White Radiance Advanced Whitening Cream
- Lakme Absolute Perfect Radiance Skin Lightening Cream
- Loreal Paris White Perfect Day Cream
- Nivea Whitening Cream For Radiant Skin
- Ponds White Beauty Day Cream
- Biotique Bio Coconut Whitening And Brightening Cream
- Garnier Light Complete Fairness Cream
উপরোক্ত তালিকা থেকে আপনি আপনার প্রয়োজন ও সুবিধা অনুযায়ী একটি ক্রিম বাছাই
করতে পারেন। ফর্সা হওয়ার ক্রিমে থাকে হাইড্রোকুইনোন, কোজিক অ্যাসিড বা
ভিটামিন সি এর মত উপাদান। যা আমাদের ত্বকের রঙ উজ্জ্বল করতে অনেকটাই
সহায়ক। কিন্তু এসব ক্রিম দীর্ঘমেয়াদি ব্যবহারে ত্বকের ক্ষতি বা এলার্জির
মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই অবশ্যই যে কোন ক্রিম
ব্যবহারের আগে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।
কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম
কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে জানতে চান অনেকেই। আমরা অনেকে আমাদের
গায়ের কালো রং নিয়ে সন্তুষ্ট নয়, অনেকে চাই কালো রং থেকে ফর্সা হওয়ার
জন্য। এজন্য অনেকেই গুগলে সার্চ করে জানতে চান কালো মেয়েদের ফর্সা হওয়ার
ক্রিমের নাম। তাদের সুবিধার্থে আমরা ফর্সা হওয়ার কিছু বাছাইকৃত সেরা ক্রিমের নাম
নিয়ে নিচে একটি তালিকা তৈরি করেছি। সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রিমটি
বেছে নিতে পারেন।
চলুন জেনে নেই কালো মেয়ে ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম গুলো ভালো-
- Fair & Lovely Advanced Multi-Vitamin Cream
- Ponds White Beauty Spot-Less Fairness Cream
- Oly Natural White Glowing Fairness Cream
- Lotus Herbals Whiteglow Skin Whitening & Brightening Gel Creme
- Garnier Skin Naturals Light Complete Fairness Cream
- Lakme Absolute Perfect Radiance Skin Lightening Day Cream
- VLCC Snigdha Skin Whitening Day Cream
- Loreal Paris Skin Perfect Anti-Imperfections + Whitening Cream
- Biotique Bio Coconut Whitening & Brightening Cream
- Himalaya Herbals Clear Complexion Whitening Day Cream
উপরক্ত ক্রিমগুলো থেকে আপনি ফর্সা হওয়ার জন্য এটি সঠিক ক্রিম বেছে নিতে পারেন।
তবে মনে রাখবেন যে কোন ক্রিম ব্যবহার শুরুর আগে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেয়া
উচিত। কারণ অনেকের ক্ষেত্রে নতুন কোন ক্রিম ইউজে এলার্জি বা ত্বক লালচে
হওয়ার মতো নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এ কারণে অবশ্যই যে
কোন ক্রিম ব্যবহারে ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নেওয়া উচিত।
ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো
ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো না জানার কারণে অনেকেই হয়তো বাজার থেকে ফর্সা হওয়ার ক্রিমের নামে ভেজাল ক্রিমটি কিনে প্রতারিত হচ্ছেন। বাজারে অনেক ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়, তবে সব ক্রিমগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয় বা আমাদের ত্বক উজ্জ্বল করতে সহায়ক নয়। এজন্য অবশ্যই আপনাকে সঠিক ক্রিমটি বেছে নিতে হবে। ভুল ক্রিমটি ব্যবহার করার কারণে আপনার ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।
আরো পড়ুনঃ মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ও এর পার্শ্বপ্রতিক্রিয়া
চলুন জেনে নেই ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো ভালো-
- Kaya Pigmentation Reducing Complex
- Nivea Extra Whitening Cell Repair Cream
- Neutrogena Fine Fairness Cream
- Oriflame Optimals Even Out Day Cream
- Revlon Touch And Glow Advanced Fairness Cream
ফর্সা হওয়ার জন্য ব্যবহৃত অনেক ক্রিমে স্টেরয়েড বা ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা ত্বকে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে, যেমন- সংবেদনশীলতা, ত্বক পাতলা হয়ে যাওয়া, এমনকি ক্যান্সারের ঝুঁকি। আমার মতে আপনি উপরের Nivea Extra Whitening Cell Repair Cream এই ক্রিমটি ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন। অবশ্যই আপনি যে কোন ক্রিম কেনার সময় সঠিকভাবে যাচাই-বাচাই করে নিবেন।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম সম্পর্কে জানতে চান অনেকে। আমাদের শরীরে
ত্বকের রঙ নির্ধারিত হয়ে থাকে ত্বকের মেলানিনের উপর নির্ভর করে। আর এই মেলানিন
হরমোন আমাদের জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তাই আমরা চাইলেই হুট করে
স্থায়ীভাবে ফর্সা হতে পারি না। তবে সঠিক খাদ্য অভ্যাস, শৃঙ্খল জীবন যাপন
এবং সঠিক উজ্জ্বলতা বৃদ্ধির ক্রিম ব্যবহার করার মাধ্যমে আমাদের ত্বকের
রং উজ্জ্বল করতে পারি।
চলুন তাহলে জেনে নেই স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম গুলো কি কি-
- Olay Natural White Night Cream
- Lotus Herbals White Glow Skin Whitening & Brightening Night Cream
- Loreal Skin Naturals White Perfect Night Cream
- Garnier Skin Naturals White Complete Multi Action Fairness Night Cream
- Himalaya Herbals Revitalizing Night Cream
আপনি যে কোন ক্রিম ব্যবহারের আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ সবার ত্বকের ধরন
ভিন্ন ভিন্ন হওয়ায় সবার ক্ষেত্রে একই ধরনের ক্রিম উপকারে আসবে না। রাসায়নিক
যুক্ত ক্রিম ত্বকের ক্ষতি করতে পারে তাই ত্বকের প্রকৃতি অনুযায়ী পন্য নির্বাচন
করা উচিত। এজন্য আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন,
তিনি আপনার ত্বকের ধরনের উপর নির্ভর করে একটি সঠিক ক্রিম নির্বাচন করতে সহায়তা
করবে।
কম দামে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো
কম দামে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো অনেকে জানতে চেয়ে থাকেন। আমরা ফর্সা
হতে কে বা না চাই, ফর্সা হওয়ার জন্য ক্রিমের কথা ভাবলে আমাদের মনে হয় এত
টাকা কোথায় পাব। তাহলে মনে হয় আমার আর ফর্সা হওয়া হলো না। তাদের কথা
মাথায় রেখে আমরা কম দামে ফর্সা হওয়ার কিছু ক্রিমের নাম নিয়ে একটি তালিকা
তৈরি করেছি। আপনি চাইলে এখান থেকে যাচাই করে কম দামে সঠিক একটি ক্রিম কিনতে
পারেন।
চলুন জেনে নেই জেনে নেই কম দামে ফর্সা হওয়ার কিছু ক্রিমের নাম-
- Fair & Lovely Advanced Multivitamin Cream
- Garnier Light Complete Fairness Cream
- Ponds White Beauty Spot Less Fairness Cream
- Himalaya Clear Complexion Whitening Day Cream
- Vicco Turmeric Skin Cream
ফর্সা হওয়ার অনেক ক্রিম রয়েছে, আমরা হয়তো সঠিক দাম না জানার কারণে অনেক
সময় ঠকে থাকি। আমাদের ত্বকের রঙ ফর্সা বা কালো হওয়া নির্ভর করে ত্বকের
মেলানিনের পরিমাণের ওপর। ফর্সা হওয়ার ক্রিম আমাদের ত্বকের মেলানিন এর পরিমাণ
কমাতে সাহায্য করে। তবে শুধু ক্রিম ব্যবহার করলেই কি ফর্সা হওয়া
সম্ভব, না ক্রিম ব্যবহারের সাথে ফর্সা হওয়ার জন্য আরো প্রয়োজন সঠিক জীবন
যাত্রা এবং সঠিক খাদ্য অভ্যাস।
৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো
৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো অনেকে জানতে চেয়ে থাকেন, তাদের সুবিধার্থে আমরা দ্রুত ফর্সা হওয়ার জন্য কিছু ক্রিমের নাম নিচের তলিকায় দিয়েছি। তবে আপনার অবশ্যই জানা উচিত, কোন কিছুই অতি দ্রুত ভালো নই। আপনি হয়তো জানেন যে আমাদের ফর্সা হওয়া বা কালো হওয়া এটি আমাদের শরীরে মেলানিনের কারণে হয়ে থাকে। আমাদের শরীরের মেলানিন বাবা-মায়ের জিনগত বৈশিষ্ট্য থেকে নির্ধারিত হয়।
আরো পড়ুনঃ মুখে অলিভ অয়েল ব্যবহারের নিয়ম ও ১৫টি উপকারিতা
তাই আমরা চাইলেই হুট করে ৭ দিনে ফর্সা হতে পারবো না। যদি আপনি কোন উপায়ে এটি সম্ভব করে থাকেন, কিন্তু মনে রাখবেন এর কারণে আপনি পরবর্তীতে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে আমরা ফর্সা হওয়ার জন্য কিছু ক্রিম ব্যবহার করতে পারি, যেগুলা আস্তে আস্তে আমাদের ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করবে। চলুন দ্রুত কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম গুলোর নামের তালিকা দেখে নেই।
- Skin Lightening Cream By Aroma Magic
- Dove Visible Glow
- Fairness Cream By Oriflance
- Loreal Paris Revitalift
- Neutrogena Fine Fairness Cream
- Khadi Natural Herbal Fairness Cream
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ তৈলাক্ত ত্বকের জন্য কোন ক্রিম ভালো?
উত্তরঃ তৈলাক্ত ত্বকের জন্য Himalaya Herbals Oil-Free Radiance Gel
Cream টি ব্যবহার করতে পারেন, এটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারী।
প্রশ্নঃ মুখে কতবার ময়েশ্চারাইজার লাগাতে হয়?
উত্তরঃ মুখে ময়েশ্চারাইজার লাগানোর জন্য সঠিক কোন ধরা বাধা নিয়ম নাই,
তবে প্রতিদিন দুইবার ব্যবহার করা উত্তম। সকালে ঘুম থেকে
উঠে হাতমুখ ধোয়ার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার
ব্যবহার করলে বেশি উপকারিতা পাওয়া যায় বলে আশাবাদী।
প্রশ্নঃ স্থায়ীভাবে কি ফর্সা হওয়া যায়?
উত্তরঃ বিভিন্ন বিশেষজ্ঞদের মতে আপনার ত্বক স্থায়ীভাবে ফর্সা করতে
পারবেন না। তবে নিয়মিত ক্রিম ব্যবহারে এবং সঠিক জীবনযাত্রার মান উন্নয়ন
করার মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব।
প্রশ্নঃ ফর্সা হওয়ার নাইট ক্রিম এর নাম কি?
উত্তরঃ আপনি ফর্সা হওয়ার জন্য Olay Natural White Night Cream , Lotus Herbals White Glow Skin Whitening & Brightening Night Cream গুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রশ্নঃ ত্বক ফর্সা করার ক্রিম কি সত্যিই কাজ করে?
উত্তরঃ জি ত্বক ফর্সা করার ক্রিম আপনার ত্বকের ধরনের উপর ভিত্তি
করে কাজ করে থাকে। আপনি সঠিক জীবনযাত্রার মান উন্নয়ন এবং রোদের
ক্ষতিকারক রশ্মী থেকে সুরক্ষিত থাকার মাধ্যমে ফর্সা হওয়ার ক্রিম এর পরিপূর্ণ
কার্যকারিতা লক্ষ করবেন।
বডি ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো জেনে নিন
বডি ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো অনেকে জানতে চেয়ে থাকেন, কারণ আমরা এখন স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। বর্তমানে আমরা সকলে আমাদের শরীরের প্রতি অনেক সচেতন থাকি, আমাদের হাত-পা বা শরীর কোন কারণে কাল দেখালে আমাদের হতাশার শেষ নেই। আমরা যত তাড়াতাড়ি পারি রিকোভারি করার চেষ্টা করি, এই জন্য আমরা বাজার থেকে হয়তো ফর্সা হওয়ার বিভিন্ন ধরনের ক্রিম বা লোসন কিনে থাকি।
এখন বাজারে বডি ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বা লোসন পাওয়া যায়। কিন্তু বাজারের সবগুলোই ক্রিমই কি ভালো বা উপকারিতা পাওয়া যায়, না। সঠিক উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কোন ক্রিমটি ভালো যাচাই - বাছাই করে কেনা উচিত। আপনাদের প্রয়োজনে বডি ফর্সা হওয়ার জনপ্রিয় কিছু লোশন ও ক্রিমের একটি তালিকা নিচে দেওয়া হল। আপনি চাইলে নিচের তালিকা থেকেও নিজ দায়িত্বে যাচাই করে কিনতে পারেন।
- Glutathione Body Lotion Cream
- Fair & Lovely Body Lotion
- Ponds White Beauty Body Lotion
- Vaseline Healthy White Lotion
- Nivea Extra Whitening Body Lotion
- Olay Natural White Body Lotion
মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম
মেয়েদের হাত পা ফর্সা করার ক্রিমের নাম চলুন জেনে নেই। অনেকেই চান তাদের হাত পা ফর্সা হওয়ার জন্য বা মুখের রঙের সাথে হাত পায়ের রঙ মেলানোর জন্য। বাজারে যদিও বিভিন্ন ধরনের হাত পা ফর্সা করার ক্রিম বা লোশন পাওয়া যায়। আপনার ত্বকের ধরন বুঝে যেকোনো ক্রিম বা লোশন ব্যবহার করা উচিত, এজন্য আপনি চাইলে যে কোন ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন।সাধারণত মেয়েদের হাত পা ফর্সা করার জনপ্রিয় কিছু ক্রিমের নাম নিচে দেওয়া হল।
- Vaseline Healthy White Lightening Lotion
- Nivea Whitening Even Tone Body Lotion
- Lotus Herbals Whiteglow Hand & Body Lotion
- Oly Quench Ultra Moisture Body Lotion
- Himalaya Clear Complexion Whitening Day Lotion
- Gernier Skin Naturals Body Cocoon Lotion
হাত পা ফর্সা করার ক্রিম ব্যবহারের জন্য আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে
আপনার হাত পা মুখ পরিষ্কার করে নেবেন, তার পরে উক্ত ক্রিম ব্যবহার
করবেন। সারা রাত পর সকালে ঘুম থেকে উঠে আপনি আবার ভালোভাবে হাত পা এবং মুখ
পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। এভাবে নিয়মিত ক্রিম ব্যবহার করলে এবং
আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করার মাধ্যমে আপনার হাত ফর্সা হওয়ার সম্ভাবনা
রয়েছে।
লেখকের মন্তব্যঃ স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সেরা ১০ টি
স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য প্রচলিত অনেক ডাক্তারি ক্রিম পাওয়া যায়। তবে এগুলোর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে বিতর্ক রয়েছে। এ ধরনের ক্রিমে সাধারণত হাইড্রোকুইনোন, স্টেরয়েড বা মেলানিন উৎপাদন কমানোর উপাদান থাকে, যা আমাদের ত্বককে উজ্জল করতে সহায়ক। তবে দীর্ঘমেয়াদি ব্যবহারে এসব ক্রিমের বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন- ত্বক জ্বালা, এলার্জি বা ক্যান্সারের ঝুঁকি।
এই জন্য যেকোনো ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারের আগে অবশ্যই আমাদের ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নেওয়া উচিত। তিনি আমাদের ত্বকের প্রকৃতি ও সমস্যা অনুযায়ী উপযুক্ত ক্রিম ব্যবহারের নির্দেশনা দিবেন। আশা করি এই পোস্টটি পড়ার মাধ্যমে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানতে পেরেছেন। এই পোস্টটি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
RIPONTECH24 এর নীতিমালা মেনে আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিভিউ করে থাকি ।
comment url